নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

তবে কেন নারী দিবস নিয়ে পত্রিকা ও চ্যানেলগুলোর এত মাতামাতি?

০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৪

(এক)

আলট্রা সনোগ্রাম করার পর ডাক্তারের মুখ কালো হয়ে আছে। কালো বদনেই তিনি বললেন, "কিছুই বুঝা যাচ্ছে না।"



এটা এক ধরণের কৌশল। আসলে গর্ভের সন্তানটি "মেয়ে" হলে ডাক্তারগণ বলতে চান না যে,"আপনার বা আপনাদের মেয়ে হবে।"



দোষ ডাক্তারদের নয়, দোষ আমাদের মানসিকতার।



বেচারা ডাক্তার কী করবেন। কেন না তিনি দেখেছেন যে, গর্ভের সন্তানটি "মেয়ে" শুনার পর অনেক বাবা-মারই হাসি হাসি মুখখানা চুপসে যাওয়া বেলুনের মতো কেমন মিলিয়ে যায়।



তাই তিনি হাসি মুখে বলতে পারেন না "আপনাদের মেয়ে হবে"



অথচ দেখা যায় যে, যে ছেলেকে একদিন তার বাবা-মা অনেক আদর যত্ন করে খাইয়েছন, পড়িয়েছেন। প্রাণপণ চেষ্টা করে আব্দারগুলো মিটিয়েছেন। ষোল আনার ভেতরে বারো আনা দিয়েছেন। কিংবা একদিন গোপনে বাবা ছেলের নামে কিছু সম্পত্তি আগে-ভাগে লিখে দিয়েছেন। সেই অতি আদরের ছেলের কাছে বাবা-মা একসময় বোঝা হয়ে ওঠেন। হয়ে ওঠেন "বুড়া" "বুড়ি"



কিন্তু পরিবার থেকে "চার আনা" পাওয়া কোন মেয়ের কাছে বাবা-মা বোঝা হয়েছেন কিংবা "বুড়া" "বুড়ি" হয়েছেন এমন বিষয় তেমন একটা দেখা যায় না।





আমার পছন্দের সিনেমার একটি হচ্ছে গোবিন্দ অভিনিত

"বেটি নং ১" সেখানে দেখা যায় যে "কণ্যাসন্তান" জন্মাবার পর কী দুর্দশা নেমে আসে গোবিন্দ ও তার স্ত্রীর সংসার জীবনে।



...আফসোস হচ্ছে "বেটি নং ১" এর সেই গল্প এখনও আমাদের সমাজের বহু পরিবারে বিদ্যমান।



(দুই)



....কথা হল বছরের এই নির্দিষ্ট একটি দিন নারী দিবস তার মানে বাকী দিনগুলো কি পুরুষের ?



এভাবে নারীদেরকে আলাদা করে ফেলা কি ঠিক ?



পুরুষ আর নারীর সমষ্টিগত নাম "মানুষ"। মানবজাতি নারী-পুরুষ দ্বারা গঠিত। নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী কোনভাবেই আলাদা করার সুযোগ নেই এখানে। পৃথিবীতে মানব সমাজের অস্তিত্ব থাকতে হলে নারী-পুরুষের যৌথ উপস্থিতি অপরিহার্য। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জীবনেই একজনের কাছে আরেকজন দায়বদ্ধ। নারীর কাছে পুরুষ, আর পুরুষের কাছে নারী ঋণী।.... এই দুই এর কোন একজনকে বাদ দিয়ে মানব জীবনের অস্তিত্ব কি কল্পনা করা যায়?



বলুন যায়?



তবে কেন নারী দিবস নিয়ে পত্রিকা ও চ্যানেলগুলোর এত মাতামাতি?



নারী দিবসে নারী কি রঙের শাড়ি পড়বে, শাড়ির সাথে মিলিয়ে কি রঙের ব্লাউজ, পেটিকোট, কানের দুল, চুড়ি কিংবা জুতা পড়বে... এসবের মানে কি??



মানে কি এসবের???





















মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.