![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
.........নূহাশ পল্লির পুকুর পাড়ে গিয়ে দৃষ্টি ঝাঁপসা হয়ে এল আমার। স্মৃতির ফিতা ঘুরতে ঘুরতে বছর দশেক আগের কোনো এক মধ্য-দুপুর এ ফিরিয়ে নিল আমায়।
মনের আয়নায় ১০ বছর আগের ভ্রমণসঙ্গি প্রিয় বন্ধুদের মুখচ্ছবিগুলো একে একে ভেসে উঠতে লাগল।
সারাদিন রোজা রেখে আঁকাবাঁকা ধান ক্ষেতের চিকন আ'ল আর ঘন শালবনের মধ্য দিয়ে এগিয়ে চলা এবড়োথেবড়ো মেঠো পথ ধরে মাইলের পর মাইল পায়ে হেঁটে আসার ফলে সেদিন খুব ক্লান্ত ছিলাম আমরা।
শ্রান্ত শরীর নিয়ে চিত হয়ে শুয়ে পড়েছিলাম নূহাশ পল্লির পুকুর পাড়ের নরম দূর্বাঘাসের উপর।
খানিক দূরেই পেছনে দু'হাতের উপর ভর রেখে আয়েশি ভঙিতে ঘাসের উপর বসে ছিলেন প্রিয় হুমায়ূন স্যার।
আমাদের পরিচয় পাবার পর নির্বিঘ্নে ভেতরটা ঘুরে দেখার সুযোগ করে দিয়েছিলেন স্যার।
পুরো নূহাশ পল্লি চষে বেড়াবার পর শেষ বিকেলের সূর্য ডোবার খানিক পূর্বে আবার কয়েক মাইল হেঁটে পিরুজালি গ্রাম পার হয়ে পিচঢালা পথে এসে উঠি আমরা।
হায়, কোথায় আজ আমার প্রিয় সেই বন্ধুরা, কোথায় আজ প্রিয় হুমায়ূন স্যার.......
.... ১০ বছর পর নূহাশ পল্লির পুকুর পাড়ে পা রাখার পর অনেক স্মৃতিই মনে পড়ে গেল আমার। সেই সাথে চোখে পড়ল অনেক পরিবর্তনও।
২| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৮
মূর্খ রুমেল বলেছেন: পরিবর্তনটা কি রকম তা যদি বলতেন
৩| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১২
শহুরে আগন্তুক বলেছেন:
৪| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৩
খেয়া ঘাট বলেছেন: হায়, কোথায় আজ আমার প্রিয় সেই বন্ধুরা, কোথায় আজ প্রিয় হুমায়ূন স্যার.......
৫| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩১
এইচ আর খান বলেছেন: পরিবর্তনটা কেমন?
৬| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪২
মশিকুর বলেছেন:
হুমায়ুন আহমেদ নেই এটাই মনেহয় সবচেয়ে বড় (এবং একমাত্র) পরিবর্তন। অন্য যেকোনো পরিবর্তন নিয়ে কথা বলার অধিকার আমাদের আছে কিনা, সেটা একটা বিষয়।
শুভকামনা।
৭| ২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: পরিবর্তন নিয়ে দুদিন পরে আরেকটি লেখা লিখবো.......
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৫
পরিবেশ বন্ধু বলেছেন: স্মৃতির নকশায় যে ছবি আঁকা
সে ভোলার নয় , ভোলা যায়না
ভেসে থাকে হৃদয়ে , জল ছবি আয়না ।