![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখ শান্তি পৃথিবীতে পাওযার কথা না, সুখ শান্তি তো পরকালের জন্য, এই সুখের জন্য অস্স্থায়ী পৃথিবীতে পাপের পথে পা না বাড়ানোই শ্র্রেও !
আমি আর আমার রুনা (১ম পাট)
২০০৯ সালের মে মাসের শেষের দিকে একদিন রাত ১০ টায় ফেইস বুক টা ওপেন করেই, দুইটা ফ্রেন্ড রিকুয়েস্ট দেখলাম। একটা পরিচিত মনে হল। আর একটা অপরিচিত। আমি ফ্রেন্ড রিঃকু একসেপ্ট করার আগে অবশ্যই চেক করে নেই কে রিঃকু পাঠালেন। এবার ও তাই করলাম প্রোফাইল দেখে একজন কে চিনতে পারলাম, আর একজনকে চিনতে পারলাম না। যাকে চিনলাম না ওনি একজন মেয়ে, নামটা অনেক সুন্দর মনে হল। নামের শেষে আবার খান ও আছে। অপরিচিত কারো রিকুয়েস্ট আমি রিসিভ করি না, কারন ফেইক আইডি তে ভরে গেছে ফেইস বুক ঐ দিন নিউজে ও দেখলাম বাংলাদেশের ফেইক ফেইসবুক আই ডি নাকি ত্রিশ লাখের উপরে।
যাইহোক প্রোফাইল দেখে এই ধারণায় উপনীত হলাম-এ আই ডি টা ফেইক নাও হতে পারে। মুচাল ফ্রেন্ড দুইজন দেখলাম যে দুইজন কে আমি খুব ভাল ভাবে চিনতাম। অবশেষে একটু ভয় নিয়েই রিসিভ করলাম, ভয় কেন আবার এটাই তো চিন্তা করছেন তাই না, এই টা আবার আর এক কাহিনী। প্রথম প্রথম ফেইস বুক যখন ইউজ করি তখন একদিন বসের সামনেই ফেইসবুক ওপেন করলাম অফিসে, কোম্পানির একটা পুরাতন কোটেশন ফেইসবুক থেকে ডাউনলোড করব বলে। FB টা ওপেন করার সাথে সাথে আমার ত হার্ড ফেইল হবার উপক্রম। অপরিচিত কোন বদমাইশ ইউজার ওড়াল সেক্স এর ফটোতে ট্যাগ করে রাখছে তাও আবার পাঁচ দশ মিঃ আগে। বুঝতেই পারছেন। আমার পরিবর্তে আপনি হলে কি হত। যে লোক টা আমাকে একটা গুড স্টুডেন্টের মত মনে করে, আর আমি যাকে একজন উচ্চমনের শিক্ষক মনে করি তার সামনে এমন একটা দৃশ্য আমাকে দেখেতে হবে, তাও আবার ফেইস বুকে আমি কোন দিন ও চিন্তাও করিনাই। এর পর থেকে ফেইসবুকে ঢুকতে আগেই চিন্তা করি যে আশে পাশে কেউ আছে কি না। কেউ না থাকলেই লগ ইন করি।
যে মেয়েটার রিকুঃ আমি রিসিভ করেছিলাম। আজকে হটাত দেখি চ্যাটে হায়, বল্ল এক কথায় দু কথায় পরিচয় পর্ব শেষ করেই, ও আমার মোবাইল নাম্বার চাইল। আমি চিন্তা করলাম ছেলেরা মেয়েদের কাছে মোবাইল নং চায়, আমি চাইতে পারি ওর কাছে কিন্তু ও কিভাবে মোবাইল নং চাইল? জিজ্ঞাসিলাম বাসায় কে কে আছে তোমার সে বল্ল, আমি একা থাকি। একা মানে বাবা, মা, ভাই, বোন কেউ নাই তোমার।? আমার মায়ের ক্যান্সার ছিল অনেক চিকিৎসার পর ও মা কে পৃথিবীতে রাখতে পারেন নাই আমার বাবা। মা চলে যাবার দুই বছরের মাথায় একদিন বাবা ও হার্ড এটাকে আমদের সবাইকে ছেড়ে চলে গেলেন মায়ের কাছে না ফেরার দেশে। তিন ভাই চার বোনের মধ্যে আমিই সবার ছোট। মা, বাবা গত হওয়ার দুই বছরের মধ্যে সয়-সম্পত্তি ভাগা ভাগী হয়ে গেল সব ভাই বোনদের মধ্যে। আমার ভাগে পড়ল এই দুইটি ফ্ল্যাট একটিতে আমি থাকি এখন যে খানে বসে চ্যাট করছি। আর একটি দিয়ে