![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
রাজউক ভবনের সামনে একজন সার্জেন্ট হাতে ইশরায় গাড়ি থামাতে বললেন, আমার গাড়ি চালক গাড়ি থামালো। সার্জেন্ট খুব ভদ্রভাবে সালাম দিয়ে বললেন, "স্যার আপনাদের গাড়ির কাগজ-পত্রগুলো একটু দেখবো।"
ছেলেটি বয়সে তরুণ ও সুদর্শন।
একজন ট্রাফিক সার্জেন্ট এর কাছ থেকে এ ধরণের অপ্রত্যাশিত ব্যবহার পেয়ে আমি এবং আবার আমার গাড়ি চালক দুজনই মুগ্ধ হয়ে গেলাম। দুজনই পথ চলতে চলতে তার বংশের তারিফ করতে লাগলাম।
আমাদের দেশে ট্রাফিক সার্জেন্টদের ব্যবহার দেখলে খুব খারাপ লাগে। অকারণে তারা গাড়ি চালককে তুই-তাঙ্গারি করে। "তুই" ব্যতীত তাদের কোন শব্দ যেন জানা নেই।
আরেকটি ঘটনা বলি, হোটেল রূপসি বাংলা মোড়ে একজন ট্রাফিক পুলিশ নিজে ভুল করে দুই দিকের সিগনাল একসাথে ছেড়ে দিলেন। এরপর তার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ধমক দিয়ে বললেন, "মিয়া বেশি কথা বইলেন না। আমগো লাইগা সরকার টিইকা আছে! আমরাই সরকাররে রাখছি।"
শুনে অবাক হলাম। ট্রাফিক পুলিশরা সরকার টিকিয়ে রেখেছে!!
একটু আগে পত্রিকার অনলাইন নিউজে দেখলাম, উল্টো পথে মোটরসাইকেল চালানোর জন্য নারায়ণগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর-তদন্ত শাহজালাল কয়েকজন মোটরসাইকেল আরোহীকে চড়-থাপড় মারেন।
প্রশ্ন হলো, চড়-থাপড় ছাড়া কি অন্য কোন আইনি ব্যবস্থা ছিল না?? এ ধরণের বেয়াদবির দায় কে নিবে??
১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২৮
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: কথাটা সঠিক নয়, আমরা যেমন পুলিশ তেমন নয়...
২| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ৮:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল লাগলো ।
১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২৮
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুমম...আমরা যেমন আমাদের পুলিশও তেমন !