নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

আর নয় হতাশা.........

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:২৯

জীবনে হতাশ হতে নেই। আমি আমার কথাই বলবো। কোনো এক সময় আমার পুরো শিক্ষাজীবনটাই ছিল একেবারে অনিশ্চিত। একসময় দারুণ অভাবের সংসার ছিল আমাদের। মাত্র দশ টাকার জন্য প্রথম শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে ভর্তি হতে পারি নি। ফলে পর পর দুই বছর আমাকে প্রথম শ্রেণিতে থেকে যেতে হয়। এটি ১৯৮৮ সালের কথা।

পঞ্চম শ্রেণি পাশ করার পর আমার শিক্ষা জীবনে নেমে আশে বিশাল ট্রাজেডি। সে এক বিরাট ইতিহাস। অনেকেই ভেবেছিলেন, ওখানেই আমার সমাপ্তি। কিন্তু না। আমি ঘুড়ে দাঁড়িয়েছি।

এস এসসিতে আশানুরূপ ফলাফল হলো না আমার। ফার্স্ট বয় ছিলাম। কিন্তু ক্লাসের দশম ছেলেটিও আমার চেয়ে ভালো রেজাল্ট করলো। লজ্জা ও ভয়ে আমার এস এসসির সঠিক রেজাল্টটি বাসায় জানাই নি।

ঐ রেজাল্ট নিয়েই ভর্তি পরীক্ষা দিয়ে নটরডেম কলেজে এ ভর্তি হবার সুযোগ পেলাম। আমার আত্মবিশ্বাস ছিল। নটরডেম আর ঢাকা কলেজ ব্যতীত কোনো কলেজের ফরম আমি কিনি নি। ঢাকা কলেজে আমার আর পরীক্ষা দেয়া হয়নি।

এইচ এস সির রেজাল্টও আশানুরূপ হলো না। আসলে এইচ এস সিতে আমি প্রচুর পড়াশুনা করেছিলাম। তারপরও রেজাল্ট আশানুরূপ না হওয়াতে হতাশ হইনি।

মানবিকের ছাত্র ছিলাম আমি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীর নগর ব্যতীত অন্য কোনও বিশ্ববিদ্যালয়ের ফরম কিনি নি। আমার আত্মবিশ্বাস ছিল। ঢাবিতে সুযোগ পেয়ে যাই।.....

প্রথম বর্ষেই দৈনিক ইত্তেফাকে ফিচার প্রতিবেদ হিসেবে কাজ করতে শুরু করি। মাস্টার্স এ উঠার পর সেই কাজ ছেড়ে দেই। মাস্টার্স শেষে প্রথম বিসি এস দিয়ে প্রিলিতে ফেল করলাম। আমি বিন্দুমাত্র হতাশ হইনি। শুধু চিন্তা চেতনা বদলালাম। এক সময় স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হবো। অনেক সময় মানুষকে কিছু স্বপ্নের ঘোর থেকে বের হয়ে আসতে হয় নিজের মঙ্গলের জন্যই। চিন্তা চেতনা বদলাতে হয়।....

সময় নষ্ট না করে উদ্যোক্তা হিসেবে জীবন শুরু করলাম। শুরুতে বেশ বেগ পেতে হয়েছে। কঠোর পরিশ্রম করতে হয়েছে। কিন্তু মাত্র তিন বছরে আমি আমার ব্যবসায়িক ক্ষেত্রে সারা বাংলাদেশে প্রথম তিন জনের একজন হতে সক্ষম হই। আমরা কোমল পানীয় খেয়ে যে বোতলটি ফেলে দেই- সে ফেলনা জিনিসটি প্রক্রিয়াজাত করে চীনের বাজারে রপ্তানি করে গত বছর প্রায় চল্লিশ লাখ মার্কিন ডলার বাংলাদেশে নিয়ে আসতে সক্ষম হই।

আমার শিক্ষাজীবন শেষ হয় স্বাভাবিকের চেয়ে তিন বছর পর।

এক বছর নষ্ট হয় দ্বিতীয় শ্রেণিতে দুইবার থাকার ফলে। আর বাকি দুই বছর নষ্ট হয়, এক বার পঞ্চম শ্রেণি পাশ করার পর বিরতি দিয়ে এক বছর পর নতুন একটি শিক্ষা প্রতিষ্ঠানে আবার পঞ্চম শ্রেণিতে ভর্তি হতে হয় বলে।

প্রশ্ন করতে পারেন আমার জীবনে কি কোনো প্রেম ভালোবাসা আসে নি?

হুম এসেছিল।

আবার চলেও গিয়েছে। অনেক বছরের সম্পর্ক ছিল। চলে যাবার পর কষ্ট পেয়েছি বেশ কিন্তু মোটেও হতাশ হইনি।... নতুন করে ঘুড়ে দাঁড়িয়েছি।


এত ছোট্ট একট জীবন আমাদের। তাতে এত এত হতাশা থাকলে চলে?? বলুন চলে?? তাই আর হতাশার কথা নয়। আশার কথাই শুনতে চাই ভবিষ্যতে...। আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো এটাই হওক আমাদের প্রতিজ্ঞা।.....

















মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৫৬

দ্য ইলিউশনিস্ট বলেছেন: অনেক সময় মানুষকে কিছু স্বপ্নের ঘোর থেকে বের হয়ে আসতে হয় নিজের মঙ্গলের জন্যই। চিন্তা চেতনা বদলাতে হয়।

অত্যন্ত চমৎকার একটা পোস্ট। বেশ কিছুদিন ধরে হতাশায় ডুবে আছি। আপনার পোস্টটা পড়ে তাই একটু বেশি ভাল লেগে গেছে।

০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৬

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: সুতরাং আর নয় হতাশা এবার বেড়িয়ে আসার পালা....

২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:১২

ডি মুন বলেছেন:

আপনার ঘুরে দাঁড়ানোর কথা জেনে ভালো লাগল জুয়েল ভাই।
আরো অনেক দূর এগিয়ে যান, এটাই প্রত্যাশা।

ভালো থাকা হোক।

০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৭

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ। আমি চাই প্রত্যেকটা মানুষই ঘুড়ে দাঁড়াক। হতাশা ঝেড়ে নতুনভাবে বাঁচতে শুরু করুক।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অভিনন্দন! জেনে ভালো লাগল।

০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৭

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ..

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৭

সুমন কর বলেছেন: বিশ্বাস এবং আশার কথা শুনতে ভাল লাগল।

শুভেচ্ছা রইলো।

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১২

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ...।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আপনার আত্মবিশ্বাসের কথা শুনে অনুপ্রাণিত হলাম।

শুভকামনা আপনার জন্য। আরও এগিয়ে যান এই কামনা...........

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১২

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ...।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৯

নিয়ামুলবাসার বলেছেন: মানুষ তার আশার সমান বড়....আসলেই তাই ....হতাশ হওয়ার কিছু নেই...ঠিক আমাদের বিজয় হবে....আশাজাগানিয়া পোস্ট............

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১১

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ..।

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১২

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ..।

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৫

ওয়াছেকুজ্জামান চৌধুরী বলেছেন: জীবনে চড়াই উতরাই থাকবেই। হতাশ হলে চলবেনা। শুভ কামনা আপনার জন্য।

২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৬

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ...

৮| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২১

কলমের কালি শেষ বলেছেন: অনেক ভাল বলেছেন ।

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৬

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.