নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

মসজিদে জামায়াতে নামায পড়ার অনুমতি

০৬ ই মে, ২০২০ বিকাল ৪:১২

ধর্ম মন্ত্রণালয় বলছে, ‘দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামার সঙ্গে পরামর্শ করে’ মসজিদে জামাতে নামাজের জন্য ১২ দফা শর্ত রাখা হয়েছে।

১. মসজিদে কার্পেট বিছানো যাবে না। পাঁচ ওয়াক্ত নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। বাইরে থেকে যারা নামাজে যাবেন, তাদের নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে যেতে হবে।

২. মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার অথবা হাত ধোয়ার ব্যবস্থাসহ সবান-পানি রাখতে হবে। মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে মসজিদে যেতে হবে।

৩. প্রত্যেককে নিজের বাসা থেকে ওজু করে সুন্নত নামাজ ঘরে আদায় করে মসজিদে যাবেন এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।

৪. কাতারে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব অর্থাৎ তিন ফুট দূরত্ব রেখে দাঁড়াতে হবে।

৫. এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে।

৬. শিশু, বয়োবৃদ্ধ, যে কোনো অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তিরা জামাতে অংশ নিতে পারবেন না।

৭. মসজিদের ওজুখানায় সাবান/হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ বা টুপি ব্যবহার করা যাবে না।

৮. সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।

৯. মসজিদে ইফতার ও সেহরির আয়োজন করা যাবে না।

১০. এসব শর্ত পালন সাপেক্ষে প্রত্যেক মসজিদে সর্বোচ্চ পাঁচজন নিরাপদ দূরত্ব বজায় রেখে ইতেকাফ এর জন্য অবস্থান করতে পারবেন।

১১. করোনাভাইরাস মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য নামাজ শেষে দোয়া করার জন্য খতিব ও ইমামদের অনুরোধ করা হচ্ছে।

১২. খতিব, ইমাম ও মসজিদ পরিচালনা কমিটি বিষয়গুলোর বাস্তবায়ন নিশ্চিত করবে।

এসব নির্দেশনা লংঘিত হলে স্থানীয় প্রশাসন ও আইন-শৃখলা নিয়ন্ত্রণকারী বাহিনী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বলে সতর্ক করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০২০ বিকাল ৪:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
৩ নম্বর শর্ত যদি আমি পালন করি তা হলে ৭ নম্বর শর্তে উল্লেখিত ওজুখানায় সাবান দিয়ে কি হবে?
এই শর্তের মানে দাড়ায় বজ্র আটুনির ফস্কো গিরোর মতো।

০৬ ই মে, ২০২০ বিকাল ৪:৪৬

গুরুভাঈ বলেছেন: কিছু কিছু লোক তার ব্যাবসা প্রতিষ্ঠান বা পথচারী হতে পারে, তাদের ব্যাবহারের জন্য (আমার মনে হয়)।

২| ০৬ ই মে, ২০২০ বিকাল ৫:০৯

রাজীব নুর বলেছেন: নামাজ পড়িও না। এ বিষয় নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই। হে হে----

০৬ ই মে, ২০২০ বিকাল ৫:৩০

গুরুভাঈ বলেছেন: আমি মনে করছিলাম শপিংমল খোলার স্বিদ্ধান্তটা পরিবর্তন হতে পারে, এখন মসজিদ খুলে দিয়ে ব্যালেন্স করা হলো। এখন তাইরে নাইরে..।

৩| ০৬ ই মে, ২০২০ বিকাল ৫:৩৮

রাশিয়া বলেছেন: খুলে দেয়া উচিত। মানুষকে সতর্ক করাটা জরুরী ছিল - আমার মনে হয় মানুষ অনেকটাই সচেতন হয়েছে। এখন দেখা যাক অবস্থাটা কি দাঁড়ায়!

০৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

গুরুভাঈ বলেছেন: নিজ নিজ দায়িত্বে বেচে থাকার চেষ্টা করতে হবে

৪| ০৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:০১

রুদ্র নাহিদ বলেছেন: তিন ফুট দূরত্ব নিয়ে কাতারে দাঁড়ালে নামায কি সহীহ হবে? যতদূর জানি কাঁধে কাঁধ রেখে কাতার করা জামায়াতে নামায আদায়ের শর্ত।

ব্যবসা প্রতিষ্ঠান,কল কারখানা যখন খুলে দিয়েছে সেখানে আর মসজিদ বন্ধ রাখারও প্রয়োজনীয়তা দেখি না। সব খুলে দেন..যার ভাগ্য ভালো সে বাঁচবে..যার খারাপ সে মরবে

০৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:৫০

গুরুভাঈ বলেছেন: ঝড়, তুফান বৃষ্টিতে মসজিদে না গিয়ে বাসায় নামাজ পড়া যাবে এই হাদিস পাওয়া গেছে, কিন্তু ফাকে ফাকে দাড়ানোর হাদিস বা মাসওায়ালা এখন পর্যন্ত নাই। ফাকে ফাকে দাড়ানোর সিস্টেম চালু করচিলো যেনো মসজিদে জমায়েত বন্ধ না করতে হয়।

৫| ০৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক আগে থেকেই অনেক মসজিদে নামাজ চালু হয়ে গিয়েছে। তবে সারা জীবন বিদ‌আত এর কথা বলে এখন জায়গা ফাঁকা রেখে নামাজ পড়া সমর্থন করিনা। তার চেয়ে ঘরে পড়লেই ভাল মনে হয়...

০৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:৫২

গুরুভাঈ বলেছেন: সেইটাই। অনেক খুজে মসজিদে জামায়েত না করার হাদিস পাওয়া গেছে, কিন্তু ফাকে ফাকে দাড়অনোর কোনো দিক নির্দেশনা নাই।

৬| ০৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: প্রয়োজন থেকে ধর্ম কর্ম গোলর কিছু পরিবর্তন হচ্ছে।এটা ভাল দিক।তবে এই দড়ানোর বিতর্কে লোকসংখ্যা না আবার কিছু কমে যায়।সেদিকে সাবধান থাকতে হবে।

০৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

গুরুভাঈ বলেছেন: ফাকে দাড়ানোর বিতর্ক কেউ করতেছেনা। নিরবে এই বিদাআত মেনে নিচ্ছে। এ ব্যাপারে কুরআন হাদিসের রেফারেন্স কেউ টানতেছেনা।

৭| ০৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৪১

সাড়ে চুয়াত্তর বলেছেন: মসজিদ খোলার অসিলায় আল্লাহ আমাদের মাফ করুন। আমিন।

০৬ ই মে, ২০২০ রাত ১০:৩৩

গুরুভাঈ বলেছেন: আল্লাহ তো মাফ করবে, করোনা না ছড়ালেই হয়

৮| ০৬ ই মে, ২০২০ রাত ৮:০৩

জাফরুল মবীন বলেছেন: 'মসজিদে জামাতে নামাজ পড়ার অনুমতি' নাকি 'মসজিদে জানাযা নামাজ পড়ার অনুমতি' কনফিউসনে আছি।আশা করি ২-৩ সপ্তাহের মধ্যেই এর উত্তর পেয়ে যাব ইং শায়া আল্লাহ।

০৬ ই মে, ২০২০ রাত ১০:৩৪

গুরুভাঈ বলেছেন: ব্রাহ্মনবাড়িয়ার ঘটনা আস্থার স্পর্দ্ধা বাড়ায় দিসে।

৯| ০৬ ই মে, ২০২০ রাত ৮:৪৯

নেওয়াজ আলি বলেছেন: শপিং মল খোলছে তাই। মসজিদও খোলছে সমান সমান হলো

০৬ ই মে, ২০২০ রাত ১০:৩৫

গুরুভাঈ বলেছেন: ব্যালেন্স করলো আর কি। এখন এক পার্টি অপর পার্টির টা বন্ধের কথা বলতে পারবেনা

১০| ০৬ ই মে, ২০২০ রাত ৯:০৬

আলোকরশ্মি22 বলেছেন: আলহামদুলিল্লাহ এটা খুব ভালো উদ্বেগ , ধন্যবাদ ধর্ম মন্ত্রণালয়কে ,বর্তমান প্রেক্ষাপটে ১২ দফা শর্ত মোটামুটি যুগোপযোগী মানুষের আত্মশুদ্ধির সাথে সাথে আত্মতৃপ্তি ও আসবে

০৬ ই মে, ২০২০ রাত ১০:৩৬

গুরুভাঈ বলেছেন: যাযাকআল্লাহ খায়রান

১১| ০৬ ই মে, ২০২০ রাত ৯:৩৮

মোঃ ইকবাল ২৭ বলেছেন: সরকার বিপাকে,মনে হচ্ছে বুঝে উঠতে পারছেন না কি হচ্ছে আর কি করবেন, সম্মুখে কি আপেক্ষা করছেন।

