![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
.......১৯৭১সালে ২৫মার্চের পর শিল্পী-সাহিত্যিক-সাংবাদিক-বুদ্ধিজীবীদের অনেকে দেশ ছেড়ে গিয়েছিলেন, আবার অনেকে দেশের মধ্যেই আত্মগোপন করেছিলেন।..... সেই সময় শহীদুল্লা কায়সারেরও ডাক আসে ভারত থেকে। ....পশ্চিমবঙ্গের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকেও বার বার তাঁকে নিয়ে যেতে লোক আসে। কমরেড মণি সিংহ তাঁর কাছে পত্র লিখলেন একদিন- "আর এখানে থাকা সঙ্গত নয়।"
....রাশিয়ান দূতাবাস থেকেও আমন্ত্রণ আসে।
কিন্তু তিনি সবার আমন্ত্রণ সবার পত্র অগ্রহ্য করেন। কারণ, তিনি ভেবেছিলেন, সবাই দেশ ছেড়ে গেলে মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করবে কে? কে তাঁদের পাশে দাঁড়াবে শক্তি ও সাহস যোগাবে?
তাই তিনি রয়ে গেলেন। আত্মগোপনও করলেন না। দেশ ছেড়েও গেলেন না। মু্ক্তিযোদ্ধদের সাহায্য করার জন্য তাঁদের শক্তি ও সাহস যোগাবার জন্য রয়ে গেলেন তিনি এইখানে এই মাটির বুকে.....।
.........................
১৪ ডিসেম্ভর সন্ধ্যা। পুরান ঢাকার বাসায় বিবিসি শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। স্ত্রী পান্না কায়সার মেঝেতে বসে মেয়েকে ফিডার খাওয়াচ্ছেন।
এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হয়। উৎফুল্লচিত্তে বললেন- "মুক্তিযোদ্ধারা এসেছে, তাড়াতাড়ি দরজা খুলে দাও। তাড়াতাড়ি খুলে দাও...."
দরজা খোলার পর দেখলেন- তারা মুক্তিযোদ্ধা ছিল না। তারা ছিল ঘৃণ্য হায়েনাদের দোসর "আলবদর" বাহিনী।
...... যাবার সময় পান্না কায়সারের দিকে তাকিয়ে স্মিত হেসে বলেছিলেন, "ভালো থেকো তোমরা....."
আজ শহীদুল্লা কায়সারের ৮৮তম জন্মদিন। ১৯২৭ সালের ১৬ ফেব্রুয়ারি ফেনী জেলার মাজুপুর গ্রামে জন্মগ্রহণ করে ছিলেন তিনি।
জন্মদিনের শুভেচ্ছা নিবেন হে প্রিয় মানুষ......
পত্রিকাঅলাদের মনে না থাকলেও আমাদের ঠিকই মনে আছে আপনার জন্মদিনের কথা।
কিছু কিছু মানুষের শুধু মৃত্যুদিন নয়, জন্মদিনও সমান গুরুত্ব বহন করে.... এ কথাটি হয়তো জানা নেই পত্রিকাঅলাদের।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: মন্তব্য বুঝতে পারিন ভাই... নন্দলাল মানে কি বুঝাইতে চাইছেন?
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১০
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: পত্রিকা প্রকাশ এক ধরনের ব্যবসা। এতে পুঁজি লাগে। এসব চালাতে তেল-মবিল, চামচামি, ঘষাঘষিও লাগে। শহিদুল্লা কায়সারকে নিয়ে বাণিজ্যের আশা হয়তো ছিল না।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৩
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হয়তো বা.....
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২২
চাঁদগাজী বলেছেন:
" লেখক বলেছেন: মন্তব্য বুঝতে পারিন ভাই... নন্দলাল মানে কি বুঝাইতে চাইছেন? "
-বুঝতে চাইছি যে, দেশ দরিদ্র কৃষক, বেংগল রেজিমেন্ট, ইপিআর'রা স্বাধীন করুক, উনারা চালাবেন।
এবার বুঝলেন?
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৯
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ও আচ্ছা....
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
আরণ্যক রাখাল বলেছেন: শ্রোদ্ধা তাকে সারেং বউ এর মত অসাধারণ বই লেখার জন্য| সম্পুর্ন পাকরাষ্ট্রকে ঘৃণা করার জন্য জহির রায়হান আর শহীদুল্লাহ কায়সারের রচনা পাঠ আর তাদের মৃত্যর কারণই জানাই যথেষ্ট
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২০
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: যথার্থ বলেছেন... ধন্যবাদ
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১২
হাসান কালবৈশাখী বলেছেন:
৭ কোটি দেশবাসীর সবাই পালিয়ে ভারতে যাইনি কেন? এইরকম ভাবাটা মুর্খতা ছাড়া কিছু না। এটা ভাবাও অবাস্তব।
এরপরও প্রায় ১ কোটি পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। এত বিশাল সংখক রিফিউজি মুভমেন্ট পৃথিবীর ইতিহাসে বৃহত্বম। আপনার বোঝা উচিত।
ঢাকা থেকে কুমিল্লা ব্রাহ্মনবারীয়া ভেঙ্গে ভেঙ্গে যাওয়া, তারপর খুনি আর্মি-রাজাকাররের চোখ এড়িয়ে ৩০-৪০ মাইল পায়ে হাটা, এরপর বিপদসঙ্কুল সিমান্ত পাড়ি। এরপরও আছে আশ্রয় খাদ্য প্রাপ্তির অনিশ্চয়তা, বাংলাদেশ কবে স্বাধীন হবে? ২ বছর? না ৫-১০ বছর? কেউ জানে?
আমার পিতা জেলা জজ ছিলেন। পাশের বিল্ডিঙ্গে খাদ্যঅফিসারকে তুচ্ছ কারনে গুলিকরে হত্যা করেছিল খানসেনারা। বাবা কয়েকবার মনস্থির করার পরও বার বার যাত্রা বাতিল করেছেন। তখন গ্রামের চেয়ে ঢাকা অপেক্ষাকৃত নিরাপদ ছিল।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২২
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: আপনার কথা অযৌক্তিক নয়
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০০
চাঁদগাজী বলেছেন:
"কিন্তু তিনি সবার আমন্ত্রণ সবার পত্র অগ্রহ্য করেন। কারণ, তিনি ভেবেছিলেন, সবাই দেশ ছেড়ে গেলে মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করবে কে? কে তাঁদের পাশে দাঁড়াবে শক্তি ও সাহস যোগাবে? "
-উনারা নন্দলাল ছিলেন