নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

হেমন্তের সকাল.....

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ২:১৩

....টুপ টুপ শব্দে শিশির পড়ছে। পৃথিবীর মধুরতম শব্দের একটি হচ্ছে গাছের পাতায় পড়া শিশিরের টুপ টুপ শব্দ।

পাতলা কুয়াশার আবরণ ভেদে করে ভোরের আলো ফুটতে শুরু করেছে।
বাঁশ ঝাড়ের ফাঁক ফোঁকড় গলে কচি রোদ এসে ডোবার ধূমায়িত কালো জলের উপর এসে পড়ছে। ভেসে থাকা কচুরি ফুলগুলো নরম রোদের ছোঁয়া পেতেই কিশোরির প্রাণবন্ত হাসির মতো হেসে উঠেছে যেন।

কোনো এক সৌখিন গৃহস্থের পালা কয়েকটি রাজহাঁস রাস্তার ধারের শস্যবিহীন জল-কাদায় ভরা জমিতে খাবারের সন্ধানে নেমে এসেছে।

ঘিয়ে রঙের চাদর গায়ে লাঠি ভর দিয়ে মানিকের চায়ের দোকানের দিকে হেঁটে আসছেন একজন। মানিকের টং দোকানটিতে ভিড় জমতে শুরু করেছে। টুং টাং শব্দে একের পর এক চা বানিয়ে চলছে সে। চায়ের সাথে চলছে মুড়ি কিংবা মচমচে বেলা বিস্কিট।

পাশের একটা জমিতেই চলছে ধান কাটার উৎসব। এই সাত-সকালে কোথা থেকে যেন এক ঝাঁক রঙ বেরঙের কবুতর উড়ে এসে ধানক্ষেতটির মাঝে নেমে পড়লো। তাদের দেখে নেমে এলো কয়েকটি ভাত-শালিকও।

হেমন্তের হীম হীম সকালে এরকম মনমুগ্ধকর দৃশ্য একেবারে মন ছুঁয়ে গেল....। বিধাতা সত্যিই এই বাঙলাকে অনেক সুন্দর আর বৈচিত্রময় রূপ দান করেছেন। যার সন্ধান আমরা অনেকেই খুঁজে পাই না.....।






মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৩

অপূর্ণ রায়হান বলেছেন: প্রিয়তম স্নিগ্ধ একটি চিত্র +

ভালো থাকবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.