![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বাস শুধু বিশ্বাস দিয়ে গড়া, যেখানে কোন যুক্তি চলেনা, বিশ্বাসের উপর ভিত্তি করে যে জ্ঞান তা বাস্তব পরিক্ষিত মুক্তজ্ঞানের চেয়ে কোন অংশে বড় নয় বরং ক্ষতিকর, যেখানে বিশুদ্ধ বাস্তব জ্ঞান সীমিত বা শেষ সেখানে বিশ্বাস দিয়ে শুরু। তা হতেপারে চক্ষুবিহীন পূর্ণ সূর্যালোকিত অথবা পূর্ণচক্ষুসহ গভীর তমসার ন্যায়। বহুকাল ধরে বিশ্বাসের উপর ভিত্তি করে কিছু পৌরাণিক গল্প মানুষকে শুধু ভয়ভীতি প্রদর্শন করেই অাসছে না, যা মানুষের জন্য ক্ষতিকর ও অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা।
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৭
দরবেশমুসাফির বলেছেন: আপনি বলছেন "বিশুদ্ধ বাস্তব জ্ঞান সীমিত বা শেষ সেখানে বিশ্বাস দিয়ে শুরু।"
এটা তো আপনারই ধারনা তাই না ?? আর এতে আপনি বিশ্বাস করেন তাই না??
তাহলে আপনার নিজেরি মতানুসারে আপনার ধারনা "মুক্তজ্ঞানের চেয়ে কোন অংশে বড় নয় বরং ক্ষতিকর"।