দিলাম রেন্টে। মাসিক আঠারো হাজারে। দুইটি ফেম্যেলি সুন্দর ভাবে থাকতে পারে ঐ একটি ফ্লাটে। আমি মনে মনে চিন্তা করে বুঝলাম কেন এই মেয়েটা এত সহজে তার মোবাইল নাম্বার আমাকে দিয়ে দিল। আমি ও বিশ্বাস করে দিয়ে দিলাম আমার পার্সোনাল নাম্বার। কত সালে এস,এস,সি পাস করেছো? এই প্রশ্ন করতেই ও আমার উপর ভীষণ ক্ষেপে গেল। ও বুঝতে পেরেছে যে আমি আসলে ওর বয়স জানতে চেয়েছিলাম। যাইহোক কিছুই বল্ল না, বল্ল তোমার থেকে অন্তত ৫ বছরের ছোট আমি।
পাঠক চাইলে .................. চলবে ।
৩০ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:২৩
বোরহান উদদীন বলেছেন: সালেহ ভাই তবে .........কি?
২| ৩০ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:২২
যাওয়াদ বলেছেন: মুচাল ফ্রেন্ড !!!
আবু সালেহ বলেছেন: চলুক....তবে.....
৩০ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:২৪
বোরহান উদদীন বলেছেন:
সবাই এক কথা বলেন কেন?
৩| ৩০ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:২৩
মীর হোসন খন্দকার বলেছেন: চলুক....তবে.....
৩০ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:২৪
বোরহান উদদীন বলেছেন:
অন্য কিছু বলেন?
৪| ৩০ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:৩২
টার্ন আউট বলেছেন: চলুক... তবে
৫| ৩০ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:৪৪
বোরহান উদদীন বলেছেন: তবে কিঃ ............
৬| ৩০ শে অক্টোবর, ২০১২ বিকাল ৩:১৯
মুন্না-কিশোরগঞ্জ বলেছেন: চলুক....তবে.....
৭| ৩০ শে অক্টোবর, ২০১২ বিকাল ৩:৫৩
রবিউল ৮১ বলেছেন: চলুক....তবে.....
৮| ৩০ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৩২
বোরহান উদদীন বলেছেন:
আর চলিবে নাঃ সব ফাজিল!!!
৯| ৩১ শে অক্টোবর, ২০১২ রাত ১২:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি আপনার চেয়ে অন্তত ৫ বছরের ছোটো - তিনি আপনাকে চেনেন, আপনি এটা বুঝতে পারলেন না!!!
যাক, গল্প জমে উঠছে
১০| ৩১ শে অক্টোবর, ২০১২ রাত ১:০৩
বোরহান উদদীন বলেছেন:
সোনাবীজ; অথবা ধুলোবালিছাইঃ
আপনাকে ধন্যবাদ অন্যরকম মন্তব্যের জন্য।
১১| ৩১ শে অক্টোবর, ২০১২ রাত ১:০৪
কামরুল ইসলাম রুবেল বলেছেন: ক্যামুন জানি সন্দেহ ঠ্যাক্তাচে। লিংকুটা দ্যানতো চেক কইরা কই
১২| ৩১ শে অক্টোবর, ২০১২ বিকাল ৪:৩৬
মীর হোসন খন্দকার বলেছেন: চলবে গাড়ি.... চলবে ঘোড়া... রিকসা পুরুং পুরুং....
গল্পটা না শুনাইলে কিন্তু........... লাগবে যে দারুন......
১৩| ০১ লা নভেম্বর, ২০১২ সকাল ১১:৩৭
সীমানা ছাড়িয়ে বলেছেন: আপনার মত বিনুদোন আছে বলেই ব্লগ ভাল লাগে
১৪| ০১ লা নভেম্বর, ২০১২ রাত ৯:০২
বোরহান উদদীন বলেছেন:
সীমানা ছাড়িয়ে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ......
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:১৫
আবু সালেহ বলেছেন: চলুক....তবে.....