![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নটাকে নেড়েচেড়ে দেখি আপন হাতের মুঠোই পুরে
জীবনের প্রথম জব। কেমন যেন অদ্ভুত লাগছে। বুকের ভেতর শিরশির করছে। একি শুন্যতা নাকি পূর্ণতার অনুভূতি বুজতেছি না।
একটা চাকুরির জন্য তীব্র প্রতিযোগিতা, বাবা-মার আকুলতা, ভাই-বোনদের চাওয়া, চাকুরী প্রত্যাশী বন্ধুদের হাহাকার আমি দেখি। এসব দেখে মন কাঁদে খুব।
যাক আলহামদুলিল্লাহ, শিক্ষাজীবন শেষ করেই জবে ঢুকে যাচ্ছি, বসে থাকতে হচ্ছে না। দেশের জন্য কিছু করার তীব্র বাসনা ছিল সারা জীবন। কিছুটা সুযোগ পেয়ে গেলাম। এবার মানুষের জন্য কাজ করার পালা।
দেশকে নিয়ে, নিজেকে নিয়ে পরিবার ও সমাজকে নিয়ে আমার আজন্ম লালিত স্বপ্নটা যাতে বাস্তবায়িত হয় তার জন্য দোয়া করবেন সবাই।
০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৩
এম হাবিব আহসান বলেছেন: দোয়া করবেন।
২| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৪
চেয়ারম্যান০০৭ বলেছেন: শুভকামনা ভাই
০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১১
এম হাবিব আহসান বলেছেন: আপনার কমেন্ট পেয়ে খুব ভাল লাগলো ভাই, সকালটাই ভালো হয়ে গেল।
৩| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১১
পথহারা সৈকত বলেছেন: আমাদের জগতে স্বাগতম....... এইবার বুজবেন কত ডাটায় কত মেগাবাইট........
শুভ কামনা রইল
০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১৫
এম হাবিব আহসান বলেছেন: ভাই, অল্প বয়সে অফিসার হয়ে গেলাম, উত্তাপ্টা কিছুটা টের পাচ্ছি। ভালো থাকবেন।
৪| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৮
bakta বলেছেন:
চাকরিতে তুমি ঢুকে যাচ্ছো এটা সত্যি,
এখন আর কেউ তোমায় আটকাতে পারবে না,
মেয়েটা কে এবার ঝেড়ে বলে দিও
আমি আর তোরে বিয়া করবো না ।
হ্যালো এটা কি 11044409 ?
অনেক দিন ধরে তুমি মেরেছো যে লাইন।
এবার চাকরি করে পকেটে বারবে ধার,
হোটেল রেস্তোরাঁ যত আছে খেয়ো পেট ভরে
নাইকো আর তারে দরকার।
চাকরি করো হে সুখে
বিয়ে করো ভালো মেয়ে দেখে
ফিরেও দেখো না আর ঐ মেয়েটারে যে আর.......।
এ প্যারোডি ফর ইউ ।
Do something for your Country.
Best of Luck.
God bless you.
০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৩
এম হাবিব আহসান বলেছেন: সুন্দর কবিতাটির জন্য অসংখ্য ধন্যবাদ। দোয়া করেন যাতে দেশের জন্য কিছু করতে পারি। আপনার জন্য শুভকামনা রইলো।
০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৮
এম হাবিব আহসান বলেছেন: আর হা, কবিতার মত তেমন কেউ নেই
৫| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দোয়া কইরেন ।
বেকারত্ব ভোগাচ্ছে।।
০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৫
এম হাবিব আহসান বলেছেন: আপনার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করছি। সাহসে বুক বেধে এগিয়ে যান।
"মুক্ত করো ভয়
আপনা মাঝে শক্তি ধর
নিজেরে করো জয়।"
৬| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: সকাল বেলা মন ভাল করার মত খবর। ভাল থাকবেন। আর প্রাণভরে দেশের মানুষের পক্ষে কাজ করবেন ।
০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০০
এম হাবিব আহসান বলেছেন: দেশটাকে তো ভাই এগিয়ে নিতে হবে আমি, আপনি সবাই মিলে। ভালো থাকবেন।
৭| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০২
নেবুলাস_স্কাই বলেছেন: প্রথম চাকুরী মানেই অন্য রকম অনুভূতি।শুভেচ্ছা,নতুন জীবনে।
ভাই,আপনার কথার সূত্র ধরেই আপনার বয়স কত,জানতে ইচ্ছে হল।
কোথায় চাকুরীর সুযোগ পেলেন,সেটা জানাতেও ভুলবেন না। আপনার অফিসে চা খেতে আসব....:-)
০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০৬
এম হাবিব আহসান বলেছেন: ভাই, আমার বয়স ২৫ বছর। আমার বি সি এস এ হল। আগামীকাল জয়েনিং। কোন ক্যাডার তা বলতে পারছি না বলে দুঃখিত। আপনি কি করছেন ? জানতে পারলে আপনার অফিসেই যেতাম চা খেতে
৮| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০৬
লেখোয়াড় বলেছেন:
তা কি চাকরী, কোথায় পোস্টিং, মেয়ের বাবা পছন্দ করবে তো?
বলেন একটু খুলে।
অনেক শুভ কামনা আপনার জন্য।
আশা করি দেশের জন্য অনেক অবদান রাখবেন।
ভাল থাকেন।
০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১৩
এম হাবিব আহসান বলেছেন: ভাই, খুলে বলা যাবে না তবে মেয়ের বাবা আশা করি পছন্দ করবে
যদিও জানিনা কে সে
৯| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২৬
আহমেদ জী এস বলেছেন: এম হাবিব আহসান ,
একটা চাকুরির জন্য তীব্র প্রতিযোগিতা, বাবা-মার আকুলতা, ভাই-বোনদের চাওয়া, চাকুরী প্রত্যাশী বন্ধু , লাখ লাখ বেকারদের হাহাকার এর মাঝে আপনার প্রত্যাশা পুরন হয়েছে দেখে ভালো লাগলো ।
নতুন এই জীবনে সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠুন প্রতিটি কাজে......
শুভেচ্ছান্তে ।
০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪২
এম হাবিব আহসান বলেছেন: আমার ব্লগে আপনাকে শুভেচ্ছা। সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠুক আপনার জীবনও এবং এর সাথে একটি বাংলাদেশ।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৫
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: শুভ কামনা রইল। দেশকে নিয়ে, নিজেকে নিয়ে পরিবার ও সমাজকে নিয়ে আপনার স্বপ্নটা বাস্তবায়িত হোক।