নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

আফসোস.... বাণিজ্যমেলার সময়সীমা দশ দিন বাড়িয়ে দেয়া যায় অনায়েসে, কিন্তু বইমেলার সময়সীমা দশ দিন বাড়ানো যায় না.....

০১ লা মার্চ, ২০১৫ রাত ১২:১৯



বইমেলার গেট থেকে বের হবার সময় চোখের পাতা ভারী হয়ে এলো। দুই হাত ভর্তি বইয়ের ব্যাগ নিয়ে পা টেনে টেনে হাঁটছি। আর খানিক পর পর পেছন ফিরে দেখছি, কিছু একটা ফেলে এসেছি যেন ঐ গেটের ভিতরে।

হুম সেই কিছু একটার নাম মায়া। সেই কিছু একটার নাম মায়ার বাঁধন।

প্রবাসী স্বামী কিছু দিন দেশে থাকার পর যেদিন বিদেশ ফিরে যান। তখন বার বার ঘাড় ফিরিয়ে প্রিয়তমা স্ত্রীর দিকে তাকান। প্রিয় সন্তানের মুখের দিকে তাকান।

যতক্ষণ না দৃষ্টির আড়াল হয়ে যান, ততক্ষণ এভাবেই ঘাড় ফিরিয়ে তাকাতে তাকাতে পথ চলেন। হাতের উল্টাপিঠ দিয়ে চোখ মুছেন...।

আজ নিজেকে সত্যিই সেই প্রবাসী স্বামীর মতোই মনে হলো আমার।

বস্তুত বইমেলা আমার কাছে প্রিয়তমা স্ত্রী ও প্রিয় সন্তানের চেয়ে কোন অংশে কম তো নয়.....।

অপেক্ষায় থাকবো পুরো একটি বছর। থাকবো অপেক্ষায়.....

আফসোস.... বাণিজ্যমেলার সময়সীমা দশ দিন বাড়িয়ে দেয়া যায় অনায়েসে, কিন্তু বইমেলার সময়সীমা দশ দিন বাড়ানো যায় না.....






মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৫ সকাল ১০:৩২

পুরান লোক নতুন ভাবে বলেছেন: বানিজ্য আর বই এক জিনিস না!! যারা বইকে বানিজ্যে নিয়ে যেতে চায় তারাই সময় বাড়ানোর কথা বলে!!

২| ০১ লা মার্চ, ২০১৫ সকাল ১০:৩৫

এসব চলবে না..... বলেছেন: দাবি থাকতে হবে।
সেই দাবি কি কেউ করেছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.