নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

সমস্যাটা হচ্ছে সবাই হুমায়ূন আহমেদের মতো করে লিখতে চায়। এই সমস্যা কাটিয়ে উঠা অত্যাবশ্যক

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২২

....ফেসবুকের স্ট্যাটাস আর আর "বই" এক জিনিস নয়। দু'জন ফেসবুক-ফেমাস তরুণ লেখকের বই পড়ে তা উপলব্ধি করলাম। স্ট্যাটাসে যা-খুশি তা লেখা যায়।.... কিন্তু বড় আকারে গল্প কিংবা উপন্যাস লিখলে সেখানে চরিত্রগুলোর মাঝে প্রাণ ও গতির সঞ্চার করতে হয়। গল্পের পাশা-পাশি পারিপার্শ্বিক বিষয়গুলোকেও খানিক তুলে আনতে হয়। চরিত্রদের মনস্তাত্ত্বিক টানাপোড়েন এর বিশ্লেষণ থাকতে হয়। প্রকৃতি থাকতে হয়।

তবে তাদের পরবর্তী লেখা নিয়ে আমি আশাবাদী। সমস্যাটা হচ্ছে সবাই হুমায়ূন আহমেদের মতো করে লিখতে চায়। এই সমস্যা কাটিয়ে উঠা অত্যাবশ্যক। হুমায়ূন আহমেদের মতো করে লিখলে কখনও হুমায়ূন আহমেদ হওয়া যাবে না।....


পরিশেষে বলবো- লেখক হিসেবে আমি অতি দুর্বল হতে পারি কিন্তু পাঠক হিসেবে নই...।

আশা করি ঠিক এভাবে আমার লেখার দুর্বল দিকগুলোও পাঠকগণ আমাকে ধরিয়ে দিবেন...। কেন না আমার লেখা কখনও আমার জন্য নয়, আমার লেখা পাঠকের জন্য।....প্রশংসার চেয়ে কেউ সমালোচনা করলেই আমি বেশি আনন্দিত হই।..

এবার বইমেলা থেকে কমকরে হলেও ত্রিশজন তরুণ ও নবীন লেখকের গল্প উপন্যাস ও কবিতার বই কিনবো আমি। আপনারও কিনবেন আশা করি। অপরিচিত ও অবিজ্ঞাপিত লেখক মানেই বাজে লেখক নয়। আপনাদের উৎসাহ ও সমালোচনাই অনেক ভালো লেখার প্রেরণা হয়ে উঠবে একদিন....










মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

নিলু বলেছেন: কেউ কারো মতো হয় না , তবে অন্যরকম হুমায়ুন হতে পারে , লিখে যান

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ঠিক বলেছেন.. ধন্যবাদ

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

ধাতবগোলক বলেছেন: আমি ২০১২-১৩তে ব্লগেই লিখতাম। বিশাল বিশাল গল্প। ফেসবুকে দুই একলাইনের স্ট্যাটাস দিতাম। ২০১৪ সালের দিকে ঝুঁকলাম ফেসবুকে। খ্যাতি আসতে লাগলো। আমারো লিখা নষ্ট হতে লাগলো। এখন খুবই হতাশ লাগে -_- ভার্চুয়াল ফেম পাইসি বাট একটা বড়, স্বার্থক গল্প লিখার সামর্থ্য হারাইসি X(

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

এ. এস. এম. রাহাত খান বলেছেন: এই জেনেরেশন হুমায়ন ছাড়া যে অন্য অভিজ্ঞতার ভিতরে যায়নি।তাই সবাই অধিকাংশই একই স্টাইলে নিজেকে মেলে ধরতে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.