০৬ ই মে, ২০২০ রাত ১০:৩৭

গুরুভাঈ বলেছেন: পুরাই ভজোহরো ল

১২| ০৭ ই মে, ২০২০ রাত ১:১৭

কানিজ রিনা বলেছেন: আজকেও আক্রান্ত রোগী প্রায় আটশতের
কাছা কাছি।

০৭ ই মে, ২০২০ সকাল ১০:৪১

গুরুভাঈ বলেছেন: বেশিরভাগ মসজিদের দান বাক্স শুন্য। রোজার মাসেই বেশি বেশি দান করে বেশি বেশি মুনাফা করে।

১৩| ০৭ ই মে, ২০২০ রাত ১:২৮

রাজীব নুর বলেছেন: যারা সাবধান থাকবে তারাই বেচে যাবে। যারা পাকনামি করবে তারাই মরবে।

০৭ ই মে, ২০২০ সকাল ১০:৪২

গুরুভাঈ বলেছেন: সাবধান থাকার পরেও তো কট খাচ্ছে। ডাক্তার, পুলিশ, ব্যাংকার আক্রান্ত হচ্ছেনা? মরছে না?!

১৪| ০৭ ই মে, ২০২০ সকাল ৮:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জামাতে নামাজ পড়ার সময় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হয়। এমনকি এক জনের সাথে আরেকজনের পাও স্পর্শ করে দাঁড়াতে হয় । এখানে সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো স্কোপ কি আছে?

০৭ ই মে, ২০২০ সকাল ১০:৪৩

গুরুভাঈ বলেছেন: ফরজ নামাজে ফাকে ফাকে দাড়ানোর কোন হাদিস এখনো হুজুররা দিতে পারে নাই, কিন্তু পালন করতেছে। এ ব্যাপারে তারা সহি না ভুল সেই তর্কে যাচ্ছেনা।

১৫| ০৭ ই মে, ২০২০ সকাল ১০:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: দে গরুর গা ধুঁইয়ে....

লোক দেখানো উপাসনার আল্লাহ ঘৃনা করেছেন, অপ্রয়োজনীয় বলেছেন সূরা মাউনে!
সেই সূরা পড়েই মানুষ লোক দেখানো উপাসনা সারে!!!!

সব লেজেগোবরে করে দেখা যাক পরিণতি কি হয়!
আত্মঘাতে এ মহোৎসবে
দাও খূলে সব দ্বার
মন্দির, গীর্জা, প্যাগোডা
থাকুক খোলা সবার দুয়ার!!! :((

০৭ ই মে, ২০২০ সকাল ১০:৪৫

গুরুভাঈ বলেছেন: কোন সুরার কি মানে, কোন সুরা কেনো নাজিল হয়েছে, কোন সুরার কি তাৎপর্য্য এসব আমরা কিছুই জানিনা, জানি শুধু ধর্ম ব্যাবসায়িরা যা বলে তাই ঠিক।

১৬| ০৭ ই মে, ২০২০ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সাবধান থাকার পরেও তো কট খাচ্ছে। ডাক্তার, পুলিশ, ব্যাংকার আক্রান্ত হচ্ছেনা? মরছে না?!

আসলে নির্বোধদের জন্য ডাক্তার, পুলিশ, ব্যাংকার আক্রান্ত হচ্ছে, মরছে।

০৭ ই মে, ২০২০ বিকাল ৫:০১

গুরুভাঈ বলেছেন: তাবে বসুন্ধরা শপিং মল, যমুনা শপিং মল খুবই সাহসী এবং মানবিক স্বিদ্ধান্ত নিয়েছে। তাদের জন্য শ্রদ্ধা।

১৭| ০৭ ই মে, ২০২০ বিকাল ৫:০৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তাবে বসুন্ধরা শপিং মল, যমুনা শপিং মল খুবই সাহসী এবং মানবিক স্বিদ্ধান্ত নিয়েছে। তাদের জন্য শ্রদ্ধা। বায়তুল মোকাররম ও খুলবে না।

০৭ ই মে, ২০২০ বিকাল ৫:২১

গুরুভাঈ বলেছেন: বাহ। এই খবর তো জানতাম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.