নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

সাদা পুলিশের পায়ে কালোর মৃত্যু, জ্বলছে আমেরিকা, পুড়ছে পুলিশ থানা, লুট হচ্ছে দোকান

২৯ শে মে, ২০২০ রাত ৮:৪৪

সাদা পুলিশ কালো এক ব্যাক্তিকে রাস্তায় ফেলে দীর্ঘক্ষণ পা দিয়ে গলা চেপে ধরে হত্যা করেন। এর প্রতিবাদে এই করোনার সময় রাস্তায় নেমে প্রতিবাদ করছে স্থানীয় জনগন সহো সারা আমেরিকা, ঘটনাস্থলের প্রতিবাদে বিভিন্ন দোকান লুট হচ্ছে, কিছু কিছু দোকানে আগুন দেয়া হচ্ছে এবং আজ স্থানীয় পুলিশ থানাতেও আগুন দেয়া হয়েছে।


ঘটনাটি ঘটেছে আমেরিকার Minneapolis নামক শহরে। George Floyd নামক একজন আফ্রিকান আমেরিকান যার বয়স ৪৬ বৎসর। তাকে গ্রেফতার করতে মাটিতে ফেলে দিয়ে তার গলায় পা দিয়ে চাপ দিয়ে ধরে রাখেন দীর্ঘক্ষণ। এসময় এই ঘটনার আশপাশে থাকা অনেকেই সেই পুলিশ অফিসার Derek Chauvin কে অনুরোধ করেন গলা হতে পা সরাতে কিন্তু তা শুনেন নি অফিসার Derek Chauvin, এমনকি ভিকটিম George Floyd ও কয়েকবার অনুনয় করে বলেন সে নিশ্বাস নিতে পারছেনা, তবুও গলা হতে পা সরাননি পুলিশ অফিসার Derek Chauvin...



Derek Chauvin নামের পুলিশ অফিসারটির বিরুদ্ধে এর আগে ১৮টি অভিযোগ আছে তার অসদাচরনের। George Floyd এই অমানবিক মৃত্যু মেনে নিতে পারেনি ষ্থানীয় জনগন। তারা আন্দোলন করছে, এক পর্যায়ে এই আন্দোলন বিভিন্ন দোকান লুট, অগ্নি সংযোগ সহো নানান অপ্রিতিকর ঘটনাও ঘটছে।

আজ সেখানকার স্থানীয় পুলিশ স্টেশনে আগুন দেয়া হয়েছে এবং স্থানীয় পুলিশ CNN এর সাংবাদিক ও ক্যামেরা পার্সনকে গ্রেফতার করেছে ঘটনাস্থল থেকে সরাসরি সম্প্রচার করে উত্তেজনা বাড়িয়ে দেয়ার অভিযোগে।

মন্তব্য ৩৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০২০ রাত ৮:৫৪

আহমেদ জী এস বলেছেন: গুরুভাঈ,




বর্বরোচিত ..................

২৯ শে মে, ২০২০ রাত ৮:৫৯

গুরুভাঈ বলেছেন: প্রতিবাদের ধারা তো ঠিক থাকছে না।

২| ২৯ শে মে, ২০২০ রাত ৮:৫৭

রাজীব নুর বলেছেন: মানুষ সমস্ত অন্যায়ের বিরুদ্ধে জ্বলে উঠুক।

২৯ শে মে, ২০২০ রাত ৯:০০

গুরুভাঈ বলেছেন: অন্যায়ের প্রতিবাদ করতে যেয়ে যে দোকানপাট লুট করছে, আগুন দিচ্ছে তা কেমন হচ্ছে??

৩| ২৯ শে মে, ২০২০ রাত ৯:৪৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অমানবিক

২৯ শে মে, ২০২০ রাত ১০:০৬

গুরুভাঈ বলেছেন: আমার কাছে লাগলো এলাকার পুলিশও যেমন, জনগনও তেমন। প্রতিবাদ করতে করতে দোকান লুট-আগুন দিচ্ছে।

৪| ২৯ শে মে, ২০২০ রাত ১০:৪৪

নেওয়াজ আলি বলেছেন: ভারত আমেরিকা সব জায়গায় এমন হচ্ছে

২৯ শে মে, ২০২০ রাত ১০:৫৪

গুরুভাঈ বলেছেন: এরা আফ্রিকান আমেরিকান না হয়ে যদি শুধু আমেরিকান হতো তাহলে কি দোকান লুট, আগুন দিতো???

৫| ২৯ শে মে, ২০২০ রাত ১০:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বর্ণবৈষম্য কি মাথা চাড়া দিয়ে উঠছে?

