নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

আমি জানতাম না, আপনি জানতেন কি?

০৩ রা জুন, ২০২০ রাত ৯:৪০



সরকার বেশ কয়েকটি হাসপাতালকে ‘কোভিড-১৯ ডেডিকেটেড’ হাসপাতাল ঘোষণা করেছে এবং চিকিৎসার খরচ সরকার বহন করবে। কোভিড-১৯ রোগীদের কাছ থেকে অর্থ নেওয়ার সুযোগ নেই, কেননা এই বিল সরকার মেটাবে।

রাজধানীতে ১৩টি সরকারি বেসরকারি হাসপাতাল কোভিড-১৯ চিকিৎসা দিচ্ছে। সম্প্রতি সাইফুর রহমান নামে এক ব্যক্তি করোনা চিকিৎসার জন্য রাজধানীর ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হন। সেখানে ভর্তি হওয়ার পর থেকে মঙ্গলবার পর্যন্ত তার রক্তের দুটি পরীক্ষা করেছে, তিনটি এক্সরে করেছে। আর হাসপাতাল থেকে শুধু নাপা ট্যাবলেট সরবরাহ করেছে। তার কোনো অক্সিজেন লাগে নাই, বা কোনো অপারেশনও লাগে নাই তারপরেও আনোয়ার খান মডার্ন হাসপাতাল কর্তৃপক্ষ সাইফুর রহমানের চিকিৎসা বাবদ ২ জুন পর্যন্ত চিকিৎসকের বিল ১৮ হাজার ৭০০ টাকা, হাসপাতাল বিল ১ লাখ ১৪ হাজার ৫৭০ টাকা, পরীক্ষার বিল ১৯ হাজার ৪৭৫ টাকা, ওষুধের বিল ৫ হাজার টাকা। ১২ হাজার ৯০৩ টাকা সার্ভিস চার্জও এর সঙ্গে যোগ হয়েছে। এবং এই উচ্চমাত্রার চিকিৎসা বিলের জন্য সুস্থ্য হয়ে হাসপাতাল ছাড়ার চিকিৎসকের ছাড়পত্র পাওয়ার পরেও হাসপাতাল কতৃপক্ষ তাকে আটকিয়ে রাখে বিল পরিশোধের জন্য।

এ নিয়ে সংবাদ পরিবেশনের পর আজ চিকিৎসার বিল হিসেবে দেড় লাখ টাকা আদায় করার একদিন পর ৩৪ হাজার টাকা রেখে বাকিটা ফেরত দিয়েছে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতাল কর্তৃপক্ষ। ৩৪হাজার টাকা বিভিন্ন বিলের অজুহাত দিয়ে কেটে রেখেছে কতৃপক্ষ।

চিকিৎসার খরচ সরকার বহন করবে জেনেই সেখানে ভর্তি হয়েছিলেন একটি বেসরকারি কোম্পানির কর্মী সাইফুর।

আমার ব্যাক্তিগতভাবে চিকিৎসার খরচ সরকার বহন করছে জানা ছিলোনা, এই ঘটনায় জানলাম।

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০২০ রাত ৯:৫২

কল্পদ্রুম বলেছেন: আমিও জানতাম না।সব হাসপাতালেই তো কোভিড ডেডিকেটেড ওয়ার্ড থাকার কথা।সেখানে যারা চিকিৎসা নিবেন তাদের খরচও কি সরকার দেবে?

০৩ রা জুন, ২০২০ রাত ১০:০৩

গুরুভাঈ বলেছেন: এখানে সরকরা নির্ধারিত এবং সরকারের সাথে যারা চুক্তিবদ্ধ তাদের কথা বলা হয়েছে মনে হয়। যেমন স্কয়ার বা ইউনাইটেড এরা তো সরকারের ফ্রিরির আওতায় আসার কথা না, আসলে বাণিজ্য হবেনা।

২| ০৩ রা জুন, ২০২০ রাত ৯:৫৪

সাহাদাত উদরাজী বলেছেন: আপনার এই পোষ্টের সামান্য আগে আমি এই বিষয়ে একটা পোষ্ট দিয়েছি। মানুষের সাধারন জ্ঞান বৃদ্ধিতে সরকারের কি ভুমিকা হতে পারে!

