নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জগৎ বিখ্যাত সাহিত্যিক ও যুগশ্রেষ্ঠ দার্শনিক শেখ সা’দী (রহ:) এর ভক্ত।

হাবীবুল্লাহ ত্রিশালী

তালিবুল ইলম

হাবীবুল্লাহ ত্রিশালী › বিস্তারিত পোস্টঃ

জাকাতের পরিমাণ বের করার সহজ পদ্ধতি জানতে ক্লিক করুন.........

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২১



যাকাতের পরিমাণের হিসাব
কেজির হিসাবের ভিত্তিতে
১ তোলা = ১১.৩৩৩ গ্রাম
৫ তোলা = ১ ছটাক = ১১.৩৩৩ দ্ধ ৫ = ৫৬.৬৬ গ্রাম
৪ ছটাক = ১ পোয়া = ৫৬.৬৬ দ্ধ ৪ = ২২৬.৬৪ গ্রাম
৪ পোয়া = ১ সের = ২২৬.৬৪ দ্ধ ৪ = ৯০৬.৫৬ গ্রাম
৪০ সের = ১ মণ = ৯০৬.৫৬ দ্ধ ৪০ = ৩৬.২৬২.৪০ গ্রাম
কিন্তু কেজির ১ মণ = ৪০,০০০.০০ গ্রাম
সুতরাং কেজির ১ মণ ও সেরের হিসেবে ১ মণের মাঝে পার্থক্য হল
৪০,০০০.০০ - ৩৬,২৬২.৪০ = ৩,৭৩৭.৪০ গ্রাম
যেহেতু ১ সের = ১ মণ ৯০৬.৫৬ গ্রাম
অতএব, ৩৭৩৭.৬০ - ৯০৬.৫৬ = ৪ সের ২ ছটাক
অর্থাৎ সের হিসাবে মণের চেয়ে কেজি হিসেবে মণ ৪ সের ২ ছটাক বেশী।
গ্রামে স্বর্ণ ও রূপার নিসাব
৪টি জব বা ৪টি কাইস গোটা = ১ রতি
০৬ রতি = ৬দ্ধ৪ = ২৪টি জব = ১ আনা
১৬ আনা = ১৬দ্ধ২৪ = ৩৬৮টি জব = ১ ভরি
সুতরাং ১ভরি বা ১৬আনা=১৬দ্ধ৬=৯৬ রতি ৯৬দ্ধ৪=(টি জব)=৩৮৪টি জব
বস্তত,৪টি জবে ১ রতি ধরা হলেও মূলত ১রতি ৪টি জবের চেয়ে সামান্য কম
কেননা ১ ভরিকে একত্রে ওজন করলে দেখা যায় যে, তাতে মোটা = ২৬৬টি জব আসে। মুফতী শফী রহ. দিরহামের ওজন বার বার পরীক্ষা করে দেখেছেন যে, ১ দিরহাম = ৭০টি জবের সমপরিমান হয়।
বস্তুত, ১ দিরহাম ১ ভরির কত অংশ তা জানতে পারলে আমরা এই অংকটি করতে পারি।
আমরা জানি, ১ উকীয়া = ৪০ দিরহাম আর
রুপার যাকাতের নিসাব ৫ ওকীয়া = ৪০দ্ধ ৫= ২০০ দিরহাম।
আমাদের আরো জানা আছে,
৫২.৫০ তোলা রূপার যাকাত ওয়াজিব হয়।
সুতরাং ৫২.৫০ তোলা = ২০০ দিরহাম
আমরা আরো জানি, ১ তোলা = ১ ভরি।
অতএব ৫২.৫০ তোলা = ৫২.৫০ ভরি = ২০০ দিরহাম।
অতএব আমরা বলতে পারি যে,
৫২.৫০ ভরি = ২০০ দিরহাম

∴ ১ ভরি ২০০/৫২.৫০ = ৩.৮০ দিরহাম

১ ভরি বা ৩.৮০ দিরহাম = ৩৮৪টি জব

∴ ১ দিরহাম = ৩৮৪/৩৮০ = ১০১টি জব আসে
সুতরাং কেউ যদি ১ দিরহাম = ৭০টি যব ধরে হিসাব করে, তাহলে তার হিসাবানুসারে ১ ভরি = ২৬৬টি জব হবে। আর কেউ যদি ১ রতি = ৪টি জব ধরে হিসাব করে তাহলে তার হিসাবানুসারে ১ ভরি = ৩৮৪টি জব হবে। সুতরাং, এই দুই হিসাবের মাঝে বেশ পার্থক্য হয়ে যাবে। একারণেই জমহুর মনে করেন, ২০০ দিরহাম ৫২.৫০ তোলা রূপার সমপরিমাণ।
কিন্তু আব্দুল হাই লাখনোভী রহ. মনে করেন যে, ২০০ = দিরহাম ৩৬ তোলা ৫.৫০ মাশার সমপরিমাণ। সম্ভবত তিনি ৪টি জব = ১ রতি ধরে এর ভিত্তিতে হিসাব করেছেন। আর জমহুর ১ দিরহাম = ৭০টি জব ধরে হিসাব করেছেন। তাই এই পার্থক্য হয়েছে।

রূপার নেসাব = ২০০ দিরহাম = ৫ ওকীয়া
১ ওকীয়া = ৪০ দিরহাম
১ দিরহাম = ২.৯৭৫ গ্রাম
∴ ১ ওকীয়া বা ৪০ দিরহাম = ২.৯৫৭ দ্ধ৪০ = ১১৯ গ্রাম
∴ ৫ ওকীয়া বা ২০০ দিরহাম = ১৯দ্ধ ৫ = ৫৯৫ গ্রাম
সুতরাং বলা যায় যে, ২০০ দিরহাম বা ৫২.৫০ তোলা = ৫৯৫ গ্রাম
∴ ১ তোলা = ৫৯৫স্ট ৫.৫০ = ১১.৩৩ গ্রাম
স্বর্ণের যাকাত

আমরা জানি,
১ মিসকাল / দিনার = ৪.২৫ গ্রাম
১১.৩৩৩ গ্রাম = ১ ভরি / তোলা

আমরা আরো জানি,
স্বর্ণের যাকাত = ২০ মিসকাল
∴ ১ মিসকাল = ৪.২৫৪ গ্রাম
∴ ২০ ” = ২০ দ্ধ ৪.২৫
= ৮৫ গ্রাম
আবার
১১.৩৩৩ গ্রাম = ১ ভরি
∴ ৮৫ গ্রাম = ৮৫ স্ট ১১.৩৩৩
৮৫ ” = ৮৫ = ৭.৫০ ভরি

মনে করি,
১ ভরি স্বর্ণ = ৫০,০০০ টাকা
∴ ৭.৫০ ভরি স্বর্ণ = ৭.৫০ দ্ধ ৫০,০০০
= ৩,৭৫,০০০ টাকা
উত্তরঃ স্বর্ণের প্রতি ভরির দাম ৫০,০০০ টাকা হলে
স্বর্ণের নেসাব = ৩,৭৫,০০০ টাকা


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.