নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.somewhereinblog.net/blog/ANPony/29720723

স্বপ্নটাকে নেড়েচেড়ে দেখি আপন হাতের মুঠোই নিয়ে

এম হাবিব আহসান

স্বপ্নটাকে নেড়েচেড়ে দেখি আপন হাতের মুঠোই পুরে

এম হাবিব আহসান › বিস্তারিত পোস্টঃ

অনুকাব্য-২

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২১

সুপ্রভাতঃ
আজ এ ভোরে চাই যে তোরে,
নতুন গানে প্রাণ ভোলাতে
নতুন সুরে মন দোলাতে
নতুন আলোয় চোখ জুড়িয়ে
নতুন স্বপ্নে মন রাঙ্গাতে,
তোর চোখেতে পলক ফেলে
ভালোলাগায় মুগ্ধ হতে।

পরিচয়ঃ
হাত বাড়ালেই নদীর বাঁকে
যে মেয়েটি কলসী কাঁখে
রোজ হেঁটে যায় একেবেকে
মনহারা মোর তাকে দেখে।

স্তুতিঃ
মেয়ের নামটি সুপর্ণা
সুবীর কাকুর সুকন্যা
চোখ দেখে তার অনন্যা
মিটাই মনের তামান্না।

আকুতিঃ
ওই মেয়ে তুই যাসনে চলে
কোন কথা নাহি বলে,
আমি তো নই ফেলনা ছেলে
হাত বাড়ালেই এমনি মেলে,
নইতো আমি মেট্রিকে ফেল
চাকরি ডিগ্রি বাম হাতের খেল।
এই মেয়ে তুই ফিরে চা
আমায় কথা দিয়ে যা,
আবার কখন নদীর তীরে
কলসি কাঁখে আসবি ফিরে।

স্বপ্নঃ
তখন সত্যি তোকে ধরে
নিয়ে যাব মায়ের ঘরে,
বলব অতি শান্ত মেয়ে
বউ করে নাও করব বিয়ে।
হা করেনা রা করেনা
কথায় কথায় না করেনা।
শান্ত সুবোধ ভদ্র অতি
মেয়ে বড় লক্ষীমতী।

যবনিকাঃ
মা তখন টেনে বুকে
চুমু খেয়ে তোমার মুখে
বলবে আমায়, "শোন এবার,
নদীর ধারে যাসনে আর"।
যা চেয়েছি পেয়ে গেছি
সেখানে আর কি দরকার। :P

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪১

নুর আমিন লেবু বলেছেন: ভাল লাগল

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৫

এম হাবিব আহসান বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৫

নীলপরি বলেছেন: বাহ । বেশ ভালো ।

১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

এম হাবিব আহসান বলেছেন: ধন্যবাদ আপু

৩| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৯

বিজন রয় বলেছেন: অনেক অভিব্যক্তি।
++++

১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

এম হাবিব আহসান বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

কল্লোল পথিক বলেছেন:






চমৎকার হয়েছে।

১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

এম হাবিব আহসান বলেছেন: ধন্যবাদ ভাই

৫| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ভাল লাগল খুব। ধন্যবাদ।

১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

এম হাবিব আহসান বলেছেন: ধন্য হলাম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.