নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

একজন আসামীকে যে অপরাধেই ধরা হোক তাকে ২৪ ঘণ্টার ভেতর আদালতে হাজির করার কথা...

০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

ছেলেটি ফোন দিয়ে কান্না জড়িত কণ্ঠে বলল, ''ভাই আমার আব্বার জন্য কিছু একটা করেন।''

বললাম, ''কেন কী হয়েছে কাকার?''

''ডিবি ধরে নিয়ে গেছে।''

''বলো কি!''

''কোথা থেকে ধরলো?''

''দোকান থেকে।''

''কখন ধরছে?''

''আজ তিন দিন হয়ে গেছে। এখনো আদালতে হাজির করেনি। আব্বার সাথে আমাদের কাউকে দেখা করতে দিচ্ছে না। বিশ লাখ টাকা দাবি করছে। এক টাকাও কম দিলে নাকি ছাড়াবে না।''

''আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায়। যিনি এরেস্ট করেছেন তার নাম আর নাম্বার দাও।''

খোঁজ নিয়ে জানতে পারলাম অনেক নামকরা জাঁদরেল দারোগা। অনেককে দিয়েই সুপারিশ করানো হয়েছে কিন্তু কাজ হয় নি। এতে আরো ক্ষতি হয়েছে। বড় অফিসাররা আসামীর বিষয়ে জেনে গেছে তাই তাদেরও ভাগ দিতে হবে। টাকার এমাউন্ট বেশি লাগবে।

আসামীকে মামলা দিয়ে আদালতে হাজির করতে হলেও টাকা লাগবে। টাকা না দিলে তার বিরুদ্ধে মামলাও করবে না। অন্ধকার কুঠরিতে আটকে রাখবে। ছাড়াতে হলেও টাকা। মামলা দিয়ে আদালতে হাজির করাতে হলেও টাকা...। ভালো বিপদে পড়ে গেলাম।

যে লোকটিকে এরেস্ট করা হয়েছে তিনি কানে কম শুনেন। বয়স পঞ্চান্নর উপরে। সাদা-মাটা নরম স্বভাবের একজন মানুষ। কোন ধরনের রাজনীতি করেন না। কারো সাথে কোন বিবাদ নেই। লোকটি আমাকে নিজের ছেলের মতো আদর করেন। তার কাছে গেলে গায়ে হাত বুলিয়ে আদর করে দেন...।

তাকে ছাড়াবার জন্য তার তিনটা ছেলে পাগলের মতো দিনরাত এর কাছে ওর কাছে গিয়েছে। একে-ওকে ফোন দিয়েছে।

..অবশেষে চার দিন পর তাকে কোর্টে হাজির করা হয়েছে।

এখন পরিবারে সবাই তার জামিনের অপেক্ষায় দিন গুনছে।

প্রশ্ন হচ্ছে: একজন আসামীকে যে অপরাধেই ধরা হোক তাকে ২৪ ঘণ্টার ভেতর আদালতে হাজির করার কথা...। কিন্তু সেই আইন আসলেই মানা হচ্ছে কি??

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

যান্ত্রিক পাগল বলেছেন: আইন আসলে মাকড়শারজাল এর মত। ক্ষমতাশালীরা ছিঁড়ে বেরিয়ে যায়, কিন্তু দুর্বল আটকে থাকে।

০৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৬

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ঠিক বলেছেন ভাই..

২| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

বিজন রয় বলেছেন: কাকে বললেন?

কোন লাভ নেই।

০৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৬

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: আসলেই জানি লাভ নেই...

৩| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১০:১৩

সোজোন বাদিয়া বলেছেন: কাকে বললেন?

০৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৭

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: সেটাই তো কথা কাকে বললাম, কে শুনবে....

৪| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১০:২১

গেম চেঞ্জার বলেছেন: আসামীকে মামলা দিয়ে আদালতে হাজির করতে হলেও টাকা লাগবে। টাকা না দিলে তার বিরুদ্ধে মামলাও করবে না। অন্ধকার কুঠরিতে আটকে রাখবে। ছাড়াতে হলেও টাকা। মামলা দিয়ে আদালতে হাজির করাতে হলেও টাকা...

বলেন কী????????????????

০৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৭

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হুম গেমু ভাই...

৫| ০৫ ই জুন, ২০১৬ সকাল ৭:৩৩

শেখক বলেছেন: কথা তো অনেক কিছুরই....

০৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৮

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: সেটাই ভাই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.