নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুহাম্মদ হাবিবুল্লাহ্ হচ্ছেন একজন বাংলাদেশী শিক্ষা উদ্যোক্তা। তিনি দেশের তরে আমরা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেছেন। এটা এমন একটি সংগঠন যা সমাজের মানুষদের অন্যায়, মাদক ও খারাপ কাজ থেকে ফিরিয়ে এনে সমাজের কল্যানমুখী কাজ করতে সাহায্য করে এবং অসহায়-

মুহাম্মদ হাবিবুল্লাহ্

সাংবাদিক, শিক্ষক, ফিচার ও প্রবন্ধ লেখক।

মুহাম্মদ হাবিবুল্লাহ্ › বিস্তারিত পোস্টঃ

একটু হাসি মুখে কথা বললে কি-বা হয়(?)

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৩

একটু হাসি মুখে কথা বললে কি-বা হয়(?)
মস্তবড় কোন খতি তো আর হয় না, তাই না! :)


আমাদের ইসলাম ধর্মে হাসি মুখে কথা বলা ইবাদতের অন্তর্ভুক্ত। শুধু ইবাদতই নয়; একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে হাসি মুখে কথা বললে তাদের উভয়ের সগিরা গুনাহ্ (মাফ) বিলুপ্ত হতে থাকে। এটা আমার কথা নয়; মহানবী সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লামের কথা।

আপনি কি কখনও হাসি মুখে কথা বলত আর বিনয়ের সাথে অপরের সঙ্গে কথা বলত এমন লোকের মৃত্যুর পরে তার জানাজায় গিয়েছেন? হয়ত দেখবেন আত্মিয় ও অনাত্মিয়দের মধ্যে যাদের সাথে সে ভালো আচরণ করত তাদের দু’চোখ থেকে অঝরে পানি ঝরতেছে, তার জন্য শোক প্রকাশ করছে। এর একটিই কারণ, তার আচরণ ভালো ছিল। অমায়িক ব্যবহার আর সুন্দর আচরণ দিয়ে সে মানুষের মন জয় করে নিয়েছে। অপরদিকে বদমাইশ, বদ মেঝাজী কোন লোকের মৃত্যুর পরে তার একান্ত আত্মিয়দের দিকে তাকালে দেখবেন ইচ্ছে করে একটু মন খারাপ করে আছে, কিছুক্ষণ পরে আবার হাসি-ঠাট্টাও করতেছে। তার মানে হলো এই লোকের মৃত্যুতে অনেকেই খুশি ও আনন্দিত। কথাগুলি আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে বলছি।

দেখুন, আমরা সবাই এই পৃথিবীতে ক্ষনস্থায়ী। ক’দিন বাঁচব কখন মারা যাবো কেউই জানি না। যে যেই ধর্মের হন না কেন; মৃত্যু তো আমাদের জন্য অবধারিত। যে কোন সময় মৃত্যুর সাথে সাক্ষাত হতে পারে। আসুননা মৃত্যুর পূর্বে নিজেকে একটু ভাবিয়ে তুলি- কেমন হবে আমাদের মৃত্যুর পরবর্তী সময়, মানুষ কি মন্তব্য করবে আমার ব্যাপারে, আমার জন্য-কি দু’ফোটা চোখের পানি ঝরবে প্রিয়দের চোখ থেকে(?) :( আমি আপনাকে ইমোশোনাললি বিভ্রান্ত করতে চাচ্ছি না; শুধু সত্যিটা স্মরণ করিয়ে দিতে চাই।

(ত্রুটি মার্জনীয়)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩২

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

মুহাম্মদ হাবিবুল্লাহ্ বলেছেন: আল্লাহ আপনার কল্যাণ করুন!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.