![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
সেদিন অনার্স শেষ বর্ষে পড়ুয়া এক ছোট ভাইকে জিজ্ঞেস করলাম- " আচ্ছা ইন্দ্র মোহন রাজবংশী কে বলতে পারো?
সে আদন্ত হাসি দিয়ে বলল, "কি যে বলেন ভাই, উনি বাংলাদেশের বিশিষ্ট বংশিবাদক!"
না আমি মোটেও অবাক হইনি। বিশিষ্ট লোকসংগীত শিল্পীর নামের সাথে রাজবংশী থাকায় সে ধরেই নিয়েছে তিনি অনেক বড় মাপের "বংশিবাদক"।
আরেক ছোট ভাইকে একদিন জিজ্ঞেস করলাম, "আচ্ছা আব্দুল আলীম নামে বাংলায় বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন- বলতে পারো তিনি কি করতেন?"
"জ্বি ভাই পারবো না কেন- আপনি বিখ্যাত রাজাকার আব্দুল আলীমের কথাই তো বলছেন?"
রাজাকার আব্দুল আলীম না-কি বাংলার বিখ্যাত ব্যক্তি!
হয়তো ভুল করেও অমর লোকসংগীত শিল্পী "আব্দুল আলীম" এর কথা মনে আসে নি তার।
এতেও অবাক হইনি আমি।
সেদিন অবাক হলাম। এক ছোট ভাই "ডিফারেন্ট টাচ" ব্যান্ডের নাম শুনেনি শুনে। মেজবাহ ভাই এর নাম শুনেনি শুনে।
হাল জামানার ছেলে। অন্তত ডিফারেন্ট টাচ এর নামটা তো জানবে
!
আমি বললাম, "শ্রাবণের মেঘগুলি জড়ো হলো আকাশে...." গানটি কি শুনেছ?
"জ্বি ভাই শুনেছি। ঐ টা তো আমার প্রিয় গান।"
আমি দীর্ঘশ্বাস ছাড়লাম।
আরেক ছোট ভাইকে জিজ্ঞেস করলাম, "আচ্ছা, 'আলোর মিছিল' ছবিটা কি তুমি দেখছ?"
"ভাই কি যে বলেন, শাহবাগের প্রতিটা মশাল মিছিলের আমি একনিষ্ঠ কর্মী। 'মশাল মিছিল' না দেখে পারি??"
ছোটি ভাই "আলোর মিছিল" আর "মশাল মিছিল" গুলিয়ে ফেলছে।
আমি দীর্ঘশ্বাসের সাথে বললাম- "'মশাল মিছিল" নয় "আলোর মিছিল"।
অর্থনৈতিক দিক দিয়ে আমরা অনেক এগিয়ে যাচ্ছি কিংবা যাবো তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। এ দেশে আরও বহু বড় বড় দালান হবে, দামী দামী গাড়ি আসবে, উড়াল সেতুর নিচে একদিন হয়তো ঢেকে যাবে পুরো শহর।
পক্ষান্তরে শিল্প ও সাহিত্যের যে দৈন্য-দশা দিনকে দিন ফুটে উঠছে আমাদের সামনে- তাতে এদেশের শিল্প ও সাহিত্যাকাশে অতি দ্রুতই গাঢ় অন্ধকার নেমে আসবে সে কথা বলতে আজ মোটেও দ্বিধা নেই আমার।
©somewhere in net ltd.