নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

"ফাকার"

২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৪

১৮ বছরের নিচে কারও পড়া নিষেধ: এটি একটি অশ্লীল লেখা...

....................................................



সম্প্রতি প্রথম আলো তাদের প্রথমা প্রকাশনি থেকে প্রকাশিতব্য কাব্যগ্রন্থ "কায়কাউসের ছেলে" র জন্য ‌'সাইয়েদ জামিল' নামক একজন কবি (!) কে জীবনানন্দ দাশ পুরুস্কার প্রদান করেছে।



তার কবিতা পড়ে আমি দারুণভাবে মর্মাহত এবং লজ্জিত।



এইসব বিকৃত রুচির মানসিক ভারসাম্যহীন একটা লোককে প্রথম আলো কী করে এই পুরুস্কার দিলো ভেবে পাই না।... ধিক্কার জানাই এর জুড়ি বোর্ডের সদস্যদের....



জীবনানন্দ দাশ বেঁচে থাকলে নির্ঘাত লজ্জায় আত্মহত্যা করতেন।....



সাহিত্যের একজন ক্ষুদ্র পাঠক হিসেবে এর প্রতিবাদ না করে পারছি না।....

এহেন অসভ্যতাকে যদি কবিতা বলা হয়, তবে প্রথম আলোর কাছে নতুন করে কবিতার পাঠ শিখতে হবে দেখছি!!!!







পুরস্কারপ্রাপ্ত গ্রন্থ থেকে কবির কিছু কবিতা- (!)









"মানুষ"



পৃথিবীতে আমরা গান গাই,

পক্ষী শিকার করি,

চোদাচুদি করি এবং নিজেদের অস্তিত্ব ঘোষণা করি,



আমরা জানি, এসব করতে করতেই

ডোডো ও ডাইনোসর বিলুপ্ত হয়া গেছে,





"অবকাশ যাপনের ভঙ্গি"



নারীকে ভাবুন একটি দরোজা। এবং সে প্রবেশমুখ দিয়ে ঢুকে যেতে পারেন অভ্যন্তরে। বিকেলে, ড্রয়িং রুমের সোফায় ব’সে ব্ল্যাক কফিতে চুমুক দিয়ে আলোচনা করতে পারেন হিউ হেফনার প্রসঙ্গে। সন্ধ্যা ঘন হ’লে, নির্জনতা মেশানো অন্ধকারে, বেডরুমে, খাট নয়, মেঝেতে আসন নিন। নারীটিকে বাজাতে বলুন আনন্দ-বেহালা। দেখবেন, পাখিতে রূপান্তরিত হয়ে আপনার শিশ্নটি উড়ে যাবে সুরের ম্যাজিকে। সেই সুর মন্থন করুন এবং বিশ্রাম করুন।







"কিলুর মগজ"



রোজ বিকেলে কিলুর মগজ আমাদেরকে দাবড়ে নিয়ে আসে শাহবাগ। আমরা সাহিত্য-চোদানো ফাতরা লোকগুলো মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে গোয়া-মারা খাই আর র চা গিলি। মদ ও মাগির যন্ত্রণা নিয়ে গালি দিই ফরহাদ মজহারকে। আর বলি, চেতনা-বিশ্বের একটিই ভাই রবীন্দ্রনাথ।

একদিন, শরীরে সন্ধ্যা মেখে, আমাদের সামনে উলঙ্গ এক পাগলী এলো। তার বক্ষ সুবিশাল। আর সে দুই হাতে তার স্তন দুটি উঁচু ক’রে ধ’রে বললো, ‘আমার মাই ভরা দুধ থাকতে তোরা র চা খাচ্ছিস ক্যা?’

আমরা গোরুর দুধের চা খেয়েছি, কনডেন্স মিল্কের চা খেয়েছি; কিন্তু মানুষের দুধের চা খাই নি কখনও। আর এ তো উন্মাদিনী! —উন্মাদিনীর দুধের চা ক্যামন?





