![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্বাস প্রশ্বাস
বন্ধ হয়ে মরে যাবার উপক্রম,
শ্বাস প্রশ্বাস স্বাভাবিক কার্যক্রমে চলছে না।
জীবন যাত্রা ভয়ংকর রূপ ধারণ করেছে...
একটাই ভয়... কার হাতে কে কখন লাশ হয়ে যায়।
লাশ শুধুই লাশ,
চারিদিকে লাশ থেকে ভেসে আসছে লাশের গন্ধ ।
জীবন্ত লাশ
মৃত লাশ
তাজা লাশ
বাসি পচা গলে যাওয়া লাশ
পানির ট্যাংকে ডোবন্ত লাশ
পরিচিত লাশ
অপরিচিত লাশ
ওয়ারিশ লাশ
বেওয়ারিশ লাশ
সনাক্ত লাশ
অসনাক্ত লাশ
মানুষের লাশ
অমানুষের লাশ
লাশ আর লাশ তার উপর আবারো লাশ
ম্যানহোলের ভিতর বদ্ধ হয়ে জমে থাকা লাশ
বালির নিচে চাপাপড়া লাশ
শয়নকক্ষে মৃত স্বামীর বুকের উপর মাথা রাকা স্ত্রীর লাশ
ধর্ষণের পর দ্বাদশীর নগ্ন লাশ দেয়ালের উপর....
বৈধশালা কর্মশালা ধর্মশালা সমস্ত শালা লাশে রমরমা।
প্রতি মিনিটে
প্রতি ঘন্টায়
প্রতি মুহূর্তে জন্ম নিচ্ছে
এক একটি জীবন্ত মানুষ থেকে এক একটি লাশের,
আজ লাশের উপর দেওয়া হয়েছে লাশ সৎকারের দায়িত্ব।
প্রেস মিডিয়া কবরস্থান শ্বশান সব চালাবে লাশে,
জীবন্ত মানুষ বলে কেউ নেই আর থাকবেও না,
একজন আরেকজনকে লাশ বানিয়েছে এবং বানাচ্ছে।
ছাপান্নো হাজার মাইল লাশে পরিপূর্ণ।
লাশের খাদ্য লাশ
পোকামাকড় কুকুর বিড়াল শুকর
শকুনের একমাএ খাদ্য লাশ।
লাশ আর লাশ তার উপর আবারো লাশ।
©somewhere in net ltd.