![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফস্টি নস্টি করে মন্ত্রী
রাজ-রাজা খায় গাজা
পুলিশ সেবে জাতিকে
ভাংগিয়া দেয় মাজা
গরু-ঘোড়া ডিম পারে
হাঁস-মুরগি দেয় দুধ
মসজিদের ইমাম
মেয়ে নেশায় বুদবুদ
ভার্সিটির ক্যামপাস
গাজা সেবনের প্লেস
বারগুলি শিক্ষাকেন্দ্র
নেই তবু মোর স্লেস
জয় বঙ্গ-বঙ্গবন্ধু
হাতে পাকিই পতাকা!
লতা-পাতার ফাসিতে
মিষ্টি বিলোয় লতিকা!
মরি আমি মোর ভায়ে
হয় শ্রেষ্ঠ বীর
জাতি-জাতি করে সবে
খায় সন্দেশ-খীর
মোরা খাই লাথি গুতা
তেনারা লাল সেলাম
বঙ্গ-সন্তান হয়ে আমি
বঙ্গতে কি পেলাম
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৩
গুলিস্তানের হকার বলেছেন: চাঁদগাজী ভাই আপনার হিউমারটুকুন আপাত দৃষ্টিতে আমার জন্য অপমান জনক মনে হলেও এতটা সূক্ষ বিশ্লেষণ আর মন্তব্য আমার সামনের পথচলাকে সাহায্য করবে ।।
অতঃপর কৃতঞ্জ ।কিন্তু ছড়ার বিষয় বস্তুর সাথে মিলিয়ে আপনার অংশটুকু আমি ইডিট করতে পারছি না ।আপনাকে ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫৫
চাঁদগাজী বলেছেন:
"মোরা খাই লাথি গুতা
তেনারা লাল সেলাম
বঙ্গ-সন্তান হয়ে আমি
বঙ্গতে কি পেলাম "
-ভিক্ষুক ভিক্ষা পাবার কথা।
আপনাকে বড় বানিয়ে দিচ্ছি, শেষ লাইন হবে..
"বঙ্গ-সন্তান হয়ে আমি
বঙ্গকে কি দিলাম?"