নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

99aawm3644g73

২৪ শে মে, ২০১৪ রাত ৯:১৫

বউ এর মোবাইল থেকে একটি মেসেজ এসেছে...

99aawm3644g73

পড়ার পর হা-করে বসে রইলাম কিছুক্ষণ। চেয়ার ছেড়ে বাথরুমে ঢুকে চোখে মুখে ভালো মতো পানি ছিটিয়ে দিলাম । মাথার চান্দিটাও ঠাণ্ডা জলে খানিক ভিজিয়ে নিলাম।

পায়ের কাছে রাখা বোতলের মুখ খুলে ঢক ঢক করে আধা লিটারের মতো পানি খেলাম।

মাথাটা চেয়ারে হেলিয়ে দিয়ে সাংকেতি ভাষাটা বোঝার চেষ্টা করছি।

এ ধরণের সাংকিতিক ভাষার মানে কী হতে পারে??



"আজ আসলে খবর আছে?"



"তোমার মতো ছাগল জগতে আর ২য় পিস নেই?"



"এতরাত পর্যন্ত কোথায় টাংকি মারো?"



-নাকি অন্য কিছু?



...মাথাটা ঝিম ঝিম করছে।



হঠাৎ করে ফোন বেজে উঠল। বউ এর ফোন। ভয়ে ভয়ে রিসিভ করলাম-



"হ্যালো?"



"তুমি কোথায়?"



"অফিসে"



"আচ্ছা আমার ফোন থেকে তোমার ফোনে কি কোনো মেসেজ গেছিল?"



"হুম আসছে একটা, কিন্ত মাথা-মুণ্ডু কিছুই ধরতে পারছি না।"



কথা শুনে বউ হাসতে লাগলো।



"তুমি হাসছ, আর আমি টেনশানে মরে যাচ্ছি।" খানিকটা রাগি গলায় বললাম আমি।



"হাসছি এ জন্য যে, মেসেজটা আমি পাঠাই নি, এটা তোমার পোলার কাজ। তোমার পোলা পাঠাইছে।"



"বল কি! পোলা মেসেজ পাঠাইছে!"



"হুঁ....."



আমার পোলার বয়স ২৩ মাস।



সুযোগ পেলেই সে মোবাইল হাতে নিয়ে টিপাটিপি শুরু করে দেয়।



বেশ কয়েকবার পোলার পাঠানো মেসেজটি মনযোগ সহকারে পড়ালাম। এর একটা অনুবাদও দাঁড় করিয়ে ফেললাম আমি- অনুবাদটি হলো-



"বাবা, তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য জেগে আছি........."



আমার চোখ দুটো খানিক জ্বালা করে উঠল। বুকের গভীর থেকে বেড়িয়ে এলো দীর্ঘশ্বাস.....













মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৪ রাত ৯:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা, বেশতো ডিজিটাল পোলা :)

বাপেরে দীর্ঘশ্বাসের কারণ স্মরণ করায়া দিল :)

পুলারে (ভাইস্তারে);) অনেক অনেক আদর দিয়েন!

২৬ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ২৪ শে মে, ২০১৪ রাত ১০:১১

বাংলাদেশী দালাল বলেছেন: দীর্ঘশ্বাস কেন? ভাতিজার জন্য আদর রইল।

২৬ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ ভাই।

৩| ২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

সাহাদাত উদরাজী বলেছেন: আজকাল কার ছেলে তো!

৩০ শে মে, ২০১৪ রাত ৮:১৫

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হা হা হা.......বলেছেন ঠিক।

৪| ২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

সাহাদাত উদরাজী বলেছেন: আজকাল কার ছেলে তো!

৫| ৩০ শে মে, ২০১৪ রাত ৮:১৬

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হা হা হা.......বলেছেন ঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.