নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

\'৭১ সালে বিএনপি আইলো কইত্থেইকা রে বাপু!

০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩

গত কাল হাঁটছিলাম। শেষ বিকেলের সূর্যটা ডুবু ডুবু করছে তখন। কিলো মিটারের পর কিলো মিটার দীর্ঘ জ্যামে আটকে আছে সব। বাস থেমে নেমে শত শত মানুষের সাথে হেঁটে চলছি আমি। হাঁটতে হাঁটতেই এক জায়গায় একটু থামলাম। কয়েকজন যুবক ও কিশোরের সাথে কথা বলার ইচ্ছে জাগলো মনে।

"আচ্ছা বলুন তো জেল হত্যা দিবস কি?"

প্রথম যুবক: "জেল হত্যা, জেল হত্যা, জেল হত্যা....দিবস একটা বিশেষ দিন।"

"হুম, ভালো বলেছেন। কেমন বিশেষ দিন?"

"এই ধরেন একটা বিশেষ দিন আর কি.."

দ্বিতীয় যুবক: "১৯৭১ সালে এই দিনে চারজন মুক্তিযোদ্ধারে জেলের ভিতর হত্যা করা হইছিল।"

প্রথম যুবক: "ধুর ব্যাডা আন্দাজে কথা কস ক্যান? ফাউল জানি কোনহান কার। আমারে শেষ করতে দে...."

দ্বিতীয় যুবক: "হ তুই তো বেশি জানস, পণ্ডিত আমার। তয় ক, তুই-ই ক...."

প্রথম যুবক: "ভাই অর কথা হুইনেন না। আমি কইতাছি, ৭১ সালের এই দিনে আমলিক বিএনপির গোলাগুলিতে জেলখানার ভিতরে আমলিকের চাইর জন বড় নেতা মারা গেছিল।"

মনে মনে বললাম, '৭১ সালে বিএনপি আইলো কইত্থেইকা রে বাপু!

তৃতীয় যুবক সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে, "ভাই আমনে ক্যাডা?"

"আমি কেউ না। আপনারা জেল হত্যা দিবসের সমাবেশ থেকে ফিরলেন তো, তাই একটু জানতে চাচ্ছিলাম আর কি!"

"কেউ না হইলে এত প্যাচাল পাড়তাছেন ক্যান? যান কামে যান। যত্তসব আউল ফাউল লোকে ভইরা গেছে গা....."

প্রথম কিশোর: "ভাই আমি কমু?"

"হুম বলো"

"পাকিস্তানিরা '৭১ সালের নভেম্বরের ৩ তারিখ জেলের ভিতরে চারজন জাতীয় নেতারে গুলি কইরা মারছিল।"

"বাহ! গুড। ভেরি গুড।"

"চারজন নেতার নাম বলতে পারবা?"

"তাজ উদ্দিন আহম্মদ, আব্দুল কুদ্দুস মাখন, আব্দুর রব, আরেক জনের নাম ভুইল্লা গেছি....."

দ্বিতীয় কিশোর: "আরেক জনের নাম আমি জানি, সৈয়দ মুনসুর আহম্মদ"

.....আমি দীর্ঘশ্বাস ছাড়লাম। তারপর আবার হাঁটতে লাগলাম। আকাশে বাতাসে তখন মাগরিবের আযানের সুমধুর ধ্বনি ভেসে বেড়াচ্ছে...



মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯

গোধুলী রঙ বলেছেন: যারা ঢাকা ভার্সিটিতে ছাত্রলীগ করে তাদের জিগাইলে ৫০% পোলাপাইন পারতে পারে, বাকীগুলা ঐ কিশোর গুলার মতন।

০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৮

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হে হে হে

২| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই হইল দেশ নিয়া ইতিহাস জ্ঞান!

দু:খজনক!

০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৯

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: খুবই দুঃখজনক ভাই

৩| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

ফ্রিটক বলেছেন: আমার মতে( ১৯৭১ সালে জামাত বিএনপির কিছু নেতা যেমন খালেদা আপা, মুজাহিদ মিলে হাসিনা আপার কিছু লোককে মার্ডার করে, একে জেল হত্যা বলে,। মাইন্ড করেন না, এটা ডিজিটাল সংঙ্গা।এই যেমন গনতন্ত্র এর আব্রাহাম লিংকনের সংঙা ডিজিটাল হইছে।

০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১০

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ওকে মাইন্ড করলাম না..

৪| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

মিথুন আহমেদ বলেছেন: এই ধরণের মস্তিষ্ককে দশ টাকা সেরে চাল দিবে বললে ভোট কোন বাক্সে পড়বে... তা সহজে অনুময়। জাতিকে যতদিন এভাবে রাখা যায় ততই লাভ। তাদের সামনে দলিল ছাড়া শুধু মুক্তিযুদ্ধের চেতনা, যুদ্ধাপরাধ, জঙ্গী, উন্নয়নের জোয়ার, ডিজিটাল বাংলাদেশ প্রভৃতি শব্দগুলা বলে বলে মগজ ধোলাই করতে হবে।

০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১০

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হা হা হা

৫| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

ঢাকাবাসী বলেছেন: এই জাতিকে মগজ ধোলাই করে রাখাটাই উত্তম। নাহলে বিপদ!

০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১১

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: যথার্থ বলেছেন ঢাকাবাসী ধন্যবাদ...

৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ২:২১

বিদ্রোহী সিপাহী বলেছেন: জাতিগত দীনতা?

০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১১

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হুম

৭| ০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯

মানবী বলেছেন: আমাদের স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে প্রায় প্রতিটি অর্জন নিয়ে যেভাবে বিতর্ক আর কৃতিত্ব ছিনতাইয়ের প্রতিযোগিতা হয়, ইতিহাস বিকৃত হয়ে আজ নতুন প্রজন্মের কাছে এই অবস্থায় উপস্থিত হয়েছে.... পরবর্তী প্রজন্মের কাছে আরো ভয়াব্ রূপ ধারন করবে যদি এই অসুস্থ প্রতিযোগিতার অবসান না ঘটে।

পোস্টের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.