![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
দুষ্টমি
১৪/১৫ বছরের এক কিশোর ঘরের আলমারিতে লুকিয়ে রাখা মাটির ব্যংক থেকে টাকা চুরি করার পর হাতে নাতে তার মায়ের কাছে ধরা পরে।
-ছি ছি ছি খোকা, শেষ পর্যন্ত তুই আমার ব্যাংক থেকে টাকা চুরি করেছিস? রাগান্বিত কণ্ঠে বললেন মা।
-না মা আমি কোনো টাকা চুরি করি নি।
-কী বললি? হাতে-নাতে ধরা পরার পরও বলছিস চুরি করিস নি! এত বড় মিথ্যে কথা? তোর এত অধ:পতন?
-না মা, বললাম তো আমি চুরি করি নি। আমি শুধু কিছু টাকা সরিয়েছি-এটাকে চুরি বলে না।
-কি! এটাকে চুরি বলে না? এটা চুরি নয়?
-না মা এটা চুরি নয়।
-চুরি না হলে এটাকে কী বলে শুনি? তেলবেগুনে জ্বলে উঠলেন মা।
-এটা এক ধরনের দুষ্টমি। এটাকে দুষ্টমি বলে মা।
-এভাবে টাকা চুরি করাকে বলে দুষ্টমি!
-হ্যাঁ, কেনো তুমি অর্থমণ্ত্রী আঙ্কেলের কথা শুনো নি? ইদানীং খবর-টবর দেখা ছেড়ে দিয়েছ নাকি? মণ্ত্রী আঙ্কেল তো হাসি মুখেই বললেন, ব্যাংক থেকে টাকা চুরি করা এক ধরনের দুষ্টমি।
-উনি তো হলমার্কের কথা বলেছেন।
-এইতো বুঝতে পেরেছ। ব্যাংক থেকে হলমার্কের হাজার হাজার কোটি টাকার চুরিকে উনি বলেছেন দুষ্টমি। আর তুমি কি-না শ' দুয়েক টাকার জন্য আমাকে চোর বলছ।-অভিমান ঝরে পড়ে ছেলের কণ্ঠে।
কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকেন মা। জবাব খুঁজে পাচ্ছেন না তিনি। এ কথার কি-ই বা জবাব আছে তার কাছে।
©somewhere in net ltd.