নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

এসো বন্ধু হই

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৫





কয়েক বছর আগের কথা। কোরবানির গুরু কিনতে রাজধানীর নতুনবাজার হাঁটে গেলে বারিধারা কাওমি মাদ্রাসার কয়েকজন ছাত্রের সাথে আমার পরিচয় হয়। বাজারে হাসুলি উঠানোর কাজ করছিল তাঁরা। টাকা-পয়সা যাতে চুরি-টুরি না হয় সে জন্য বাজার কমিটি প্রতি বছর তাদেরকে এ দায়িত্ব দিয়ে থাকেন।

খুব সম্ভব আমি তখন অনার্স তৃতীয় বর্ষে পড়ছি।

তাঁদের সাথে পরিচয় হবার পর থেকে প্রায় বিকেলেই আমি তাদের বোর্ডিং-এ গিয়ে আড্ডা মারতাম। গল্প-গুজব করতাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে তাঁরা আমাকে যথেষ্ট সম্মান করত।

একেকদিন তাদের সাথে একেক বিষয় নিয়ে আলোচনা হতো।

আলোচনায় আমি নিয়ে আসতাম লজিক তো তাঁরা নিয়ে আসতো ধর্ম।

একসময় লজিক ধর্মের কাছে পরাজিত হতো।

একদিন প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিন সম্পর্কে তাঁরা কেউ একজন আমাকে প্রশ্ন করে বসল।

আমি লেখিকা সম্পর্কে তাদের সাথে কোনো কথাই বললাম না। শুধু জিজ্ঞেস করলাম, লেখিকার কোনো বই তাঁদের পড়া আছে কি-না?

জবাবে তাঁরা মাথা নেড়ে বলল, না।

সেদিনের মতো আমি উঠলাম। যে লেখিকা সম্পর্কে তাঁদের এত নেতিবাচক ধারণা তাঁকে নিয়ে আলোচনা করা বোকামি ছাড়া আর কিছুই না।

পরের দিন মাদ্রাসায় আসার সময় একটি প্যাকেটে মুড়িয়ে বিদ্যা প্রকাশ থেকে প্রকাশিতি 'তসলিমা নাসরিনের নির্বাচিত কলাম' নামক বইটি নিয়ে এলাম। তাদের একজনার হাতে দিয়ে বললাম, সুযোগ হলে বইটি পড়বেন।

তারা খুব মনযোগসহকারে বইটি পড়ে। এবং যে ক'জন বইটি পড়েছে, লেখিকা সম্পর্কে তাঁদের ধারণা অনেকটাই পাল্টে যায়। তাঁরা বলতে বাধ্য হয়। লেখিকার অনেক লেখাই সঠিক হয়েছে। তাঁরা তাঁর সম্পর্কে না জেনেই এতদিন নানান কথা বলে এসেছেন।

........আমরা প্রত্যেকে এভাবে যদি কাওমি মাদ্রাসার ছাত্রদের সাথে মিশি এবং যুক্তির মাধ্যমে তাদেরকে আলোর পথে নিয়ে আসার চেষ্টা করি, তবে বর্তমান এ সংকট অনেকটাই নিরসন করা সম্ভব বলে আমার মনে হয়। এক জনে ১০ জন কাওমি মাদ্রাসার ছাত্রের দায়িত্ব নিলেই হয়ে যায়। সময় ৪ থেকে ৫ মাস। কাওমি মাদ্রাসার ছাত্রগণ অনেক মেধাবী এবং কোমল মনের অধিকারী।

লাঠি মিছিল, পতাকা মিছিল ও অযথা খিস্তি-খেউরের চেয়ে এ পদ্ধতি অনেকটা ফলপ্রসু বলে আমারে মনে হয়।











মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.