নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

কথা হচ্ছে পোতায় যাওয়া দর্শকদের জন্য হিন্দিগানের ব্যবস্থা আছে, কিন্তু পোতায় যাওয়া জাতির জন্য কী ব্যাবস্থা??

২৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৯




স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্টেজে বসে আছি।

কিছুক্ষণ পরই আলোচনা পর্ব শুরু হবে। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হয়েছে।

অতিথিরা সবাই এখনও এসে পৌঁছান নি। যারা আগে চলে এসেছি, তারা বসে আছি চুপচাপ।

এমন সময় সাউন্ড সিস্টেমে বেজে উঠলো "দোলা রে দোলা ...... রে দোলা রে দোলা রে দোলা.....।"

আমার পাশে থাকা একজন চোখ বন্ধ করে বসে বসে মাধুরির মতো করে বডি দোলাইতে লাগলেন।

কানের কাছে মুখ নিয়ে বললাম, "ভাইজান কোন সমস্যা?"

"নাহ কি সমস্যা?"

"না মানে মুচড়ামুচড়ি করতাছেন তো তাই ভাবলাম..... বড় বাথরুম-টাথরুম পাইছে কি-না!"

"নাহ তেমন কিছু না...। ... গান শুইনা শরীরে একটু দুলনি আইছে এই যা...."

আয়োজক কমিটির একজনকে ডেকে বললাম, "এইসব কি?"

"জ্বি কোন সব কি?"

"স্বাধীনতার অনুষ্ঠানে দোলা রে দোলা কেন বাজাইতাছেন?"

"ও আইচ্ছা এই কতা! এই একটু শরীল গরম করনের লাইগা! দেখেন না সবাই কেমন পোতায়া গেছে গা!"

এই হলো অবস্থা। পোতায়া যাওয়া দর্শকদের শরীর গরম করার জন্য স্বাধনতা দিবসের অনুষ্ঠানেও হিন্দি গান চলে.......।

কেউ কেউ সেই গানের সাথে আবার শরীরও দোলায়....।

মাশাল্লাহ...অনেক সুন্দর ব্যবস্থা।


কথা হচ্ছে পোতায় যাওয়া দর্শকদের জন্য হিন্দিগানের ব্যবস্থা আছে, কিন্তু পোতায় যাওয়া জাতির জন্য কী ব্যাবস্থা??

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাগ্য

৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৫১

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হুম.. মন্তব্যের জন্য ধন্যবাদ

২| ২৯ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কথা হচ্ছে পোতায় যাওয়া দর্শকদের জন্য হিন্দিগানের ব্যবস্থা আছে, কিন্তু পোতায় যাওয়া জাতির জন্য কী ব্যাবস্থা??

লাঠির বাড়ি! চেতনা যখন একদিকে বানিজ্যিক অন্যদিকে ঘুমন্ত!!

তখন লাঠির বাড়িউ মহৌষধ বটে!!!!!!!!!!!

৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৫২

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হা হা হা বলেছেন বেশ..

৩| ২৯ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

ফয়েজ মজুমদার বলেছেন: We got the freedom in 9 months. That's why we can't understand what is a nation & and their culture.

৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৫২

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: সত্য কথা। সুন্দর মন্তব্য...

৪| ২৯ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১০

কলাবাগান১ বলেছেন: স্বাধীনতা টাকে কথায় কথায় কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায় তার জন্য একদল লোক মুখিয়ে থাকে।

এই গান বাজানোতে স্বাধীনতার কিছুই হবে না এখনই কয়েকদিনের মধ্যেই পাসপোর্ট পায়া যাবেন আর স্বাধীনতা না হলে করাচীর দিকে তাকিয়ে থাকতেন ২ বছর ও পাসপোর্ট পেতে লেগে যেত। আজ ও একজন কে দেখলাম বলতে যে উনি ২ বছর অপেক্ষায় থাকাতে আমেরিকায় ঠিক সময় মত আসতে পারেন নাই।

৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৫৩

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: মন্তব্য অস্পষ্ট...

৫| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:১৩

মতিউর রহমান মিঠু বলেছেন: '' স্বাধীনতা টাকে কথায় কথায় কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায় তার জন্য একদল লোক মুখিয়ে থাকে।''
আপনি কি বোঝাতে চান কলাবাগান১? স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হিন্দি গান বাজানো জায়েজ!!
কিছু লোক না এই আপনারাই স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, চেতনা নিলাম করতে বাজারে উঠাইছেন।
আমি নিশ্চিত এই পোষ্ট চাঁদগাজী টাইপ কেউ লিখলে কলাবাগানের মন্তব্য পুরো উল্টে যেতো। আজব কলাগাছ................

৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৫৫

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ উপযুক্ত জবাবের জন্য...

৬| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৫৫

শতদ্রু একটি নদী... বলেছেন:
জাতির জন্য ব্লগ আর ফেসবুক আছে। সকল বিপ্লবী চেতনা এইসব জায়গাতেই উইড়া আইসা তোলপাড় শুরু করবে আর রিয়েল লাইফে যাহা লাউ তাহাই কদু থাকিয়া যাইবে।

৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৫৬

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হা হা হা অনেকটাই যথার্থ বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.