নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবতাবাদী

মোঃ হাবিবুল্লাহ

আমি মানবতাবাদে বিশ্বাসী

মোঃ হাবিবুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

এক নিষিদ্ধ পরিবর্তনের গল্প..

০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০৭

একটা প্লট পরির্বতনের গল্প অথবা সময় বদলানোর গল্প ( সময় বলতে কিছু হয় নাকি)।সময় বা প্লট কি বদলানো যায় না? এই ছাপ্পান্ন হাজার বর্গমাইল ভূমিতে কি পরির্বতন বলতে কিছু নেই? পরির্বতন কি আসবে না? কিসে পরির্বতন আসবে বা কি ভাবে আসবে? মানুষের মানসিকতার পরির্বতন না বস্তুুগত পরির্বতন , মনে হয় দুটোই। এই পরির্বতন কি দিয়ে শুরু হবে- হঠাত ছাপ্পান্ন হাজার বর্গমাইল ভূমির শিরদাঁড়া প্রচন্ড ভাবে বেখে যাবে অথবা সোজা হয়ে যাবে। ছাপ্পান্ন হাজার বর্গমাইল ভূমিতে আচমকা পারমাণবিক বোমার মতো কিছু একটা বাস্ট হবে তখন ধ্বংস স্তুপ থেকে আবার নতুন করে পরির্বতন হবে কিংবা আকাশছোঁয়া কোন জলোচ্ছাস সব ধোয়ে-মুছে পরির্বতন করে দিবে অথবা সাধারণ মানুষের ভিতর থেকে এক অসাধারণ মানুষ বলিষ্ট কন্ঠে মুষ্টিবদ্ধ হয়ে আসবে, যার হাতে দেওয়া হবে ছাপ্পান্ন হাজার বর্গমাইল ভূমির পরির্বতনের দায়িত্ব। এমন কি হতে পারে যা গোটা সিস্টেমটাকে পাল্টে দিতে পারে।কোন সিভিয়ার ভাইরাল ডিজিজ ছড়িয়ে যেতে পারে যা ছাপ্পান্ন হাজার বর্গমাইল ভূমির রন্ধ্রে রন্ধ্রে অ্যাটাক করবে।
ছাপ্পান্ন হাজার বর্গমাইল পরির্বতনের নেশায় বদ্ধ উন্মাদ অথবা মারাত্মক এক সাইকোপ্যাথিতে কিংবা সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হবে। হতে পারে ছাপ্পান্ন হাজার বর্গমাইল ভূমির প্রতিটা বালু কণা, জলবিন্দু, ঝড়াপাতা, বাংলা ভাষার প্রত্যেকটা কালো শব্দের বর্ণ পরির্বতনের নেশায় দলবদ্ব হয়ে প্রতিবাদ করবে, শহরের প্রত্যেকটা সংবাদপত্র তার নিজের মতো করে ছেপে মেশিন থেকে বেরোবে, বিদ্যুতের তার ও সমস্ত ল্যামপোস্ট থেকে ল্যাম খসে পরবে ছাপ্পান্ন হাজার বর্গমাইল ভূমিতে, রাষ্ট্রীয় অস্ত্রগার থেকে সব অস্ত্র নিজ থেকে গুলি ছুড়বে, পরির্বতনের জন্য কোন নিষিদ্ধ বই, ম্যাগাজিন জেগে উঠবে, বাংলা ভাষায় প্রকাশিত অপ্রকাশিত কবিতা ছন্দ ভেঙ্গে ছন্দোবদ্ধ হয়ে আসবে পরির্বতনের জন্য, নয়তোবা ছাপ্পান্ন হাজার বর্গমাইল ভূমির সমস্ত কুকুর ও কুকুরছানার মুখ খুলে পরির্বতনের স্লোগান দেয়া শুরু করবে আর সমস্ত মানুষ হাততালি দেবে। ছাপ্পান্ন হাজার বর্গমাইলের যা কিছু আছে সব কিছু পরির্বতন চাইবে, শুধু মানুষ ব্যতীত, তারা সব সময় অপরিবর্তনের গান গাইবে, বিকল হয়ে যাওয়া সিস্টেমকে মজ্জাগত ভেবে জড়িয়ে রাখবে। তারপরও পরির্বতন আসবে...... পরির্বতন হবেই......অপরিবর্তনও পরির্বতন হবে...পরির্বতনও পরির্বতন হবে... সেইদিন আর বেশী দূরে নয়....পরির্বতন আসছে পরির্বতনের জন্য.... তৈরি থাকুন...

Note :পরির্বতন=পরিবর্তন.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.