০৩ রা জুন, ২০২০ রাত ১০:০৫

গুরুভাঈ বলেছেন: এখনো আপনার পোস্ট টি দেখি নাই, আমি আমার পোস্ট পোস্ট করার পর কি কি বানান ভুল চোখে লাগে তা ঠিক করা চেষ্টা করি অনেক বানান ঠিক বুঝিও না। এরপরে অন্য পোস্ট দেখি। আপনারটা অন্য সবারটা দেখবো এখন। তো এই সরকারের খরচ বহন রার ব্যাপারটা কি আপনি জানতেন?

৩| ০৩ রা জুন, ২০২০ রাত ১০:০৪

ঢাবিয়ান বলেছেন: বেসরকারী রিজেন্ট হাস্পাতাল তাহলে রোগীদের কাছ থেকে লাখ লাখ টাকার বিল আদায় করছে কিভাবে?

০৩ রা জুন, ২০২০ রাত ১০:০৬

গুরুভাঈ বলেছেন: সরকারের লিস্টে নাই মনে হয়। সব হাসপাতাল তাদের মুনাফার স্বার্থে সরকারের সাথে চুক্তিবদ্ধ হবেনা।

৪| ০৩ রা জুন, ২০২০ রাত ১০:০৯

ঢাবিয়ান বলেছেন: সরকারী হাসপাতাল , কুর্মিটোলা ও কুয়েত মৈত্রীতেই কেবল শুনেছিলাম যে সরকারী পয়সায় চিকিৎসা দেয়া হচ্ছে।

০৩ রা জুন, ২০২০ রাত ১১:৪৭

গুরুভাঈ বলেছেন: এই হাসপাতালটিও চুক্তি হতে বের হয়ে এসেছে ৩১ মে। কোনো বেসরকারি হাসপাতালই তাদের মুনাফা বাণিজ্যের জন্য সরকারি লিস্টেড থাকতে চাইবেনা। কারন সরকারি হিসাবে ডিমের হালি ১০টাকা যখন বাজারে একটি ডিমের দামই ১০টাকা। অপরপক্ষে বিল পেতেও গড়িমসি হবে এবং সরাসরি পাবলিকের চিকিৎসা করলে হাজারের বিল লাখে নেয়া যাবে।

৫| ০৩ রা জুন, ২০২০ রাত ১০:২৩

রাজীব নুর বলেছেন: বেশির ভাগ হাসপাতালে এখন গেলেই বলে সিট নাই। ডাক্তার নাই।

০৩ রা জুন, ২০২০ রাত ১১:৪৮

গুরুভাঈ বলেছেন: আমি এখন পর্যন্ত শুনি নাই বা পড়ি নাই কোনো হাসপাতালে করোনার বা অন্য অসুখের চিকিৎসা/ভর্তি সহজে কেউ হয়েছে।

৬| ০৩ রা জুন, ২০২০ রাত ১০:৩৮

আমি সাজিদ বলেছেন: রাজীব নূর ভাই, বেসরকারিতে বলে সেটা, সরকারিতে বলার অবকাশ নেই। প্রাইভেট গুলো গলা কাটে, এদের মাটিতে আনা উচিত। আনতে গেলে দেখবেন শেয়ার হোল্ডার সব ক্ষমতাসীন দলের লোক। তাই, ডাক্তারের ফিস সতেরো হাজার আর হসপিটালের চার্জ দেড় লাখ টাকা।

০৩ রা জুন, ২০২০ রাত ১১:৫০

গুরুভাঈ বলেছেন: এই খবরের আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। তিনি লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য।