"দ্য স্পিরিট অব ইসলাম"



একবার আমি চল্লিশ টাকা দিয়ে রবীন্দ্রনাথের একটা পোস্টার কিনছিলাম। তারপর ঘরে টাঙায়া রাখছিলাম। একদিন পোস্টারের রবীন্দ্রনাথ হুট করেই আমারে থাপ্পড় মারে আর বলে, ‘সাহিত্য লইয়া বজ্জাতি করিও না। বাপু, অর্থকড়ি লাগিলেও ভালো হইয়া যাও।’ —



আমি গুরু চোদা জামিল। সুতরাং রবীন্দ্রনাথকে পাল্টা থাপড়াইতে দ্বিধা করিলাম না। এবং মাদারচোত বলিয়া গালিও দিলাম। তারপর পোস্টারের সেই রবীন্দ্রনাথরে ছিঁড়ে ছিন্নভিন্ন ক’রে কমোডে ফেলে তার ওপর মূত্র বিসর্জন করিলাম এবং ফ্ল্যাশ আউট করিয়া গৃহ হইতে ঠাকুর তাড়ায়া দিলাম।









"লাইভ আফটার কায়কাউস"



আমি কায়কাউসের ছেলে। আমি বেড়াই

হেসে খেলে। ইচ্ছে হ’লে হাগি মুতি, ইচ্ছে

হ’লে চুদি; ইচ্ছে হ’লে ঊরুর ভাজেই দুই চক্ষু

মুদি। চক্ষু মুদে ঘুমিয়ে রই ঊরুসন্ধির ফাঁকে;

আড়াল থেকে হাজার নারী আমায় তবু

ডাকে! আমায় ক্যানো ডাকিস নারী, আমায়

ক্যানো ডাকিস? প্রবঞ্চনার ইতিহাসে তোরা

ভালো থাকিস। ইতিহাসের মা-কে চুদে আমিও

রবো ভালো। কাব্য লিখে ঘরে ঘরে জ্বালিয়ে

দেবো আলো। সেই আলোতে আলোকিত

হবে খোকা-খুকু; থাকবো নাকো আমি

যখন থাকবে স্মৃতিটুকু।











"সমন্বিত চিন্তা-কাঠামো ও হেঁটে যাবার বাসনা"



চলো, মদ ও মাগির সন্ধানে বেরিয়ে পড়ি। রাত্রি বিকশিত হবার পূর্বে, এই ঘনায়মান সন্ধ্যায়, দেরি নয়, এ এক প্রার্থিত সময়ের পলক মাত্র, অতএব, চলো, পেরিয়ে জঙ্গল আর কবরখানা, আর মৃত আত্মার ফরফরে আওয়াজ থেকে দূরে, সুরের কিনারা দিয়ে, গোয়ালন্দঘাটের দিকে। শুনেছি, ওইদিকে মদ আর মাগি স্তুপাকারে সাজানো রয়েছে। লোহালক্করের মতো নারীগুলি শরীরের পার্টস খুলে দেখায় পুরুষকে আর ঢেলে দেয় তরল সুবাস। চলো বন্ধু, দেরি নয়, আমরা একসাথে মদ খাবো, মাগি চুদবো।









"ফাকার"



প্রেমিকা ছাড়া কাউরে চুদি না।

...............................................



জানি বইটি মেলায় অনেক বিক্রি হবে, রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে....। আর প্রথম আলোও সেই সুবাধে অনেক "মাল" কামাবে।



ছি প্রথম আলো!! ছি!!.......





মন্তব্য ২৭ টি রেটিং +০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:২৬

মহান অতন্দ্র বলেছেন: ঘটনা কি আসলে সত্যি ?

২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৫

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: জ্বি সত্যি.........

২| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:২০

বিদ্রোহী বাঙালি বলেছেন: ভাইরে এগুলোই আসলেই সাইয়েদ জামিলের কবিতা নাকি বিকৃত করে দেয়া হয়েছে? পড়েতো আমি পুরাই আউলা হইয়া গেলাম। B:-)

২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৬

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: জ্বি জনাব, এগুলোই সাইয়েদ জামিল ওরফে রসজামিলে কবিতা...

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৪৮

নবণীতা বলেছেন: কবিতার বই আর কষ্ট করে কেনা লাগবে না,বল্গে কবিতার নমুনা দেখেই মাথা আউলা আর মন বাউলা হয়ে গেল

২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৬

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হে হে হে.....

