নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাব আসে; ছন্দ আসে না

হাবীব কাইউম

পোস্ট পড়িবার পূর্বে হাবীব কাইউমের ১ নম্বর ব্লগ দেখিয়া লইবেন

হাবীব কাইউম › বিস্তারিত পোস্টঃ

কেন জাপান আসবেন, কীভাবে জাপান আসবেন

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৮



জাপানের জন্মহার প্রতিনিয়ত কমছে। এখানে বৃদ্ধদের সংখ্যা ক্রমবর্ধমান। যার কারণে প্রতিটি ক্ষেত্রে পদ খালি হয়ে যাচ্ছে প্রতিদিন। দ্বিতীয়ত জাপানী প্রতিষ্ঠানগুলোতে ছাঁটাইয়ের ঘটনা বলতে গেলে নেই। যে চাকুরিই করুন না কেন, আপনাকে সে পরিমাণ বেতন দেয়া হবে যা দিয়ে আপনি ভালোভাবে বেঁচে থাকতে পারবেন। সাধারণত ঘণ্টাপ্রতি এখানে ন্যূনতম ১০০০ ইয়েন দেয়া হয়। অর্থাৎ কেউ প্রতিদিন ১০ ঘণ্টা কাজ করলে ২৫ দিনে মোটামুটি আড়াই লক্ষ ইয়েন আয় করতে পারবে। দক্ষতা বাড়ার সাথে সাথে বেতনের পরিমাণও বাড়বে।

জাপানে নিজের অবস্থান তৈরি করার বা দক্ষতা বৃদ্ধির সবচেয়ে বড় উপায় হলো জাপানী ভাষা আয়ত্ত করা। আপনি যদি জাপানী ভাষা জানেন তাহলে আপনার জন্য এখানে অসংখ্য দরজা খোলা।

আপনি যদি কোনোমতে জাপানী ভাষায় কথা বলতে পারেন তাহলে এখানে আপনি একটা কাজ পাবেনই।

বাংলাদেশ থেকে ছাত্র-ছাত্রীরা সাধারণত সরকারী স্কলারশিপ নিয়ে জাপানে এসে থাকে। নিজের খরচে জাপানে আসা বাংলাদেশী শিক্ষার্থীর সংখ্যা একেবারে নগণ্য। কিন্তু ১৫-২০ লাখ টাকা খরচ করে পাশ্চাত্যের দেশগুলোতে যাওয়ার চেয়ে ১০-১২ লাখ টাকা খরচ করে জাপানে আসা বহুগুণে ভালো।

যারাই নিজের খরচে জাপানে এসেছেন তাদেরকে কাজের অভাবে দেশে চলে যেতে হয়েছে এমন উদাহরণ নেই।

যারা নিজের প্রচেষ্টায় আসেন তাদের জন্য সহজ উপায় হলো জাপানের কোনো ল্যাংগুয়েজ স্কুলে ভর্তি হওয়া। ল্যাংগুয়েজ স্কুলে ভর্তি হয়ে বাংলাদেশে যদি আপনি National Aptitude Test (NAT)-এ উত্তীর্ণ হতে পারেন তাহলে জাপানের ভিসা পাওয়ার সম্ভাবনা ৯০%। জাপানের ল্যাংগুয়েজ স্কুলগুলোতে ১৮ মাসের কোর্স করতে হয়। এরপর আপনার পছন্দসই ইউনিভার্সিটিতে পছন্দের সাবজেক্টে আপনি ভর্তি হয়ে যেতে পারবেন। এর মধ্যে জাপানী ভাষায় দক্ষ হয়ে যাওয়ার কারণে পড়ালেখার জন্য আপনি কোনো না কোনো স্কলারশিপ পাবেনই। অর্থাৎ বলতে গেলে বিনা পয়সায় আপনি লেখাপড়ার খরচ না হলেও থাকা/খাওয়ার ব্যবস্থা করতে পারবেন।

ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণ শিক্ষার্থী প্রতি বছর জাপান ঢুকছে এবং তারা সব ক্ষেত্রে তাদের অবস্থান তৈরি করে নিচ্ছে। তাদের তুলনায় বাংলাদেশী শিক্ষার্থীরা কোনো দিক থেকেই কম নয়। তা ছাড়া বাংলাদেশীদেরকে জাপানীরা পছন্দ করে কারণ বাংলাদেশী শিক্ষার্থীরা সাধারণত ভদ্র হয়। জাপানীরা অত্যন্ত বিনয়ী, তারা বিনয় পছন্দ করে।

জাপান সম্পর্কে আমাদের সাধারণ ধারণা হলো জাপান খুবই খরচের দেশ। কিন্তু একটু দেখে-শুনে চলতে পারলে এখানে সাধারণের চেয়ে অর্ধেক খরচে আপনি চলতে পারবেন।

আরো জানার জন্য আমাকে মেইল করতে পারেন : [email protected]

মাউন্ট ফুজির দেশে আপনাকে স্বাগতম।
ありがとうございます / আরিগাতোও গোজাইমাস (অসংখ্য ধন্যবাদ)।

মন্তব্য ২৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পোস্ট পড়ে অনেক আরাম পেলাম।
কিন্তু যাব কি করে?

