নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবতাবাদী

মোঃ হাবিবুল্লাহ

আমি মানবতাবাদে বিশ্বাসী

মোঃ হাবিবুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

এটা একটা বেশ্যাসমাজের গল্প

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:১৮

এটা একটা বেশ্যা সমাজের গল্প, এই সমাজে সব বেশ্যা বসবাস করে। এই সমাজে যারা বেশ্যাগমনের জন্য আসে তারা বেশ্যা নয়, যারা বেশ্যা বানায় তারা বেশ্যা নয়, যারা এইখানে বসবাস করে তারা শুধু বেশ্যা, বেশ্যারা বেশ্যা, বেশ্যার সমাজ বেশ্যাসমাজ, বেশ্যার বাড়ি বেশ্যালয় অথবা বেশ্যাবাড়ি, বেশ্যা শব্দটাও কি বেশ্যা ? বেশ্যার সবকিছু একটা একটা করে। যারা বেশ্যা বানায়, যারা বেশ্যার কাছে যৌনতার জন্য যায় তাদের সবকিছু অনেক গুলো করে, তাদের সমাজ তাদের, বেশ্যাসমাজও তাদের, তাদের সমাজ বেশ্যাদের নয়। বেশ্যাদের সমাজকে তারা ঘৃণা করে,
বেশ্যারা তাদের সমাজকে খুব ভালবাসে, এই লেখাটা তো এই সমাজের লোকেরা হয়তো পড়বেন তদের কাছে বেশ্যা শব্দটা কি এতবার মানানসই? বেশ্যাসমাজে এমন কিছু আছে যা এই সমাজে নেই,
বেশ্যাসমাজে কোন প্রতারণা নেই, কোন চরিত্রহীনতা নেই, অথবা সবাই চরিত্রহীন, সবাই প্রতারক, বেশ্যারা অনেকেই STD ( Sexual Transmitted Diseases) বহন করে, তা তারা কেউ আড়াল করেনা।তারা টাকা নিয়ে তাদের দেহ উন্মুক্ত করে দেয় প্রতারণা করে না, তারা কেউ কারো প্ররোচনায় পড়ে এই সমাজে আসে,
কেউ বেশ্যা সমাজে বিক্রি করে দেয়, তারা সবাই এই সমাজের লোক। তারা কেউ কি কখনো বেশ্যাদের কথা ভেবেছে, না কি শুধু বেশ্যাগমনের কথা ভেবেছে ? বেশ্যাদের কি সুস্থ সমাজ থাকতে নেই , তারা কি পুনরায় সুস্থ সমাজে ফিরে আসতে পারেনা, তাদের কে সুস্থ সমাজে ফিরিয়ে অানার কি কোন বিশেষ ব্যবস্থা নেই, তারা কি কোন এক কালে এই সমাজের অর্ন্তভু্ক্ত ছিলনা, না এখনো আছে ? তাদের বিলাসবহুল গাড়ি-বাড়ি আছে কিন্তু পায়ের তলায় মাটি নেই, অাছে সুপ্ত দুফোঁটা চোখের জল......

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.