নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

সন্তানকে "মায়ের ভাষা" শেখানোর দায়িত্বটা আমাদের মায়েদের ই তো নিতে হবে.... তাই নয় কি??

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৩

ক'দিন আগে একটি সুপার শপে গিয়েছিলাম।

একটা বিষয় দেখে দারুণভাবে আহত হলাম। একজন বাঙালি মা তার বছর ছয়েকের বাঙালি ছেলের সাথে অপ্রয়োজনীয়ভাবে ইংরেজিতে কথা বলে যাচ্ছেন।

এক পর্যায়ে ছেলেটি একটা সবজি হাতে নিয়ে ইংরেজিতে বলল, "মম লেডিস ফিঙ্গার। মম লেডিস ফিঙ্গার..."

আমি পাশ থেকে বললাম, "বাবা এটা ঢেঁরস......."

বলেই একটা ক্বচি ঢেঁরস হাতে নিয়ে প্যান্টে মুছে কচ কচ করে চিবুতে লাগলাম।

ছেলেটি হা করে আমার মুখের দিকে তাকিয়ে আছে।

তার মা চিৎকার করে বললেন, "ওহ গড! লাইক এ কাউ"

আমি হেসে বললাম, "দুঃখিত মেম, গাভী কখনও ঢেঁরস খায় না......আমার অতি পছন্দের তরকারি। তরকারিতে ঢেঁরস থাকলে ভাত খেতে কষ্ট কম হয়। মুখে দিলেই......."

মেম ইয়া বড় চোখ করে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি হাসি হাসি মুখ করে মেমের দিকে তাকিয়ে আছি। গা থেকে দামি পারফিউমের কড়া গন্ধ নাসিকা রন্দ্রে এসে প্রবেশ করছে....।

বলতে ইচ্ছে করছিল কিছু কথা। কিন্তু বলা হয় নি।

.....ইংরেজি মাধ্যম-এর শিক্ষা প্রতিষ্ঠান কিংবা এর শিক্ষা পদ্ধতি নিয়ে আমার কোনও দুঃখবোধ নেই। দুঃখবোধ শুধু এক জায়গায়। যখন দেখি, ইংরেজি মাধ্যমের বহু শিক্ষার্থী "মাতৃভাষা" শব্দটি সঠিকভাবে লিখতে পারে না।...

সন্তানকে "মায়ের ভাষা" শেখানোর দায়িত্বটা আমাদের মায়েদের ই তো নিতে হবে.... তাই নয় কি??










মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.