নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবতাবাদী

মোঃ হাবিবুল্লাহ

আমি মানবতাবাদে বিশ্বাসী

মোঃ হাবিবুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

তসলিমা নাসরিন

০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫২



বাঙালি আজ
আন্তর্জাতিক নারী দিবস পালন করছে, খুব দুমদাম করে,
শুধু নারী নয় পুরুষ সহ সবাই এক।

বাঙালি মেতে উঠেছে নতুন আমেজে,
সেই আমেজে আজ শুধু তুমি নেই।

তোমার অধিকার নেই বাঙালির সেই আমেজে মেতে উঠার।

তুমি অপরাধী, বাংলার এিসীমানায় তোমাকে আসতে দেবেনা বাঙালি পুরুষ।
তুমি নারী, তুমি তোমাদের অধিকারের কথা বল, তুমি বাঙালি নারী অধিকারের কথা বলে হুংকার দিয়ে উঠ।

নারীর মুখে অধিকারের কথা মানায় না, হুংকার ভাল দেখায় না,
আজ তোমাকে ছাড়াই নারী দিবস পালন করা হবে।

যে নারী, নারীর অধিকারের কথা বলে তাকে নির্বাসন দেওয়া হয়,
তোমাকেও নির্বাসিত জীবন যাপন করতে হবে।

বাঙালির চোখে
তুমি নিন্দিত, তুমি ঘৃণিত, তুমি পাপী, তুমি নির্বাসিত, তুমি দণ্ডিত, তুমি অমানুষ, তুমি
তোমাদের অধিকারের কথা বল, তুমি পাপী।
বাংলা, বাঙালি তোমার জন্য নয়।

তোমার জন্য শুধু নির্বাসন আর দুফুটা চোখের জল।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১১

রুদ্র জাহেদ বলেছেন: যে নারী, নারীর অধিকারের কথা বলে তাকে নির্বাসন দেওয়া হয়,
তোমাকেও নির্বাসিত জীবন যাপন করতে হবে।

২| ০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

মোঃ হাবিবুল্লাহ বলেছেন: তাতে কষ্ট নাই, অধিকারের জন্য মরতেও রাজি আছি।
ধন্যবাদ ভাই।

৩| ০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২০

নীল আকাশ ২০১৬ বলেছেন: 'লজ্জা' নামক উপন্যাসে যে কুলাঙ্গার লেখিকা হিন্দু নায়ককে দিয়ে বাংলাদেশকে অশ্লীল গালিগালাজ করায়, সেই লেখিকার প্রতি আপনার এত দরদ কেন? সে নারীর কোন অধিকারের কথা বলেছে? পড়ে দেখেছেন তার লেখা। আপনাকে ধিক্কার!

৪| ০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

মোঃ হাবিবুল্লাহ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.