![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
"ঐ লাউ কতো? লাউ এর সাইজ এত ছোড ক্যান? এইডা কুন দেশি লাউ?"
"ভাই কি চোহে কম দেহেন নি? এইডা লাউ না, 'শশা'।"
"অ"
"নিয়া যান, হাইব্রিড চায়না শশা। খাইতে লাউয়ের মতনই লাগবো।"
"ঐ বোয়ালের বাচ্চা কতো? বাচ্চা বোয়াল, খাইতে স্বাদ হইবো তো?"
"ভাই কি কানা না-কি? এইগুলান বোয়ালের বাচ্চা না, 'পাবদা' মাছ।
"অ"
"নিয়া যান, হাইব্রিড ইন্ডিয়ান পাবদা। খাইতে দেশির মতনই লাগবো।"
"ঐ মাগুর কতো? মাগুরের সাইজ এমন ক্যা? দেইখা মনে হয় -।"
"ভাই কি বিদেশ তে আইছেন নি? এইডা মাগুর না, 'শিং'। হাইব্রিড শিং, তয় খাইতে মাগুরের মতনই লাগবো।"
"অ।"
"ঐ থানকুনি পাতার আঁটি কতো? মনে হয় অনেকদিন পর থানকুনি পাতা পাইলাম।"
"ভাই, এইডা থানকুনি পাতা না, 'ধইন্না পাতা'।
"অ। কুন দেশি পাতা?"
"ইন্ডিয়ান হাইব্রিড?"
এইতো গেল হাইব্রিডের কথা।
তারপর ইলিশ কিনলে, পদ্মার কি-না, আর পদ্মার হইলেও সেটা চাঁদপুরের, নাকি বরিশালের, নাকি ভোলার?
মুরগি কিনলে, সেটা পাকিস্তানি কক, নাকি দেশি?
কই মাছ কিনলে, সেটা আফ্রিকান হাইব্রিড, নাকি দেশি?
চিংড়ি কিনলে, সেটা নদীর নাকি চাষের?
গরু মাংস কিনলে, সেটা মহিষ নাকি গরুই?
খাসি মাংস কিনলে, সেটা বকরি, ভেড়া, পাঠা, নাকি অরজিনাল খাসি?
তেলাপিয়া কিনলে, সেটা ঢাকার নর্দমায় চাষ করা, নাকি ঢাকার বাহিরের?
টাকি মাছ কিনলে, বরশির নাকি বরশি ছাড়া?
রুই কনিলে, বার্মার, ইন্ডিয়ান, নাকি দেশি?
নাহ্ বাজারে গেলে, মাথাডা আসলেই ভন ভন কইরা ঘুড়ায়!
২| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪১
আহমেদ নিশো বলেছেন: "অ"
৩| ২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০২
মেহেদী হাসান মানিক বলেছেন:
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১০
আলমগীর_কবির বলেছেন: এরপর বাসায় আসলে বউয়ের ঝাকুনি। বড়ই সমস্যা।