![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিষিদ্ধ নিশ্বাস
তোমার নিশ্বাসে অক্সিজেন নেই,
কার্বন ডাইঅক্সাইড নেই,
তোমার নিশ্বাসের সাথে মিশে আছে নদীর মতো বহমান কার্বন মনোঅক্সাইড।
তোমার নিশ্বাসের সাথে মিশে আছে হেমলকের জলীয় দ্রবন,
তোমার নিশ্বাসের সাথে মিশে আছে সায়ানাইডের গন্ধ,
তোমার নিশ্বাসের সাথে ফোঠে উঠে কালো কোবরার ফণা।
নিষিদ্ধ আঁখিজোড়া
তোমার আঁখিজোড়াতে কোন মায়া নেই,
কোন শিশির কণা নেই,
তোমার আঁখিজোড়াতে আছে বিশুদ্ধ অগ্নিস্নান,
আছে গিজার বছরের কালো উত্তপ্ত কয়লাদ্বয়,
হাজার বছরের কালো বিষাক্ত জলপদ্ম,
তোমার আঁখিজোড়াতে রক্তশিরা নেই,
আছে দুটো রক্তখেকো মাংসপিণ্ড।
নিষিদ্ধ ছোঁয়া
তোমার ছোঁয়াতে সোনালি পালকসুখ নেই,
তোমার ওষ্ঠ ছোঁয়াতে চেতনা নেই,
আছে নোংরা দেয়ালফাটা কামনা।
তোমার ছোঁয়াতে গোলাপ ঝরে যায়,
গোলাপের পাপড়িতে জন্ম নেয় বিষাক্ত কাটার।
তোমার ছোঁয়াতে কাশফুল ঝরে যায়,
জ্বলে উঠে দাবানলের মতো,
পুড়ে সোনালি চিলের পালক।
তোমার ছোঁয়াতে বিশুদ্ব পানি অংশ নেয় রাসায়নিক বিক্রিয়ায়,
পরিনত হয় নাইট্রিক এসিডে।
১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
মোঃ হাবিবুল্লাহ বলেছেন: ধন্যবাদ ভাই লেখাটা পড়ার জন্য, আপনিও ভাল থাকবেন।
২| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৮
অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার!
৩| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৮
অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার!
১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
মোঃ হাবিবুল্লাহ বলেছেন: ধন্যবাদ ভাই লেখাটা পড়ার জন্য
৪| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪০
ডা: শরীফুল ইসলাম বলেছেন: দারুন +++++
৫| ১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১০
মোঃ হাবিবুল্লাহ বলেছেন: ধন্যবাদ স্যার লেখাটা পড়ার জন্য
৬| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৪
বিজন রয় বলেছেন: তোমার নিশ্বাসের সাথে মিশে আছে নদীর মতো বহমান কার্বন মনোঅক্সাইড।
তোমার নিশ্বাসের সাথে মিশে আছে হেমলকের জলীয় দ্রবন,
তোমার নিশ্বাসের সাথে মিশে আছে সায়ানাইডের গন্ধ,
তোমার নিশ্বাসের সাথে ফোঠে উঠে কালো কোবরার ফণা।
অপার প্রেমের মহিমা।
++++
১৩ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৪
মোঃ হাবিবুল্লাহ বলেছেন: Nice combination, Thanks.
৭| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৫
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
৮| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৫
মোঃ হাবিবুল্লাহ বলেছেন: ধন্যবাদ ভাই
৯| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালোই।
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১:৪৪
মোঃ হাবিবুল্লাহ বলেছেন: ধন্যবাদ ভাই লেখাটা পড়ার জন্য
১০| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৭
গুলশান কিবরীয়া বলেছেন: নিশ্চয়ই ভিন্ন গ্রহের কেউ হবে অথবা আরও একশ বছর পরের ভবিষ্যৎ মানব যেখানে সবাই যন্ত্র হয়ে যাবে । যদিও এখনো রয়েছে এরকম যান্ত্রিক মানব যাদের নিঃশ্বাসে বিষাক্ত উপাদান রয়েছে ।
ভালো লেগেছে কবিতা ।
১১| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১:৪৬
মোঃ হাবিবুল্লাহ বলেছেন: Thanks brother for your analytical thinking.
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৭
বিপ্লবী পাঠক বলেছেন: তোমার আঁখিজোড়াতে রক্তশিরা নেই,
আছে দুটো রক্তখেকো মাংসপিণ্ড
পৃথিবী ধ্বংসের জন্য এই আঁখিজোড়াই যথেষ্ট
খুব ভালো লাগলো
"নিষিদ্ধ কথামালা"
খুব ভালো থাকবেন আপনিও