![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পহেলা চৈত্রের
মধ্য দুপুর, প্রচন্ড সূর্যতাপ,
বায়ুমন্ডলটা মনে হয় পেট্রলপাম্পের মতো জ্বলে উঠবে,
একবুক পানি নিয়ে লম্বা নারিকেল গাছটি বোকার মতো দাড়িয়ে আছে।
সোনালি ডানার চিল রৌদ্রস্নান করতে করতে উড়ে বেড়ায় রৌদ্রনিলিমায়।
বেওয়ারিশ কুকুরছানাটি একফোঁটা পানি না পেয়ে মারাই গেল,
তাতে কার কি আসে যায়।
মার খেতে খেতে গৃহহারা বিড়ালটি এদিক ওদিক করে বেড়ায়,
আরেকটি নতুন গৃহের খুজে।
কুচকুচে কালো কাকটির মনে হয় সমস্ত শরীর এসিডে ঝলসে গেছে, তার কা..কা যেন অরণ্য রোদন।
হায়রে চৈত্রের দুপুর,
মানুষ তো কোন না কোন ভাবে তার শান্তি খুজে নিয়েছে,
এই মধ্য দুপুরে, প্রচন্ড সূর্যতাপে সোনালি ডানার চিল, গৃহহারা বিড়াল তাদের কি হবে?
বেওয়ারিশ কুকুরছানাটি তো মারাই গেল।
১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪১
মোঃ হাবিবুল্লাহ বলেছেন: জি ভাইয়া, আপনাকে ধন্যবাদ ভাইয়া।
২| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৯
জাতির জামাই বলেছেন: সুন্দর লিখেছেন। লেখায় চৈত্রের দুপুরের 'আগুন জ্বালা' ক্ষমতাটা প্রকাশ পেয়েছে।
১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৪
মোঃ হাবিবুল্লাহ বলেছেন: 'আগুন জ্বালা' ক্ষমতাটা সবটাই প্রকাশ করতে পারিনি ভাই, ধন্যবাদ ভাইয়া।
৩| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৯
নুর ইসলাম রফিক বলেছেন: ভালো লাগলো কথামালা আর তার ভাব প্রকাশ।
১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৯
মোঃ হাবিবুল্লাহ বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৪| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৮
নুর আমিন লেবু বলেছেন: ভাল লাগল।।।।
১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২০
মোঃ হাবিবুল্লাহ বলেছেন: ধন্যবাদ ভাইয়া।কবিতাটা পড়ার জন্য।
৫| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১১
আমিই মিসির আলী বলেছেন: ভয়ানক ছবি, সুন্দর কবিতা।
+
১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২২
মোঃ হাবিবুল্লাহ বলেছেন: ভয়ানকের ভিতরেইতো সুন্দর লুকিয়ে থাকে।ধন্যবাদ ভাইয়া।
৬| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মোটামুটিরকম লাগল।
১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৩
মোঃ হাবিবুল্লাহ বলেছেন: কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ ভাইয়া।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩০
বিজন রয় বলেছেন: একটি চৈতালী কবিতা।
++++