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৫৮

অবিবাহিত ছেলে বলেছেন: চটির কবিতা সংস্করণ । জুড়ি বোর্ডকে কবি ভালোই (?)দেছে তাই ফুরুস্কার পেয়েছে ।

২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৭

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হা হা হা হাসতে হাসতে কাইন্দালাইছি...

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৪

কাহাফ বলেছেন: চেতনার মহা সয়লাবে ভেসে যাওয়া সময়ে এমন কবিতারই দরকার!
চটি পড়ার স্বাদ পাইয়ে দিচ্ছে ! ভাল তো! ভাল না!!!

২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫০

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হা হা হা কবিতা ও চটি এক সঙ্গে পাইলাম ভালো তো ভালো না??

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৪

নিলু বলেছেন: এলোমেলো ভাবনার কথা , লিখে যান

২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫১

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: জ্বি লিখে যাবো... দোয়া করবেন

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১৭

সামাদ হোসেন বলেছেন: "কায়কাউসের ছেলে"-র কবিতাগুলো এখান থেকে ( Click This Link ) পড়ে দেখতে পারেন। অশ্লীলতার চূড়ান্ত।

২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫১

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: এ কি করলেন ভাই! প্রথম আলোর ভাত মারার কাজ করলেন লিংকটা দিয়ে...

৮| ২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৭

জেকলেট বলেছেন: এই গুলান হইল আধুনিক কাব্য এবং কবিতা। আপনি-আমি আমরা এই গুলো খারাপ বললে প্রতিক্রিয়াশীল, বেক ডেটেড।
চেতনার ঠেলায় কিছুদিন পরে আমাদের অফিসিয়াল লেঙয়েজ হবে। মাননীয় চুদির পু মতি তোমার এই পুরুস্কার পাইয়া আমার খুব চুদতে ইচ্চে করছে। "চলো, মদ ও মাগির সন্ধানে বেরিয়ে পড়ি। রাত্রি বিকশিত হবার পূর্বে, এই ঘনায়মান সন্ধ্যায়, দেরি নয়, এ এক প্রার্থিত সময়ের পলক মাত্র, অতএব, চলো"

৯| ২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫২

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হুম কথা সত্য....

১০| ২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৭

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: বাবার লেখনি সন্তানের গর্বের বিষয়, তো জামিল সাহেবের পুরস্কার পাওয়া বই থেকে কোনো কবিতা যদি ভবিষ্যতে তার মেয়ে সখ করে তার স্কুলের কোনো অনুষ্ঠানে আবৃত্তি করে এবং সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে জুরি বোর্ডের কারও স্ত্রী কণ্যা থাকেন, তো অবস্থাটা কি হবে একবার ভাবুন তো??

১১| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:২৯

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: Click This Link

১২| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৫

তিথীডোর বলেছেন: জঘন্য!!!!!!!!!!!!!!!!!!!ছিঃ

২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:২১

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ছি ছি ছি ওয়াক থু...

১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৪

শ্রাবণধারা বলেছেন: হে হে হে :) কত যে পাগল ছাগল আছে দুনিয়ায় !!!! এমন এক কবি আসলো বাংলাদেশে যার কবিতা পড়লে পাঠক তার মুখে থুতু দেবার জন্য অথবা পশ্চাৎদেশে কষে লাথি দেবার জন্য উৎসাহ পাবে .......।

২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৫০

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হে হে হে

১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:১৪

হৃদয় ভারাবী বলেছেন: পুরো ব্যাপার টাই মাথার উপ্রে দিয়া গেল.
আমার মনে হয় তারা আসলে বুঝাতে চাইছে
চটি ও সাহিত্য
:D X(

১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫০

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হা হা হা হয়তো বা সত্যি...

১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫০

ফা হিম বলেছেন: কত কি দেখানোর জন্য যে আল্লাহ্‌ বাচাইয়া রাখছে !!! মাইরা লা আমারে মাইরা লা!!!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৫

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হা হা হা হা....

১৭| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ছি প্রথম আলো!! ছি!!.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.