নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুহাম্মদ হাবিবুল্লাহ্ হচ্ছেন একজন বাংলাদেশী শিক্ষা উদ্যোক্তা। তিনি দেশের তরে আমরা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেছেন। এটা এমন একটি সংগঠন যা সমাজের মানুষদের অন্যায়, মাদক ও খারাপ কাজ থেকে ফিরিয়ে এনে সমাজের কল্যানমুখী কাজ করতে সাহায্য করে এবং অসহায়-

মুহাম্মদ হাবিবুল্লাহ্

সাংবাদিক, শিক্ষক, ফিচার ও প্রবন্ধ লেখক।

মুহাম্মদ হাবিবুল্লাহ্ › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা সম্পর্কে আমি কিছু বলতে চাই

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৫

একটি কথা স্পষ্ট, পৃথিবীর প্রত্যেকটি সম্পর্ক ট্রাঞ্জেকশনাল। সম্পর্কের মধ্যে কিছু-না কিছু আদান-প্রদান ঘটে বলেই সম্পর্ক তৈরী হয় এবং টিকে থাকে। যখনই এর বিপরীত ঘটে; সম্পর্কের মধ্যে ভাটা পরে, আন্তরিকতা কমতে শুরু করে। অনেক সময় দেখা যায় সম্পর্ক তো নষ্ট হয়-ই; শত্রুতারও সৃষ্টি হয়।

আমরা অনেকেই একটু বেশি আবেগী। সবকিছু না বিবেচনা করেই ভুল মানুষের সাথে সম্পর্ক তৈরী করি। এ সকল সম্পর্কের শুরুটা অনেক আনন্দদায়ক ও মজার হয়; কিন্তু, যখনই কোন তিক্ততার সৃষ্টি হয় আমরা একতরফা অন্যের ওপরে দোষ চাপিয়ে দেই। প্রথমেই যদি একটু ভেবে-চিন্তে, জেনে-শুনে সম্পর্ক শুরু করি তবে এমনটি খুব কমই ঘটে। আমি শুরুতেই একটি কথা বলেছিলাম- সম্পর্কের মধ্যে স্বার্থ লুকায়িত আছে। সম্পর্ক ভাঙ্গেও এই স্বার্থ নামক একটি বিষয়কে কেন্দ্র করে।

গতকাল তথাকথিত ভালোবাসা দিবস ছিল। আমি সুস্পষ্ট ভাবে বলতে চাই, এই একদিনের ভালোবাসা দিবস কেবল লুজাররাই উদ্যাপন করেন। অনেকের কাছে হয়তো আমার এই কথাটি ভালো নাও লাগতে পারে; কিন্তু, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন কথাটির কতটুকু সত্যতা আছে।

আপনাকে কিছু আইডিয়া দিচ্ছি- কখনও কি রিক্সাওয়ালার দিকে খেয়াল করেছেন কিংবা অতিরিক্ত পরিশ্রী কোন খেটে খাওয়া মানুষের দিকে(?) অতিরিক্ত পরিশ্রম/কষ্ট করার কারণে তার শরীর থেকে প্রচুর ঘাম ঝরছে, মেঝাজ খিটমিট করছে, প্রচুর খিদে নিয়ে কাজ করে যাচ্ছে। এসক কেন করছে জানেন(?) শুধু তার বাসায় থাকা স্ত্রী কিংবা পরিবারের অন্যান্য লোকদের জন্য। তাদের ভালোবাসায়, তাদের টানে। এই খাদহীন ভালোবাসায় রয়েছে বাস্তবতা আর বেঁচে থাকার একটুকু আশা। অপরদিকে বাবার টাকায় নতুন সার্ট-প্যান্ট আর দামী বিদেশী নামি-দামী ব্রান্ডের পারফিউম মেখে বাহারি সাজ সেঁজে রাস্তায় ঘুরে বেরানো কিছু লোকরা কিন্তু ভালোবাসা দিবসে তাদের ভালোবাসা উৎসর্গ করে :) আমার চোখে এর মধ্যে কোন সত্যিকারের ভালোবাসা দেখিনা; এতখানি আবেগ আর স্বার্থের জন্য তারা ভালোবাসার ভান করে। আপনিই বলুন- এই দুই শ্রেণির লোকদের মধ্যে কারা কথিত ভালোবাসা দিবস উদ্যাপন করে? আর কাদের ভালোবাসা নিখুত?

কোন নির্দিষ্ট দিনকে কেন্দ্র করে প্রেমিক যুগলের ভালোবাসা প্রকাশ হতে পারে না। সারা জীবন দুঃখ-কষ্ট সহ্য করার মাধ্যমে একসাথে থাকা, সকল কষ্ট নিজের জন্য সহনীয় করে নেয়ার মাধ্যমেই সত্যিকারের ভালোবাসা প্রকাশ পায়। আপনি মানেন আর না-ই মানেন, এটাই সত্য কথা। আমি এটাই বিশ্বাস করি।

পরিশেষে বলতে চাই, আবেগের কোন অস্থিত্ব এই পৃথিবীতে নেই। আবেগ কেবল হৃদয় কোনেই স্থান পাওয়ার উপযোগী; আমাদের সমাজে কিংবা জীবনে এর কোন সত্যিকারের প্রতিফলন ঘটেনা। বাস্তবতাকে বিশ্বাস করে এবং মেনে নিয়ে যদি আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে পারেন, তবেই এর স্বার্থকতা অর্জন করা সম্ভব। আসুন, ত্যাগ ও স্বার্থ হীন ভাবে সারা জীবন আমাদের ভালোবাসা প্রকাশ করি।

-ত্রুটি মার্জনীয়

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৩

হাবিব বলেছেন: ভালো লিখেছেন।

১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

মুহাম্মদ হাবিবুল্লাহ্ বলেছেন: ধন্যবাদ

২| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪১

মুহাম্মদ হাবিবুল্লাহ্ বলেছেন: ধন্যবাদ

৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩১

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

মুহাম্মদ হাবিবুল্লাহ্ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.