নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

বিয়ে শাদি আজকাল পাথুরে চোখের মতো হয়ে গেছে যেন....

১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৯

...আজকে একটি বিয়ের দাওয়াত ছিল কি এক কমিউনিটি সেন্টারে- যাই নি ভালো লাগে নি। অথচ একসময় কারও বিয়ের দাওয়াত পেলে ঘুম হতো না তিন দিন আগ থেকে। বিয়ে মানেই, ভালো-মন্দ খাবারের গোপন একটা লোভ জাগতো মনে মনে । বিয়ে মানেই দুই টাকার রঙ কিনে এক বালতি পানিতে ঢেলে- রঙা রঙির খেলা।

তবে দু:খ হতো খুব, যখন দিন শেষে দেখতাম, ভালো খাবারের বদলে, দুই টুকরা মাংসের বদলে... শুধু ডাল আর হাড়ের মিশ্রণটুকুই জুটতো কপালে। খেতে খেতে পাতের মধ্যে চোখের জল ফেলতাম।

পাশের জন জি্জ্ঞেস করত, " কি ব্যাপার কানতাছস ক্যান?"
জোখ মুছে বলতাম- "আরে নাহ। কানমু ক্যান? তরকারিডা ঝাল হইছে খুউব।'

দুয়েকজন ভালো মানুষ পাশে বসলে, পাত থেকে দু একটা টুকরা তুলে দিয়ে বলতেন, "নে ব্যাটা খা। তোর পাতে তো একদম গোস্ত নাই।" আমার চোখে মুখে হাসি ফুটে উঠতো।...

...তবুও তখনকার বিয়েগুলোতে আনন্দ ছিল খুব....। রাতে জামাইকে নিয়ে কতো ধরণের খেলা হতো। বিভিন্ন শ্লোক ধরা হতে। শ্লোক ভাঙাইতে না পারলে টাকা দিতে হতো জামাইকে।

বেহারা পালকি নিয়ে ঘরে ঘরে যেয়ে "আমার আল্লা রসূলের নাম" বলে হাক দিয়ে চাঁদা তুলতেন।

কলা গাছের গেটেও একটা সৌন্দর্য ছিল। প্রাণ ছিল। আনন্দ ছিল সীমাহীন।... নতুন টেবিল ক্লথে ঢেকে একটা টেবিল সাজিয়ে রাখা হতো গেটের সামনে। পানি ভর্তি বোতলের ভেতর পাতাবাহারের ডাল ঢুকিয়ে সাজিয়ে রাখা হতো টেবিলের উপর।

বর পক্ষের লোকেরা একশ এক টাকা থেকে শুরু করে দর কষাকষি করতে করতে পাঁচশ একটাকা অবদি উঠে যেতেন কখনও কখনও।....সেই টাকা পেয়ে কি যে আনন্দ ছড়িয়ে পড়তো সবার মাঝে।...

আহ! আমার বিয়েতে গেটে পঞ্চাশ হাজারের একটা নতুন বান্ডেল দেবার পরও সেই আনন্দ দেখিনি আমি কারও চোখে। খানিকটা অবাক হয়েছিলাম বটে।..... বিয়ে-শাদিও আজকাল কেমন পাথুরে চোখের মতো হয়ে গেছে যেন। যেই চোখের বাহ্যিক সৌন্দর্য আছে বটে, কিন্তু প্রাণের অস্তিত্ব নেই কোনও ......












মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:২৯

তিথীডোর বলেছেন: Nice!

১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৪

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ

২| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৪৫

আমি অথবা অন্য কেউ বলেছেন: সত্যি বলছেন। সুন্দর লিখছেন

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২১

আরমিন বলেছেন: বিয়ে বাড়িতে গোস্ত পড়ত না কেনো পাতে, সেটা তো বুঝলাম নাহ !

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫০

আদম_ বলেছেন: সুন্দর

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৩

সুমন কর বলেছেন: এবারের বইমেলায় অাপনার কোন বই বের হচ্ছে কি? যদি হয় তাহলে নাম, ধরন, প্রকাশক, মূল্য, প্রাপ্তিস্থান, প্রচ্ছদ -- এ তথৎগুলো দিতে হবে, পোস্ট দেবার ইচ্ছা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.