২৯ শে মে, ২০২০ রাত ১০:৫৮

গুরুভাঈ বলেছেন: বেপারটা বর্ণবৈষম্যই বটে। ৪জন পুলিশ অভিযুক্ত।

৬| ২৯ শে মে, ২০২০ রাত ১১:২৪

ম িন রু ল ইসলাম বলেছেন: অমানবিক। নিন্দনীয়।

২৯ শে মে, ২০২০ রাত ১১:৩৫

গুরুভাঈ বলেছেন: অবশই অমানবিক এবং নিন্দনীয়, কিন্তু প্রতিবাদের ধরণ তো আফ্রিকার বা সাউথ এশিয়ান স্টাইল

৭| ২৯ শে মে, ২০২০ রাত ১১:৩০

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আম্রিকার বুদ্ধিজীবি কি বলিবেন, একজন খেলোয়াড়রকে এভাবে মারলো।

২৯ শে মে, ২০২০ রাত ১১:৩৫

গুরুভাঈ বলেছেন: এই পরিস্থিতিতে ট্রাম্প ফায়দা লুটতে পারে এবং আমার মনে হয় সে রেডি হচ্ছে।

৮| ২৯ শে মে, ২০২০ রাত ১১:৪২

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: চান গাজি কি বলিবেন।

৯| ২৯ শে মে, ২০২০ রাত ১১:৪৫

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: চান গাজি কি বলিবেন।

২৯ শে মে, ২০২০ রাত ১১:৪৯

গুরুভাঈ বলেছেন: চান গাজি না জ্যাকি চ্যান?

১০| ২৯ শে মে, ২০২০ রাত ১১:৪৫

শের শায়রী বলেছেন: বর্ন বৈষম্য ছিল, আছে, থাকবে। এ থেকে নিকট ভবিষ্যতে মুক্তি নেই বলে মনে হচ্ছে।

২৯ শে মে, ২০২০ রাত ১১:৫০

গুরুভাঈ বলেছেন: করোনার কারনে বর্ণ বৈষম্য আরো বাড়বে।

১১| ৩০ শে মে, ২০২০ রাত ৩:৩৫

কল্পদ্রুম বলেছেন: ইউটিউবে মূল ঘটনার কিছু ক্লিপ দেখলাম।ভিকটিম বার বার বলার পরও যেভাবে হাটু দিয়ে চাপ দিয়ে ছিলো।ব্যাপারটা মর্মান্তিক।চার জন পুলিশকে দেখে মনে হচ্ছিলো কোন গ্যাং এর সদস্য।প্রতিবাদকারীদের অনেকেই বোধহয় বেকার এবং সুযোগসন্ধানি।

৩০ শে মে, ২০২০ দুপুর ১২:৪১

গুরুভাঈ বলেছেন: দুইজনই নাকি গত বছর এক বারে কাজ করতো। পুর্ব শত্রুতাও কাজ করতে পারে এ ব্যাপারে। সাড়ে ৮ মিনিট গলার উপর পায়ের চাপ দিয়ে রেখেছিলো, এমনকি মারা যাওয়ার ৩ মিনিট পরেও পা ছিলো গলায়। আশপাশের কয়েকজন পথচারি গলা ছেড়ে দিতে বলছে সে বা তারা শুনে নাই।

১২| ৩০ শে মে, ২০২০ সকাল ৭:৪৫

সত্যপীরবাবা বলেছেন: লেখক বলেছেন: প্রতিবাদের ধারা তো ঠিক থাকছে না।
প্রতিবাদের মাঝে কিছু লোক সুযোগ নেবেই। সব দেশেই।

৩০ শে মে, ২০২০ দুপুর ১২:৪২

গুরুভাঈ বলেছেন: উন্নত দেশ, উন্নত শিক্ষার দাম কি থাকলো তাহলে? আমার মনে হয় আফ্রিকান আমেরিকান জন্যই এই কালচারটা। রিয়েল আমেরিকান হলে হয়তো হতো না লুটপাট, অগ্নিসংযোগ।

১৩| ৩০ শে মে, ২০২০ দুপুর ১২:২৮

সাদা মনের মানুষ বলেছেন: ট্রাম্প আসার পর আমেরিকায় এমন বর্ণ বৈষম্য বেড়ে গেছে

৩০ শে মে, ২০২০ দুপুর ১২:৪৩

গুরুভাঈ বলেছেন: সে বৈষম্য বাড়াতে ওস্তাদ। এখন চীনের বিরুদ্ধে লাগছে। আমেরিকার ইতিহাসের সবচাইতে বাজে প্রেসিডেন্ট, একটা দিক ভালো কোনো যুদ্ধে জড়ায় নাই।

১৪| ৩০ শে মে, ২০২০ দুপুর ২:১৩

তারেক ফাহিম বলেছেন: বর্ণবৈষম্য না হলে দোকান পাটে আগুন দিতনা।

৩০ শে মে, ২০২০ দুপুর ২:১৭

গুরুভাঈ বলেছেন: লুটপাট হয়েছে ব্যাপক হারে। সব আফ্রিকান আমেরিকান ট্রলি ভড়ে ভড়ে মালামাল নিয়ে গেছে উৎসবের মতো করে।