৭| ০৩ রা জুন, ২০২০ রাত ১১:৪২

নেওয়াজ আলি বলেছেন: জানা ছিল না





০৩ রা জুন, ২০২০ রাত ১১:৫১

গুরুভাঈ বলেছেন: এত গুরুত্বপুর্ন খবর দেখেন আমরা জানিনা। আমরা জানি ডাক্তাররা চিকিৎসা করছেনা, হাসপাতালে ভর্তি করছেনা।

৮| ০৪ ঠা জুন, ২০২০ রাত ৮:০৫

মীর আবুল আল হাসিব বলেছেন: গতকাল এক সরকারী হাসসসসসসসসসসপাপাপাপাতালে গেছিলাম।
মাত্র ১০ টাকা দিয়ে ডাক্তার এর সাথে দেখা করা যাবে জেনে দুরুন পুলকিত হয়েছিলাম।
তাহার রুমে ৭-৮ জনের সামনে আমাকে প্রশ্ন করলো-
ডাক্তারঃ- সমস্যা কি?
আমিঃ- ঘুম থেকে উঠলে চোখ ফোলা থাকে। (অতিরিক্ত পিসি ইউজ করি এটা বলিনি)
ডাক্তারঃ- পর্ন দেখো নাকি??? |-)
আমি একবার ভাবছি জানালা দিয়ে পালবো আর একবার ভাবছি দরজা দিয়ে দৌড় দিব। :(( :((

ডাক্তার কাকু ২টা টেস্ট দিল।
প্রথম টেস্ট এর জন্য নাকি ৭০০ দিতে হবে। (উল্লেখ্য যে এখানেই নাকি ১০০০ টাকায় অপারেশন করায়)

০৪ ঠা জুন, ২০২০ রাত ৯:২৫

গুরুভাঈ বলেছেন: কিসের অপারেশন করায়? মুসলমানির?

৯| ০৪ ঠা জুন, ২০২০ রাত ৯:৩৪

মীর আবুল আল হাসিব বলেছেন: না, চোখের ছানি পড়া রোগীদের অপারেশন করায় মাত্র এক হাজার টাকায় অথচ একটা টেস্ট ৭০০ টাকা।

০৪ ঠা জুন, ২০২০ রাত ৯:৪২

গুরুভাঈ বলেছেন: খামারবাড়ি (ফার্মগেট) ইস্পাহানির চক্ষু হাসপাতাল ফি এবং চিকিৎসায় সারা বাংলাদেশে বেস্ট।

১০| ০৪ ঠা জুন, ২০২০ রাত ৯:৫৮

মীর আবুল আল হাসিব বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আমি ধানমন্ডির ইবনে সিনা থেকে মিটিয়ে ফেলেছি।

১১| ০৪ ঠা জুন, ২০২০ রাত ১০:০৪

গুরুভাঈ বলেছেন: চোখ ভালো রাখার বেস্ট বুদ্ধি আমার মতে "বেশি বেশি পানির ঝাপটা ডাইরেক্ট চোখে লাগানো"। মুখ ধোয়ার সময় বা যেকোনো সময়।

১২| ০৫ ই জুন, ২০২০ সকাল ১০:২২

মীর আবুল আল হাসিব বলেছেন:



গুরুভাঈ বলেছেন: চোখ ভালো রাখার বেস্ট বুদ্ধি আমার মতে "বেশি বেশি পানির ঝাপটা ডাইরেক্ট চোখে লাগানো"। মুখ ধোয়ার সময় বা যেকোনো সময়।
=====================================================================

হুম। ডাক্তার এর কথা মত কিছু নিয়ম মানছিঃ-
১. বেশি বেশি ঠান্ডা পানির ঝাপটা।
২. পিসি ব্যাবহারে ২০ মিনিট বা ১ ঘন্টা পর পর একটু বিরতি দেওয়া।
৩. মনিটর থেকে দুরে বসা।
৪. বার বার চোখের পলক ফেলা ইত্যাদি ইত্যাদি।

চশমা নিতে হয়নি এজন্য আমার আনন্দের শেষ নেই!! জীবনের মত বেচে গেছি। =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.