![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
....ছোট বেলার কথা। কোনও এক শীতের সকালে ইবু জ্যাঠার পাকের ঘরটা আগুনে পুড়ে ছাই হয়ে গেল একদম। কন কনে আগুনের কয়লা জ্বল জ্বল করছে।
জ্যাঠি মা মাথায় হাত দিয়ে বসে আছেন।
ইবু জ্যাঠার ছোট ভাই'র বউ কয়েকজনকে সাথে নিয়ে আগুন পোহাতে চলে এলেন।
আর আমরা ক'জন হাতে করে "গোল আলু" নিয়ে হাজির হলাম। পাকের ঘরের আগুনে আলু পুড়ে খাবো বলে।
ইবু জ্যাঠার বউ আমাদের দেখে বললেন- আলু দিয়া কি করবা?
"জ্বি পুড়াইয়া খামু"
জ্যাঠি মা কাছে এসে ঠাস করে আমার গালে চড় কষে বললেন- "ঘর পোড়ার মইধ্যে আলু পোড়া খাইতে আইছ হে? বদমাশ জানি কোনহানকার"
আমার বন্ধু সবুজ এক বাটি ধান নিয়ে এলো।
জ্যাঠি মা ধমক দিয়ে বললেন- "ধান আনছত ক্যান? কি করবি?"
"জ্যাঠি মা, খই ভাইজা খামু।"
জ্যাঠি মা সবুজের গালেও অনুরূপ চড় বসিয়ে দিলেন।
-এটাই বাস্তবতা। কারও ঘর পোড়ে, কেউ তাতে আগুন পোহায়, কেউ আলু পোড়া খাইতে যায়, আর কেউ বা সেই আগুনে খই ভেজে খেতে চায়।...
ভায়োলেন্সের বিপরীতে উপভোগ্য আনন্দগুলো অতীতে যেমন ছিল এখনও তেমনটি ই রয়েছে। শুধু ধরণ পাল্টেছে এই যা...
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:১৫
ভিটামিন সি বলেছেন: গুড। আপনার সেন্স অব হিউমার দেখছি এক কাঠি সরেস।