নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

ক্যাটরিনা, প্রিয়াংকা, সানিদের কল্যাণে বাঙালি তরুণদের মেধা সব বুড়িগঙ্গার জলে মিলিয়ে গেল!

১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৯

হোটেলের কক্ষে টিভির রিমোট টিপতে টিপতে একসময় বিরক্ত হয়ে বিছানার উপর ছুড়ে ফেলে তপ্ত মেজাজ নিয়ে নিচের লবিতে গেলাম।

রিসিপশনে থাকা সুদর্শনা রমনীদ্বয়ের একজন ভাঙ্গা ইংরেজিতে জানতে চাইলো, "কী সমস্যা?"

বিরক্তিভাব নিয়ে বললাম, "এত টাকা ভাড়া দিবো ডিশের লাইন ঠিক নাই! ঘটনা কি? লাইন চেক না কইরা রুম দিছ কেন?"

রমনী দু'হাত উল্টে ভেংচি কাটলো। তার মানে আমার কথার অর্থ মালুম হয় নাই। এয়ারপোর্ট থেকে হোটেল অবধি এরকম ভেংচি কাটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি।

মাথার চুল টেনে ছিঁড়তে লাগলাম। অন্তত রিসিপশনে তো একজন ভালো ইংরেজি জানা লোক রাখবি বাপ!

পাশের রমনী ঠোঁটে ঝুলন্ত হাসি নিয়ে তাকিয়ে আছে। তাকে লক্ষ্য করে হাত দিয়ে রিমোটের বাটন টিপার অভিনয় করলাম। সে দু'হাত সামনে দিয়ে কিছুটা পিছু হটে গেল। মনে হলো ভয় খাইছে! বললাম, "টিভি, আই মিন টেলিভিশন!... ডিশ লাইন নট ওয়ার্কিং।"

এবার দুই রমনী ভ্রু কুচকে আমার আঙুলের দিকে তাকিয়ে আছে। আমি বুইড়া আঙুল বাাঁকা করে রিমোটের বাটন টিপার ভঙি করতে করতে কথা বলছি। একটু পরে দু'হাত প্রসারিত করে টেলিভিশন বুঝাবার চেষ্টা করছি আর বলছি, "ডিশ লাইন নট ওয়ার্কিং...কথা বুঝছো?"

মুখ কালো করে দুই রমনী এক সাথে ডানে বামে মাথা নাড়লো।

একজনকে ইশারা করে বললাম, "তুমি আমার সাথে রুমে চলো। তারপর দেখাই...চলো"

তারা কি বুঝলো খোদা মালুম। ছি ছি ভঙিতে নাক-মুখ কুচকে বললেন, "নো স্যার... নট পসিবল!"

লবিতে ভিড় জমে গেছে। পালোয়ানের মতো এক চাইনিজ বললেন, "ইউ ইন্ডিয়ান পিপল ভেরি বেড!"

এবার তাকে বুঝাবার চেষ্টা করলাম। বুঝতে পারলাম সে শুধু "ইউ ইন্ডিয়ান পিপল ভেরি বেড" বাক্যটিই ভালো জানে।

মেজাজ চরমে উঠে গেল। লবিতে ঘুরতে থাকা হাউজ কিপিং এর পোশাক পড়া একজনকে পেয়ে গেলাম। তাকে হাত ধরে টেনে রুমে নিয়ে গেলাম। রিমোট হাতে দিয়ে বললাম, "জি-সিনেমা দাও। তোমগো চাইনিজ চ্যানেল দেখতে দেখতে বিরক্ত। জি-সিনেমা দাও।"

সে হা-করে মুখের দিকে তাকিয়ে আছে। কাগজে জি-সিনেমার লোগো এঁকে দিয়ে বললাম, "ব্যাটা হাঁদারাম দাও এইটা দাও। হিন্দি সিনেমা দেখবো। তুমি হিন্দি সিনেমা দেখ না?"

ডানে-বামে মাথা নড়ে উঠলো। তার মানে দেখে না। জিজ্ঞেস করলাম, "শাহরুখ খান, সালমান খান, আমীর খানরে তো চিনো?"

ডানে-বামে মাথা নড়ে উঠলো।.. "প্রিয়াংকা চোপড়া, ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর, বিপাশা বসু...ইয়ে সানি লিওন?"

ডানে-বামে মাথা নড়ে উঠলো..। মনে হলো শালার ডানে-বামে মাথা নাড়ানোর রোগ আছে বুঝি।....

অবশেষে জানতে পারলাম চায়নাতে ইন্ডিয়ান চ্যানেল দেখানো হয় না। তাদের মুষ্টিমেয় কিছু ছাড়া হিন্দি সিনেমা ও এর অলিগলি সম্পর্কে কারোই তেমন ধারনা নেই। দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বললাম, "ব্যাটারা এই জন্যই তোমরা চাইনিজ.....। এই ক্যাটরিনা, প্রিয়াংকা, সানিদের কল্যাণে বাঙালি তরুণদের মেধা সব বুড়িগঙ্গার জলে মিলিয়ে গেল!"

এরপর থেকে যখনই নিচের লবিতে নেমেছি। রিসপশনে থাকা সুদর্শনা রমনী দুজন আমাকে দেখলেই মাথানিচু করে মুখ লুকাতো। রিমোটের বাটন টিপার অভিনয় দেখে তারা কী ধারনা করে নিয়েছে একমাত্র বিধাতাই ভালো জানেন!!


মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৯

মোঃ সোহেল আনোয়ার বলেছেন: তোমাকে ডিসের লাইনের ভাড়া চিন্তা করতে হবে না যদি তুমি এই লিঙ্কের রহস্য জানতে পারো। লিঙ্কের রহস্য জানতে এখানে ক্লিক করুন

২| ১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৫

বর্ণিল হিমু বলেছেন: মজা পাইলাম....!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.