![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি হঠাৎ না বলে,
কোথায় চলে গেলে কবি?
আমরা তোমার পথ চেয়ে বসে আছি।
তুমি উঠাও তোমার কলম,
সাজাও নিজস্ব ভঙ্গিতে তোমার শব্দমালা, যেমনটা আগে সাজাতে।
দয়া করে চুপ করে থেকো না,
হুংকার দিয়ে বলো, "ভাত দে হারামজাদা"।
বুজেছি তুমি ভুল করে চুপ করে আছো -
তুমি না বলেছিলে " যদি ভালোবাসা পাই আবার শুধরে নেবো জীবনের ভুলগুলি"
দেখ তোমাকে ভালবাসা দেবার জন্য সারাদেশের মানুষ এসেছে,
তোমার দরজায়।
তুমি আর চুপ করে থেকো না,
তোমার গোলাপটিকে তুমি ভালবেসে স্পর্শ করো, নাহয় তাকে ঘিরে আবার অন্ধকার ঘনীভূত হবে।
তোমার কলমটা বারবার নত হয়ে যাচ্ছে, তুমি তাকে উদ্বত করো।
জানি খুব বেশি অভিমান জমে আছে
তোমার মনে, কালো মেঘে ভিড় করেছে তোমার আকাশে।
দেখো, কালো মেঘ একদিন বৃষ্টি হয়ে ঝরে পড়বে,
তখন তোমার অনেক ভাল লাগবে। তোমার গোলাপটা আবার অন্ধকার ঘনীভূত থেকে আলোতে ঝলমল করবে, তুমি দেখবে না?
তুমি চুপ করে থেকোনা,
তোমার সৃষ্টি করা কারুকার্যময় দরজা দিয়ে স্বপ্নের বাস্তবে এসে তুমি মুখ খোল... হাতে তুলে নাও তোমার উদ্বত কলম।
বুজেছি,
তুমি তোমার নীরবতা ভাঙ্গবেনা,
তুমি চলেগেছো নীরবতা আর না ফেরার দেশে।
আমরা আছি থাকব তোমার সৃষ্টি নিয়ে,
যদি পারো দেখে যেয়ো তোমার কারুকার্যময় দরজা দিয়ে স্বপ্নের বাস্তবে এসে,
আমরা তোমার অপেক্ষায় রইলাম।
২| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৪
মোঃ হাবিবুল্লাহ বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৪
বিজন রয় বলেছেন: অসাধারণ!
++++