নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

"পিকে" যাদের দেখা অত্যাবশ্যক....

০৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

গতকাল রাতে এক বন্ধু ফোন করলো।


"কি রে ব্যাটা কি করতাছস?"

"আর বলিস না। এইমাত্র বউকে সাথে নিয়ে একটু পিকে দেখলাম।"

"কস কি ব্যাটা? ভাবিকে নিয়ে একসাথে?"

"হুম।"

"তো কি পিকে দেখলি? বিয়ার, হুইস্কি, নাকি ভোদকা?"

"তুই ব্যাটা আহাম্মকই রইছস। আমি "পিকে" সিনেমা দেখার কথা বলছি।"

"অ... তাই ক।...."

বউ আর আমি একসাথে বসে "পিকে" দেখলাম গতকাল রাতে। ছবিটি দারুণভাবে অবিভূত করেছে আমায়। ধর্মব্যবসায়ীদের গালে মোক্ষম এক চড় মেরেছে পিকে।

রাজকুমার হিরানী আবারও তার জাত চিনিয়েছেন আমাদের। আর আমির যে সত্যিই মিস্টার পারফেকশনিস্ট তার প্রমাণও আরেকবার দিলেন এই সিনেমার মাধ্যমে। একটা কঠিন চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন তিনি।

ছবিটা যেহেতু ইতোমধ্যে অনেকেরই দেখা হয়ে গেছে- তাই গল্পের দিকে যাবো না।

ছবিটি অন্তত একবার হলেও যাদের দেখার অনুরোধ করবো তারা হলেন-

১। দেওয়ানবাগীর মুরিদ ও মুরিদাইন

২। খাজাবাবার মুরিদ ও মুরিদাইন

৩। চরমোনাইর মুরিদ ও মুরিদাইন

৪। ফুরফুরার মুরিদ ও মুরিদাইন

৫। মাইজভান্ডারির মুরিদ ও মুরিদাইন

৬। আটরশির মুরিদ ও মুরিদাইন

৭। বাংলাদেশের সকল মাজার পূজারিগণ

যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন। একমাত্র তিনিই আমাদের রক্ষা করতে পারেন। অন্য কেউ পারে না।....

ধর্মের বাণিজ্য খুলে একেকজন কি সুন্দর ম্যানেজার হয়ে বসে আছেন আপন আপন গদিতে। এসব ম্যানেজারদের জৌলসময় জীবন যাপন আর অর্থ সম্পদের পাহাড় দেখলে সত্যিই বিস্মিত হতে হয়।....

জানি না "পিকে" এসব ধর্মব্যাবসায়ি ম্যানেজারদের গদিতে কোনো আঁচড় কাটতে পারবে কি না। তবুও ধন্যবাদ জানাতেই হয় "পিকে" এর পরিচাল প্রযোজকসহ সংশ্লিষ্ট সবাইকে- এরকম সাহসী একটি সৃষ্টির জন্য।...


.......এক আল্লাহ ছাড়া আমার কেউ প্রভূ নাই। তাঁর আদেশ পালন করাই আমার একমাত্র মানবধর্ম। আল্লাহ লা-শরিক, একমেবাদ্বিতীয়ম। আল্লাহ আমার প্রভু, রসূলের আমি উম্মত, আল-কোরআন আমার পথ-প্রদর্শক। আমার কবিতা যাঁরা পড়ছেন, তাঁরাই সাক্ষী: আমি মুসলিমকে সঙ্ঘবদ্ধ করার জন্য তাদের জড়ত্ব, আলস্য, কর্মবিমূখতা, ক্লৈব্য, অবিশ্বাস দূর করার জন্য আজীবন চেষ্টা করেছি।”
- কাজী নজরুল ইসলাম [নজরুল রচনাবলী - (৭) পৃষ্ঠা ৩৩]

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১১

কালের সময় বলেছেন: ভাল বলেছেন

০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৪

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ...

২| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৫

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: উপরের সবগুলোই রং নাম্বার...

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৬

খেলাঘর বলেছেন:

বাংগালীরা কেন পিকে দেখতে হবে, মগজ কম?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.