নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

অথচ একসময় এদের কেউ কেউ মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিল আমাদের মাঝে......।

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪০

আমার কোনো প্রবাসী বন্ধু ফোন করলেই খানিক কথা-বার্তা শেষে যে কথাটা বলি আমি, তা হচ্ছে- "আর ক'দিন বিদেশ করবি? এবার চলে আয়। দেশে আইসা কিছু একটা কর।"

বন্ধুরা দীর্ঘশ্বাস ছাড়ে। তাদের বুকে ভেতর থেকে ফোস করে বেরিয়ে আসা তপ্ত বাতাসের শব্দ কান অবদি এসে লাগে আমার। তারপর একটাই প্রশ্ন সবার- "দেশে আইসা কি করমু ক?"
এ প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাই না আমি। ফলে নিশ্চুপ হয়ে যাই। এ কথাটি ভাবনায় ঢুকে না আমার। সত্যিই তো দেশে এসে কি করবে তারা?

কাউকে কাউকে ভরসা দিয়ে বলি- "আগে আস, তারপর দেখা যাবে। কিছুনা কিছু একটা উপায় তো বের করা যাবেই।"

আমি জানি, জানে আমার বন্ধুরাও- এটি শুধুই কথার কথা। এখানে কিছু একটা উপায় বের করা অত সহজ কাজ নয়।

আমার এ বন্ধুদের অনেকেই মাঝ পথে পড়শুনার চাকা থামিয়ে দিয়ে ভাগ্যের চাকা ঘুরাতে জীবিকার তাগিদে, জীবনের তাগিদে দেশমাতৃকার মায়া ত্যাগ করে পরবাসে পারি জমিয়েছে। অথচ একসময় এদের কেউ কেউ মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিল আমাদের মাঝে......।

মাঝে মধ্যে দূর-দীগন্তে তাকালে স্মৃতির ঝাঁপি খুলে যেতে শুরু করে। শৈশবে একসঙ্গে বনে-বাদারে ঘুরে বেড়ানো কিংবা নদীর পাড় ধরে দলবেঁধে হেঁটে চলা বন্ধুদের এক একটি মুখচ্ছবি আমার চোখের সামনে ভেসে ওঠে। দৃষ্টি ঝাঁপসা হয়ে আসে। প্রায়ই নিজের অজান্তে চোখের কোণ ভিজে ওঠে আমার।

জন্মের পর থেকে অনেক পরিচিতজনকে দেখেছি বিদেশ করেন। এখনও তারা বিদেশই করছেন। তাদের মধ্যে কেউ কেউ আছেন বিগত বিশ-পঁচিশ বছরে মাত্র চার কি পাঁচবার দেশে এসেছেন। প্রতিবার সর্বোচ্চ ছুটির মেয়াদ ছিল আড়াই থেকে তিন মাস।

পরিবার পরিজন, স্ত্রী-সন্তান রেখে কি করে পারেন এইসব মানুষগুলো- ভেবে পাই না আমি। সত্যিই ভেবে পাই না.............।












মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৬

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: কি করবেন? কিছু করার নাই ভাই। এটাই বাস্তবতা আর বাস্তবতা মেনে নিয়েই আমাদের এই জীবন পথচলা।

২| ৩১ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:৩৪

দিশেহারা আমি বলেছেন: কোথায় যেন শুনেছিলাম, বিদেশের ভাত একবার পেটে ঢুকলে আর দেশে ফেরা হয়না।
অনেকটা ওয়ান ওয়ে রোড এর মত, যাওয়া যায় কিন্তু আসা যায়না অথবা আসা হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.