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৫

হাবীব কাইউম বলেছেন: আপনাকে পন্থা বলে দিয়েছি। সিরিয়াস হলে আমাকে মেইল করতে পারেন।

২| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩০

খোলা মনের কথা বলেছেন: নতুন কিছু জানতে পেরে ভাল লাগলো। আলাদা কিছু শেয়ার করার জন্য ধন্যবাদ

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩২

হাবীব কাইউম বলেছেন: আরিগাতোও গোজাইমাস্তা

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

মো কবির বলেছেন: আমার চাচাত ভাই, কয়েকদিন আগে নিপ্পন নামক একটা জাপানী ভাষা শিক্ষা কেন্দ্র থেকে ভাষা শিখে ইন্টারভিউ দিয়েছিল জাপানিতে এম্বেসিতে, টোকিওর একটা নাম করা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য টাকা পাঠিয়ে দিয়েছিল, কিন্তু এম্বেসি ওরে এ্যালাউ করে নি তাই, আর যেতে পারে নি। এখানে আর চেষ্টা করতে পারবে না, এটা কি ঠিক ??

ওর জাপানে যাওয়ার আর কোন উপায় আছে কি ?

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

হাবীব কাইউম বলেছেন: আমার জানা মতে এমন হওয়ার কথা নয়। আপনি/আপনার ভাই আমাকে দয়া করে মেইল করবেন কি?

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৬

শ্রাবণধারা বলেছেন: দরকারী পোস্ট । আপনার জন্য শুভকামনা.......।

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৬

হাবীব কাইউম বলেছেন: ありがとうございます

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮

পাখির চোখে বিশ্ব দেখি বলেছেন: আমি জাপান যেতে চাই। এজন্য আমাকে কি কোন বিশ্বস্ত স্টুডেন্ট কনসালটেন্ট এর নাম এবং ঠিকানা দিতে পারবেন। তাহলে আমার জন্য উপকার হয়।।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫

হাবীব কাইউম বলেছেন: বলেছেন: আপনি এদের সাথে যোগাযোগ করুন। সাকসেস রেট খুব ভালো। আর টোকিওতে জাপানিজ ল্যাংগুয়েজ স্কুলের সাথে এদের সরাসরি এগ্রিমেন্ট আছে। Click This Link

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০১

পাখির চোখে বিশ্ব দেখি বলেছেন: কন্নি চুয়া।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১২

হাবীব কাইউম বলেছেন: こんにちは

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২০

নেক্সাস বলেছেন: জব নিয়ে যাওয়া যায়না?

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৬

হাবীব কাইউম বলেছেন: জব নিয়ে আসার সুযোগ সংকুচিত। কিন্তু কথা একটাই : জাপানী ভাষা জানতে হবে।

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৭

আনোয়ার ভাই বলেছেন: ভাল পোস্ট। ধন্যবাদ।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৬

হাবীব কাইউম বলেছেন: ধন্যবাদ আনোয়ার ভাই।

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৭

ফুয়াদ আল আবীর বলেছেন: আপনার ব্‌যাবসার শ্রীবৃদ্ধি হোক...!

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৭

হাবীব কাইউম বলেছেন: !!!

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪২

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার পোস্ট

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৩

ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: অতি প্রয়োজনীয় একটি লেখা। খুব ভালো লাগলো।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৮

হাবীব কাইউম বলেছেন: ধন্যবাদ।

১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৪

রাতুল_শাহ বলেছেন: জাপানী ভাষা শিখতে গিয়ে আর শেখা হয় নি।

শুধু কয়েকটা বাক্য ।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৮

হাবীব কাইউম বলেছেন: একটু কঠিন বটে; তবে মজা পেয়ে গেলে কঠিন না।

১৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮

রাশেদ রাহাত বলেছেন: হত দরিদ- সন্তানদের কি জাপানি স্বপ্ন দেখতে আছে...?
সৃষ্টি কর্তা আমাদের জন্য কি রেখেছেন.. .? :-& :-& :-&

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩২

হাবীব কাইউম বলেছেন: #:-S #:-S #:-S

১৪| ১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩২

রাশেদ রাহাত বলেছেন: স্বাভিক উত্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.