নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

রবীন্দ্রে নাথ ট্যাগুর!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০০

আমার এক কাকার ছেলের নাম 'রবি'

ইংরেজি মাধ্যমের ছাত্র, এ-লেভেল পড়ছে।

বাঙলাকে অনেকটা ইংরেজির মতো করে উচ্চারণ করে সে।

একদিন কাছে ডেকে তাকে জিজ্ঞেস করলাম- "রবি, তোমরা কি একদমই বাঙলা-টাঙলা পড় না না-কি?"

জবাবে সে বলল, "নো ব্রাদার, হোয়াই নিড বেঙ্গলি? ইটস আ টাফ ল্যাঙ্গুয়েজ।"

আমি দীর্ঘশ্বাস ছাড়লাম।

বাঙালি মায়ের সন্তানের কাছে বাঙলা ভাষা 'টাফ ল্যাঙ্গুয়েজ'!



"আচ্ছা রবি, বিশ্বখ্যাত একজন বাঙালি সাহিত্যিকের নামের সাথে তোমার নামের মিল রয়েছে- সেটা কি তুমি জান?"

"হু ইজ দ্যাট?" বিস্ময়ভরা দৃষ্টি নিয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে রবি।

"ভেবে দেখ- মাথা খাটাও।"

মাথাটা এদিক সেদিক ঘুরিয়ে খানিক ভাবল রবি। তারপর নিরাশ কণ্ঠে বলল, "নোও ব্রাদার, আই কান্ট।"

আমি বললাম, "আরেকটু ভাবো।"

"নো, আই সেইড, আই কান্ট; প্লিজ টেল মি হু ইজ দ্যাট?" রবির কণ্ঠে অতি আগ্রহ।



ছোট্ট একটা দীর্ঘশ্বাস ছেড়ে খানিকটা হতাশা মিশ্রিত গলায় নামটা বললাম আমি- "রবীন্দ্র নাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুর।"

ফিক করে হেসে ফেলল রবি, তারপর তাচ্ছিল্যমাখা কণ্ঠে বলল-"মাই গড, রবীন্দ্রে নাথ ট্যাগুর! ইউ আর টকিং এবাউট দিস গাই!"



'রবীন্দ্রে নাথ ট্যাগুর!' উচ্চারণ করতে গিয়ে মুখ খানিকটা বেঁকে গেল তার।



মন চাচ্ছিল একখান 'ঠাডা-বন' মাইরা চিরকালের জন্য ইংলিশ-বয় রবির মুখখানা বাঁকা করে দেই, যাতে করে ঐ মুখ দিয়ে ইহজনমে কবিগুরুর নামখানা তাচ্ছিল্যভরে আর উচ্চারণ করতে না পারে সে।



......আজ মহান মাতৃভাষা দিবসের এই দিনে, বাংলার বুকে জন্ম নেয়া এই সব ইংলিশ-বয় রবিদের জন্য দুঃখ হয় আমার, সত্যিই বড় দুঃখ হয়....























মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২০

ভোরের সূর্য বলেছেন: আপনি ঠিকি বলেছেন তবে সেই ছেলের গালে ঠাডা-বন আমাদের মতন বাবা মা'র গালে আগে মারা উচিৎ। ছেলে মেয়ে না হয় ইংলিশ মিডিয়ামে পড়ে তাই বলে আমরা কি আমার সংস্কৃতি সম্বন্ধে ঠিকমত ধারণা দিতে পারবো না। বুঝলাম ব্রিটিশরা না হয় ইংলিশ ম্যান কিন্তু আমরাতো বাঙালী এবং আমাদের সন্তানরাতো বাঙালী তাহলে কেন আমরা তাদের কে ঠিকমত বাঙলা উচ্চারণ শেখাবো না।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১১

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: সহমত!

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩২

সুমন ঘোষ বলেছেন: Rabi Rabir kiran paay ni. taai.

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১১

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধরেছেন ঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.