নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

....আমরা দু:খিত হে মহান নেতা। আপনার প্রিয় স্বপ্নের সোনার বাঙলা গাঢ় অন্ধকারে ডুবে আছে আজ। আমরা দারুণভাবে দু:খিত...

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০২

তিনি আসলেন। তিনি ফিরে আসলেন।.....

অশ্রুসিক্ত নয়নে বুকে জড়িয়ে ধরলেন সদ্য স্বাধীন বাঙলার তার প্রিয় মানুষদের।
প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগ ও আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়েন সর্বস্তরের মানুষ। তারা ছুঁয়ে দেখেন প্রিয় নেতাকে। তাদের চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে।....

সেদিন চতুর্দিক থেকে জনতার বাঁধ ভাঙা ঢল নেমে ছিল রেসকোর্সের ময়দানে।... একটি বার শুধু একটি নজর প্রিয় নেতাকে কাছ থেকে দেখার জন্য দলে দলে এসে ছিল জনতা।...

নেতা মঞ্চে উঠলেন। তাঁর সেই ভরাট কণ্ঠে কেঁপে উঠলো রেসকোর্সের মাঠ। কেঁপে উঠলো জনতার হৃদয়। কণ্ঠ বারবার বাকরুদ্ধ হয়ে আসছিল প্রিয় নেতার। খানিক পর পরই রুমাল দিয়ে চোখ মুছে নিচ্ছিলেন তিনি।......

জনতা মণ্ত্রমুগ্ধ হয়ে শুনছিল তাঁর জাদুময়ী কথাগুলো। কিভাবে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন প্রিয় এই বাঙলার বুকে।......

তিনি বললেন, "আজ আমার জীবনের সাধ পূর্ণ হয়েছে। বাংলাদেশ আজ স্বাধীন।"

জীবন-মৃত্যুর কঠিন চ্যালেঞ্জের ভয়ঙ্কর অধ্যায় পার হয়ে সারা জীবনের স্বপ্ন, সাধনা ও নেতৃত্বের ফসল স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে মহান এ নেতার প্রত্যাবর্তনে স্বাধীনতাযুদ্ধের বিজয় পূর্ণতা পেয়েছিল সেদিন।....

তিনি বলেছিলেন "এ অভিযাত্রা অন্ধকার থেকে আলোয়, বন্দিদশা থেকে স্বাধীনতায়, নিরাশা থেকে আশায়....।"

আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি তিনি সদ্য স্বাধীন দেশে ফিরে আসেন।

....আমরা দু:খিত হে মহান নেতা। আপনার প্রিয় স্বপ্নের সোনার বাঙলা গাঢ় অন্ধকারে ডুবে আছে আজ। আমরা দারুণভাবে দু:খিত...।



মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.