১৫| ৩০ শে মে, ২০২০ বিকাল ৩:৪৮

মেহবুবা বলেছেন: দুঃখ জনক শুধু নয় অমানবিক ।

১৬| ৩০ শে মে, ২০২০ বিকাল ৩:৪৯

মেহবুবা বলেছেন: দুঃখ জনক শুধু নয় অমানবিক ।

৩০ শে মে, ২০২০ রাত ৮:২০

গুরুভাঈ বলেছেন: হত্যা এবং প্রতিবাদের ধরন, দুইটাই অমানবিক হচ্ছে।

১৭| ৩০ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অন্যায়ের প্রতিবাদ করতে যেয়ে যে দোকানপাট লুট করছে, আগুন দিচ্ছে তা কেমন হচ্ছে??


বড় কিছু ঘটনা যখন ঘটে তখন কিছু দুষ্টলোক এরকম চুরী ডাকাতি করেই।

৩০ শে মে, ২০২০ রাত ৮:২১

গুরুভাঈ বলেছেন: ট্রাম্প টুইটে হুমকি দিয়েছেন "লুট চললে গুলি চলবে"। টুইটার কতৃপক্ষ সেই টুইটকে ভায়োলেন্স বলে ফ্যাক্ট চেক ট্যাগ দিয়ে দিয়েছে এবং এখন যুদ্ধ চলছে টুইটার ও ট্রাম্পের।

১৮| ৩০ শে মে, ২০২০ রাত ৮:০২

সাড়ে চুয়াত্তর বলেছেন: তবুও এই খুনি বেচে থাকবে যদি না ওখানে মৃত্যুদণ্ডের বিধান থাকে।

৩০ শে মে, ২০২০ রাত ৮:২২

গুরুভাঈ বলেছেন: আমেরিকায় শত বছরের জেল দেওয়ার রেকর্ড আছে, ইনজেকশন এবং ইলেকট্রিকশক দিয়ে মৃত্যুদন্ড কার্যকরের ব্যাবস্থা আছে।

১৯| ৩০ শে মে, ২০২০ রাত ৯:০১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আমেরিকার মানুষের অনেক বিষয় নিয়েই ক্ষোভ ছিল - সামাজিক বৈষম্য, করোনা সামলাতে সরকারের ব্যর্থতা, শীর্ষ পদে পাগলা দাশু ট্রাম্পের মতো একটি দায়িত্বজ্ঞানহীনের নিয়মিত আবোল তাবোল প্রলাপ, কিছু কিছু সাদা পুলিশ অফিসারের চরম রেসিস্ট আচরণ। এই সব পুঞ্জীভূত ক্ষোভ এখন অনেকটা স্ফুলিঙ্গের মতোই বিস্ফোরণের সৃষ্টি করেছে গোটা আমেরিকা জুড়ে। আমেরিকার বিকেন্দ্রীকরণ রাজ্যপ্রশাসনগুলো অনেক প্রাজ্ঞ - এরা আমাদের দেশের মতো প্রতিক্রিয়া দেখতে গিয়ে পুলিশকে লেলিয়ে গুলি বা হত্যা করার পর্যায়ে অবস্থাকে নিতে দিবে না বলেই মনে হচ্ছে। রাজপথে থাকা জনগণের ক্রোধ কমে আসলে তখন তারা তাদের প্ল্যান মতোই পরবর্তী পদক্ষেপগুলো বাস্তবায়ন করা শুরু করবে। বিতর্কিত পুলিশ অফিসারদের বিচার শুরু করার পাশাপাশি চিহ্নিত দাঙ্গাবাজদের গ্রেপ্তার শুরু হবে।

সমাজে বৈষম্য থাকলে যে কোনো দেশেই এই ধরণের ঘটনা ঘটতে পারে। আমাদের দেশে এই ধরণের প্রকট সামাজিক বৈষম্যকে না দেখার ভান করে আমলা, নেতা ও ব্যবসায়িক গোষ্ঠী আত্মতৃপ্তির ঢেঁকুর তুললেও তাদেরও এই ধরণের অবস্থায় পড়তে হতে পারে একদিন।

৩০ শে মে, ২০২০ রাত ৯:১৫

গুরুভাঈ বলেছেন: এই গত চার বছরে প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের বা আমেরিকার অর্জন টা কি? শুধু শুধু ৪টা বছর নষ্টো।

২০| ৩০ শে মে, ২০২০ রাত ১০:৩৬

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: Mr. Chand gazi avoid the post why ??

৩০ শে মে, ২০২০ রাত ১১:১০

গুরুভাঈ বলেছেন: নিজস্ব পোস্ট আছে হয়তো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.