নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

ডাবল "লাইক" নয় ডাবল "লাথ"

২৪ শে জুলাই, ২০১৫ ভোর ৪:১২

ঈদে রিমোটের বাটন টিপতে টিপতে অবস্থা কাহিল....

এটিএন থেকে এনটিভি, এনটিভি থেকে চ্যানেল আই, চ্যানেল আই থেকে গাজি টিভি, গাজি থেকে এস এ, এস এ থেকে এশিয়ান, এশিয়ান থেকে নাইন, নাইন থেকে টুয়েন্টি ফোর....২৪ থেকে যমুনা, ইন্ডিপেন্ডেন্ট, সময়, বৈশাখি হয়ে আবার এটিএন, এটিএন থেকে এনটিভি, তারপর চ্যানেল আই.......তারপর আবার গাজি.....

টিপতে টিপতে মনে হলো, এই বার মাপ কইরা দাও "বাবাজি!"

যেই চ্যানেলে যাই ভাগ্যে শুধু বিজ্ঞাপনই পড়ে। ডাবল লাইক দিবো, হাজার লাইক দিবো, শেয়ার দিয়া উড়াইয়া দিবো... টাইপ বিজ্ঞাপন দেখে মেজাজ তিরিক্ষি হয়ে গেল।

অথচ একসময় বিজ্ঞাপনের ভাষা ছিল কতো মধুর। যেমন- "মনে পড়ে, মনে পড়ে , মনে পড়ে....হৃদয় মেলিতো পাখা...বাধা সব হত দূর
ছোট ছোট কথা....ভালবাসায় ভরপুর...আর মনে পড়ে রেড-কাউ....পরিবারের পুষ্টির বন্ধন।"

.....অভিনেতা আবুল হায়াতের নাতাশার সাথে -- "ফিনলে চা, আসল চা" এর সেই মনকাড়া বিজ্ঞাপন।

"বেশি স্বাদ, বেশি স্বাদ , বেশি কাপ চা...স্টার-শিপ মানেই বেশি কাপ চা" বিজ্ঞাপনটিও সেসময়কার সব দর্শকের মনে গেঁথে আছে।

"আমার মন এখনও হারায়" - চৈতীর করা জুঁই নারিকেল তেলের বিজ্ঞাপনটি এখনও আমার শৈশবকে নাড়া দিয়ে যায়। আলিফ লায়লা , সিনবাদ কিংবা জনপ্রিয় নাটকের ফাঁকে ঘনঘন প্রচারিত এই বিজ্ঞাপন কখনও তার আবেদন হারায়নি। বরঞ্চ এগুলোকে অনুষ্ঠানের অংশ বলেই মনে হতো আমাদের কাছে।
শুক্রবারের বাংলা সিনেমা চলাকালে বিজরী বরকতুল্লাহ "নন্দিনী প্রিন্ট শাড়ির" বিজ্ঞাপন নিয়ে হাজির হতেন...তারপর ছিল দিতি'র পাকিজা প্রিন্ট শাড়ির মনোরম বিজ্ঞাপন....
এরপর....
"তু রু রু তাত-তা, উল লি লি লি পাপ্পা ...।।।। উম্মা, জু জু জু জা ।।।।। সোনাজাদুমনি, পা রা প্পা পা , পারাপ্পা...সোনাজাদুমনি লে, সোনাজাদুমনি লে..... তিব্বত বেবী লোশনের এই বিজ্ঞাপনটির কথাই ধরুন।
.........
"প্রিয় প্রিয় প্রিয়, সুন্দরি সুন্দরি সুন্দরী......প্রিয় প্রিয় সুন্দরী...সুন্দরী প্রিন্ট শাড়ি সুন্দরী...."
...........এর পর
"আপনার স্ত্রীর জন্য বৌরানী প্রিন্ট শাড়ি কিনতে ভুলবেন না কিন্তু।"
-"ঘরের কথা পরে জানলো ক্যামনে?"
"এই যে, এ্যামনে"
..................
এরপর লিফটন তাজা চা। ফিলিপস বাতি। মধুমতি লবণ। জাম্প কেডস। রোমানা রঙ। পেইলাক। রক্সি পেইন্ট।

"সুন্দর বাড়ি হলো, এবার সুন্দর দেখে একটা বউ আন..."বাড়ি? আমার জন্য বাড়ি?"

ইত্যাদি বিজ্ঞাপনগুলোর নির্মাণ শৈলী, ভাষার ব্যবহার, অভিনয়, সব কিছুই ছিল মন মাতানো। আর তাই তো এর জিঙ্গেল সমূহ আজো গেঁথে আছে আমাদের হৃদয়ে...। অন্যান্য অনুষ্ঠানের মানের সাথে সাথে বিজ্ঞাপনের মানও তলানিতে যেয়ে ঠেকছে দিন দিন..।

এইভাবে নির্মাতাগণ যদি দর্শকদের ডাবল "লাইক" উপহার দিতে থাকেন, তবে সিউর দর্শকরা একদিন তাদের ডাবল "লাথ" উপহার দিবেন...

হান্ড্রেড পার্সেন্ট সিউর.....



মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ১০:২২

আরণ্যক রাখাল বলেছেন: সময়ের সাথে রুচিও বদলেছে। কিছুকিছু এড কিন্তু ভালই লাগে।
জিঙ্গেলগুলো ভালো করতে পারে।
আর বিজ্ঞাপন তো বিজ্ঞাপনই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.