![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কতদিন স্পর্শ করি না
বৃষ্টিতে ভেজা কদমফুল
কতদিন ধীরগতিতে পা ফেলি না
বৃষ্টিতে ভেজা মেঠোপথে
দেখিনি শিশির ভেজা ঘাস
কাশফুলের নরম গাঁ ছুঁয়ে ভেসে আসা
বাতাস আমার গাঁ স্পর্শ করে না
মাতাল করা রাতের রজনীগন্ধার
সুভাসে সুভাসিত হই না
এই সব ছিল একদিন
যা বহুকালের অতিথ
যা আমার স্পর্শজগতে ছিল
সেই স্পর্শজগতের মাটিতে
মিশে আছে আমার তনু
আমার আঁখিজোড়া
আমার হৃদয়
আজ এই অস্পর্শজগতে বেচে আছে শুধু
আমার আমিত্বটুকো
স্পর্শজগতে আমি মরে গেছি
বহুকাল আগে
তবু জানি না মরে গেছি কিনা
শুধু জানি খুব বেশি গভীর
অন্ধকারে মিশে আছি........
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৬
বিজন রয় বলেছেন: আসলেই আপনার খবর কি?
একবারেই হাওয়া?
চলে আসুন হাবিবুল্লাহ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
বিজন রয় বলেছেন: এত সুন্দর একটি পোস্ট দিয়ে কোথায় হারালেন?
নতুন পোস্ট দিন।