নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.somewhereinblog.net/blog/ANPony/29720723

স্বপ্নটাকে নেড়েচেড়ে দেখি আপন হাতের মুঠোই নিয়ে

এম হাবিব আহসান

স্বপ্নটাকে নেড়েচেড়ে দেখি আপন হাতের মুঠোই পুরে

এম হাবিব আহসান › বিস্তারিত পোস্টঃ

ক্ষুদ্রায়ু

১৬ ই মার্চ, ২০১৬ রাত ২:২১

চাই সবই দেখতে
চাই সবই শিখতে
সবই চাই জানতে
সবই চাই বুঝতে,
কিন্তু হায়
জীবন এতো ছোট্ট কেন।

কি ধরব আর ছাড়বো কি
কি রেখে আর ফেলবো কি
কি ছোঁব আর কি ছোঁবনা
ক্ষুদ্র মন যে তা বোঝেনা।

মিটবে কিসে মনের আশা
ঘুচে যাবে সব হতাশা
ভরবে যে প্রাণ কানায় কানায়
কোথায় পাবো এমন সানাই
তাকিয়ে মনের গহীন কোনে
মাতি কিসের আহরণে
মনের সকল পিয়াস মেটাই
এমন সুধা কই খুঁজে পাই।

কেমনে চাইলে ওহে বিভু
প্রাণ জুড়াবে আমার কভু
আকুল চোখে নিদ নাহি আর
খুজি কোথায় সুখের বাহার

প্রাণ তড়পায় প্রাণের মাঝে
ছটফটিয়ে সকাল সাজে
ডুকরে কাঁদে গুমরে মরে
দিবানিশি কিসের তরে

যাহাই দেখি অল্প অতি
অনেক বড় প্রাণের চাওয়া
সবই বাজে নেহাত ফাঁকি
আমার কিছুই হয়নি পাওয়া

কিছুতেই আজ প্রাণ ভরেনা
পূর্ণ দেখি শূন্যতাটাই
প্রাণ খুলে আজ চাইছি শুধু
পেতাম যদি প্রাণের নাটাই ................

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ২:৪৯

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: ভাল লাগলো যদিও কিছুটা অপরিপক্কতার ছাপ রয়েছে কবিতায়।
প্রচুর বানান ভুল। বানান গুলো শুধরে নিবেন।
বুজতে< বুঝতে
ঘুছে< ঘুচে
আহরনে< আহরণে
খুজি< খুঁজি
শুন্যতা< শূন্যতা
কাদে< কাঁদে

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৫

এম হাবিব আহসান বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। বানানগুলো ঠিক করে দিলাম। শুভকামনা রইলো ।

২| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৩:১৮

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার।ভালো লাগল
+

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৮

এম হাবিব আহসান বলেছেন: আমার ক্ষুদ্র লেখায় মুগ্ধ হলেন রুদ্র জাহেদ :) ধন্যবাদ ভাই

৩| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৩

বিজন রয় বলেছেন: ভাল লাগল।
++++

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৯

এম হাবিব আহসান বলেছেন: ভাই আপনার জন্য শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.