![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নটাকে নেড়েচেড়ে দেখি আপন হাতের মুঠোই পুরে
১।
শয়তানিতে পাকা
থাকে যে সে ঢাকা,
আস্ত এক বাদর
করোনা কেউ আদর,
যখন পায় সে যারে
খবরদারি করে,
এইবার তার কান
টেনে ধরে আন,
মাথায় মারো ঢিল
করো ডাউন নীল
২।
গাছের নিচে গিয়ে
মাথায় পাখির ইয়ে,
কি করবে তখন
দেখবে লোকে যখন,
দিবে সবাই তালি
যতই ছোড় বালি,
যতই দাওনা গালি
বলে শালাশালি
৩।
দেখে তাদের হাসি
ছুটবে তেড়ে ঘুসি,
চাইবে দিতে কিল
ছুড়বে তাদের ঢিল,
পায়ে গরুর ইয়ে
লাগবে ছুটতে গিয়ে,
পড়বে আচাড় খেয়ে
ময়লা ডোবায় গিয়ে,
কাদায় মাখামাখি
সারা শরীর দেখি,
একি হলো হাল
বড়ই বেসামাল
©somewhere in net ltd.