নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

সাড়ে তিন হাত ভূমি..

০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯

জুমা'র নামাজ পড়ে মসজিদের সাথে লাগোয়া কবরস্থানের পাশে দাঁড়ালাম গতকাল। নতুন একটি কবর হয়েছে। একেবারে কাঁচা কবর। সেই কবরের সামনে দাঁড়িয়ে নীরব দৃষ্টিতে তাকিয়ে আছেন এলাকার সবচে' সম্পদশালী মানুষটি। যার সম্পদের পরিমান হাজার কোটি টাকারও বেশি।

একটু দূরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন বয়স্কমত একজন লোক। চোখ দিয়ে অনর্গল জল গড়িয়ে পড়ে সফেদ দাড়ির আড়ালে হারিয়ে যাচ্ছে তার। পাঞ্জাবির হাতা দিয়ে খানিক পর পর চোখ মুচছেন তিনি। হয়তো এই গোরস্থানেই চির দিনের মতো শুয়ে আছেন তার কোন আপনজন। হয়তো বা নতুন যে কবরটি দেখা যাচ্ছে, হতে পারে সেটি তার কোন প্রিয় জনের কবর।

একটু পরেই যোগ দিলেন আরো কয়েকজন। এইখানটায় দাঁড়ালেই যেন সবাই কেমন হয়ে যান।

নীরবে তাদের পাশে দাড়িয়ে পাঠ করলাম, ""আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মু'মিনিনা ওয়াল মু'মিনাত আনতুম লানা ছাওফুও ওয়া নাহনু লাকুম তাবাউওন ইন্না ইনশাআল্লাহ হা বিকুম লা হিক্কুন।"

চোখের কোণ দুটো ভিজে এলো যেন।

পাশের অনুভূতিশূন্য চোখ আর ভাবলেশহীন মুখগুলোর আড়ালে লুকিয়ে আছে রাজ্যের নিস্তব্ধতা। সবার চোখের সম্মূখে ফাঁসবদ্ধ কবর। দরজা নেই, জানালা নেই। চারপাশে শুধুই অন্ধকার আর সেই অন্ধকার ঘরে কীভাবে শুয়ে আছে প্রাণহীন নিথর মানুষ। একসময় যাদের প্রাণ ছিল। প্রাণ চঞ্চলত ছিল। আকাঙ্খা ছিল, আবেগ ছিল, জেদ ছিল, ভালোবাসা ছিল, অহঙ্কার ছিল, অনুভূতি ছিল, দু'চোখভরা স্বপ্ন ছিল।

আজ তারা কোথায়? বুকের উপর খানিক মাটি নিয়ে। সাড়ে তিন হাত ভূমি জুড়ে চিরদিনের মতো শুয়ে আছেন। হয়তো তিন কিংবা চার শ' গজ দূরেই তাদের কারো কারো স্মৃতি বহন করা বৃহৎ সুরম্য অট্টালিকা দাঁড়িয়ে আছে।

তাদের কপালে জুটেছে শুধুই সাড়ে তিন হাত ভূমি...

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯

ফেরদৌসা রুহী বলেছেন: এ থেকে মুক্তির কারোরই কোন উপায় নেই।

০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: চির সত্য কথা...

২| ০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪

সজিব হাওলাদার বলেছেন: Nice

০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ

৩| ০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: আমাদের সবাইকেই এই সারে তিন হাত ভূমিতে একদিন চির নিদ্রায় শায়িত হতে হবে । আমল ছাড়া সেখানে আর কিছুই নিয়ে যাওয়া সম্ভব হবে না ।

০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: জ্বি ধন্যবাদ

৪| ০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯

অনিন্দ নিন্দা বলেছেন: ভাল গল্প , তবে মৃত্যু ব্যপারটা আনিবার্য পরিনতি , মৃত্যু পরবর্তী পরিস্থিতি নিয়ে অপভাবনা বর্তমানকে অবহেলা করা ছাড়া ইর কিছুই না ।

০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.