![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
একসময় শুধু কিশোর ম্যাগাজিন পড়তাম। নটরডেমে পড়ার সময় এক বন্ধু শরৎ বাবুর "দত্তা" এনে হাতে ধরিয়ে দিয়ে বলল, বাসায় নিয়ে পড়িস। সেই থেকে শুরু। "দত্তা" পড়ে আমি শরৎ বাবুর প্রেমে পড়ে গেলাম। তারপর সেই বন্ধু ই একদিন এনে দিল "দেবদাস"। প্রথমে "দত্তা দিয়ে শুরু করার পর কলেজ জীবন শেষ হবার আগেই আমার শরৎ বাবুর সব ক'টি উপন্যাস ও গল্প পড়া শেষ। গৃহদাহ, চরিত্রহীন, শ্রীকান্ত, শেষপ্রশ্ন, পথের দাবী, বিপ্রদাস..... মোহ মুগ্ধ হয়ে পড়েছি..। গল্পের ভেতর "রামের সুমতি আর উপন্যাসের ভেতর "দেবদাস" পড়ে সবচেয়ে বেশি কেঁদেছি। শ্রীকান্ত' র ইন্দ্রনাথের জন্য যে মায়া জন্মেছিল আজও সে মায়ার বাঁধন ছিন্ন হয়নি।
কলেজের গোটা কতেক বন্ধু-বান্ধব ছাড়া এলাকায় আমার কোনো বান্ধব ছিল না। বই ই ছিল আমার একমাত্র বন্ধু এবং সঙ্গী। সারাদিন ঘণ্টার পর ঘণ্টা বই নিয়ে পড়ে থাকতাম। বিন্দুমাত্র খারাপ লাগতো না। বই এর মতো বন্ধু এই পৃথিবীতে দ্বিতীয় আর কিছুই হতে পারে না।
আমার মতে যে কোন পাঠককে নিম্নক্ত কয়েকটি বই অবশ্যই পড়তে হবে-
১। শরৎ চন্দ্রের সবকটি উপন্যাস এবং ছোট গল্প (না পড়লে জীবনের বারো আনাই মিছে)
২। সঞ্জিব চট্টপাধ্যায়ের "লোটা কম্বল" (অসাধারণ একটি উপন্যাস, কেউ বই পড়তে চাইলে প্রথমেই আমি এ নামটি বলি)
৩। মানিক বন্দ্যোপাধ্যায়ের "পুতুল নাচের ইতিকথা" (অসাধারণ মনস্তাত্ত্বিক একটি উপন্যাস। বাপ-ছেলের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং ভালোবাসার টানাপোড়েন এর গল্প)
৪। তারাশঙ্করের "কবি"(এক কবিয়াল আর ঠাকুরঝির অনবদ্য জীবনগাঁথা) "আরোগ্য নিকেতন" "চাপাডাঙ্গার বউ"
৫। বিভূতিভূষণ এর "পথের পাঁচালি" ও "দৃষ্টি প্রদীপ"
৬। সন্তোষ কুমার ঘোষ'র "শেষ নমস্কার"
৭। আবু ইসহাক এর "সূর্য দীঘল বাড়ি"
৮। সমরেশ বসুর "গঙ্গা" "প্রজাপতি"
৯। সৈয়দ ওয়ালী উল্লাহ'র "চাঁদের অমাবস্যা" "কাঁদো নদী কাঁদো"
১০। আহমদ ছফার "গাভী-বিত্তান্ত" "পুষ্প ও বিহঙ্গ পুরাণ"
১১। বঙ্কিম চন্দ্রের "বিষ বৃক্ষ"
......
১২। সমরেশ মজুমদারের "আট কুঠরি নয় দরজা" "গর্ভধারিনী"
১৩। যাযাবরের "দৃষ্টিপাত"
১৪। নিমাই ভট্টাচার্যের "মেম সাহেব"
১৫। মনোজ বসুর " নিশি কুটুম্ব"
১৬। শীর্ষেন্দুর "যাও পাখি" "দূরবীন"
১৭। নিকোলাই অস্ত্রভস্কির "ইস্ফাত"
১৮। চার্লস ডিকেন্স এর "ডেভিড কপার ফিল্ড"
১৯। বুদ্ধদেব বসু'র "তিথিডোর"
২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১১
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। বাকিগুলো পড়ে ফেলবেন।
২| ২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৪
দ্যা টাকলু বস বলেছেন: সমরেশ বসুর "প্রজাপতি" ছাড়া সব কয়টিই অসাধারন বই।
২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৩
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ। "প্রজাপিত" কি জন্য নিষিদ্ধ হলো সেটা সবার জানা দরকার আছে।
৩| ২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৩
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ২০। ধীরাজ ভট্টাচার্যের "যখন নায়ক ছিলাম"
২১। জরাসন্ধ'র "মসীরেখা" "লৌহ কপাট"
২২। আবুল বাশারের "ফুল বউ"
২৩। নীহার রঞ্জন এর "কালো ভ্রমর" "তারা তিনজন"
বিদ্র: আমার এখনো মাসুদ রানা, ওয়েস্টার্ন ইত্যাদি জাতীয় বইগুলো পড়া হয় নি।
পরবর্তীতে আরও তালিকা দিবো। এখন মনে পড়ছে না।......
৪| ২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৪
ভূতের কেচ্ছা বলেছেন: বুদ্ধদেব বসু'র "তিথিডোর" ছাড়া সবই পড়া হয়েছে..
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৭
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৩
আমিনুর রহমান বলেছেন:

২/৩ ছাড়া মোটামুটি সবগুলোই পড়েছি